Sourav Ganguly : বিরাট-রোহিতের এটাই শেষ বিশ্বকাপ? সৌরভ বললেন, ‘বিশ্বাস করি না’

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jun 28, 2023 | 1:57 PM

World Cup 2023 : গত এক দশক ধরে ভারতীয় ক্রিকেটের মুখ বিরাট কোহলি, রোহিত শর্মা। দলের ব্যাটিং বিভাগের দুই স্তম্ভ। কিন্তু সব ভালোরই শেষ রয়েছে।

Sourav Ganguly : বিরাট-রোহিতের এটাই শেষ বিশ্বকাপ? সৌরভ বললেন, বিশ্বাস করি না
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা : রোহিত শর্মা সবেমাত্র ৩৬ বছরে পা দিয়েছেন। আগামী ৫ নভেম্বর ৩৫ বছরের হয়ে যাবেন বিরাট কোহলি। জাতীয় দলের এই দুই সিনিয়র ক্রিকেটারের হয়তো এটাই শেষ ওডিআই বিশ্বকাপ। বয়সের বিচার করলে পরের বিশ্বকাপে দু’জনই চল্লিশের কোঠায়। ধরে নেওয়াই যায়, ঘরের মাঠে ২০২৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপটাই বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma) শেষ বিশ্বকাপ। তাই বিশ্বকাপের সূচি প্রকাশ অনুষ্ঠানে প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেওয়াগ তো বলেই দিলেন, এ বারের বিশ্বকাপটা কোহলির জন্য জেতা উচিত ভারতের। যেমনটা ঘটেছিল ২০১১ সালে। মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের অন্তিমলগ্নে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিলেন। গত এক দশক ধরে ভারতীয় ক্রিকেটের মুখ বিরাট কোহলি, রোহিত শর্মা। দলের ব্যাটিং বিভাগের দুই স্তম্ভ। কিন্তু সব ভালোরই শেষ রয়েছে। যদিও ভারতীয় ক্রিকেটের এই দুই মহারথীর বয়স বা এটাই শেষ বিশ্বকাপ কি না, এসব ভাবতে নারাজ প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

সাদা বলের ক্রিকেটে বিরাট কোহলি ও রোহিত শর্মার ভবিষ্যৎ কী? স্টার স্পোর্টসে সৌরভ বলেছেন, “আমি এসব লাস্ট টাইম, ফার্স্ট টাইমে বিশ্বাস করি না। আমি শুধু পারফরম্যান্স বিচার করি। ওদের বয়স এখন ৩৪-৩৫ বছরের মতো। জানি না পরের বিশ্বকাপে কী হবে। কারণ এখন প্রতি বছর বৈশ্বিক টুর্নামেন্ট খেলা হয়। টি-২০ বিশ্বকাপ, ৫০ ওভারের বিশ্বকাপ। আমাদের সময়ের মতো নয় যখন চার বছরে একবার বিশ্বকাপ খেলা হত এবং তারপর আসত চ্যাম্পিয়ন্স ট্রফি। তাই সবটা পারফরম্যান্সের উপর নির্ভর করছে। আমি নিশ্চিত যে একজন ক্যাপ্টেন হিসেবে রোহিত এবং বিরাট চাইবেন বিশ্বকাপ জিততে।” ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপে বিরাট ও রোহিতের উপর অগাধ ভরসা রাখছেন সৌরভ। দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশ্বকাপ জয়ের লক্ষ্যে সেরাটা উজাড় করে দেবেন বিরাট, রোহিতরা। আশা প্রাক্তন অধিনায়কের।

২০১১ সালের বিশ্বকাপে নির্বাচকরা উপেক্ষা করেছিলেন রোহিতকে। তবে কোহলি ছিলেন সেই বিশ্বকাপজয়ী দলের সদস্য। কাপ জয়ের পর সচিন তেন্ডুলকরকে কাঁধে তুলে স্টেডিয়াম প্রদক্ষিণ করেছিলেন। এক যুগ পর ফের সেই সোনালি অধ্যায় ফেরানোর স্বপ্ন ভারতীয় দলের সামনে।

Next Article