কলকাতা: যুগ যুগ ধরে চলে আসা প্রথা ভেঙে কবে বেরিয়ে আসবে ভারত? খোদ সৌরভ গঙ্গোপাধ্যায় তুলে দিলেন প্রশ্ন। মহারাজের হাত ধরেই বিদেশের মাটিতে ধারাবাহিক ভাবে উড়তে শুরু করেছিল তেরঙা। দাদাগিরির ওই পথে হেঁটে পরবর্তী সাফল্য এনেছিলেন মহেন্দ্র সিং ধোনি। সৌরভ যখন ভারতের ক্যাপ্টেন ছিলেন, ভালো পিচের পক্ষে সাওয়াল করেছেন। তখন ভারতের পিচের ধরণও কিছুটা বদলেছিল। কিন্তু তার পর আবার সেই অতীতের কাহিনিতেই ফিরেছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মার আমলেও তার কোনও বদল নেই। সৌরভ প্রশ্ন তুলে দিয়েছেন ভাবনা আর দর্শন নিয়ে। কেন আজও ভালো উইকেট হবে না ভারতের মাটিতে? সৌরভের যুক্তি কিন্তু প্রমাণ করে দিচ্ছেন জসপ্রীত বুমরা। স্পিনারদের পিচ থেকে নিলেন ৫ উইকেট। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিশাখাপত্তনমেও পরিস্থিতির কোনও বদল দেখা যায়নি। হায়দরাবাদ টেস্ট হেরে চাপে পড়ে যাওয়া ভারতীয় টিম দ্বিতীয় টেস্টে সিরিজ ১-১ করতে চায়। আর সেই কারণেই বিশাখাপত্তনমেও টার্নিং পিচ বানিয়েছে ভারত। ইংল্যান্ড তাতে হয়তো চাপে পড়বে, কিন্তু ভারতীয় ব্যাটসম্যানরা কী করলেন? যশস্বী জয়সওয়াল ডাবল সেঞ্চুরি করেছেন। বাকিরা? চরম ব্যর্থ। সৌরভ সহজ একটা প্রশ্ন তুলে দিয়েছেন। তাঁর যুক্তি হল, ভারতীয় টিমে যদি একাধিক পেস বোলার থাকেন, তা হলে কেন স্পিনিং ট্র্যাক বানানো হবে? স্পোর্টিং উইকেট কেন হবে না? সৌরভের যুক্তি কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ভারতের প্রাক্তন ক্যাপ্টেন বলে দিয়েছেন, ‘আমাদের টিমে বুমরা, সামি, সিরাজ, মুকেশের মতো পেস বোলার রয়েছে। তার পরও কেন ভারত দেশের মাটিতে টার্নিং পিচ বানায়? এটা বেশ অবাক করার মতো বিষয়। আমার তো মনে হয়, ভালো পিচে খেললে প্রতি ম্যাচেই উন্নতি করা যায়। অশ্বিন, জাডেজা, কুলদীপ, অক্ষরদের মতোই ভারতীয় পেসাররাও যে কোনও পিচে ২০ উইকেট নিতে পারে। গত ৬-৭ বছর ধরে ভারতের ব্যাটিং কোয়ালিটি পতনের কারণই হল দেশের মাঠের এইরকম পিচ। ভালো পিচ হলেও ভারত ৫ দিনে টেস্ট জিততে পারবে।’