India vs Australia: সিরিজে টিকে থাকার ম্যাচে ভারতের চিন্তা স্লগ ওভার বোলিং

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 23, 2022 | 7:00 AM

Jasprit Bumrah: চোট থেকে ফেরায় প্রথম ম্যাচে খেলানো হয়নি তাঁকে। নাগপুরে বুমরাকে খেলানো হবে। এত দিন পর ফেরায়, বুমরাও কতটা পার্থক্য গড়ে দিতে পারবেন, বলা কঠিন।

India vs Australia: সিরিজে টিকে থাকার ম্যাচে ভারতের চিন্তা স্লগ ওভার বোলিং
Image Credit source: TWITTER

Follow Us

নাগপুর : অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পিছিয়ে ভারত। নাগপুরে আজ দ্বিতীয় ম্যাচ। মোহালিতে প্রথম ম্যাচে ২০৮ এর বিশাল স্কোর গড়েও হার। ভারতের চিন্তা স্লগ ওভার বোলিং। গত ম্যাচে দুই পেসার হর্ষল প্যাটেল এবং ভুবনেশ্বর কুমার ৮ ওভারে দিয়েছেন ১০১ রান। ১৮ ও ১৯ তম ওভারে প্রচুর রান বিলিয়েছে ভারত। একটা সময় ম্যাচে ফিরলেও স্লগ ওভারে খেই হারায়। এশিয়া কাপের পর মোহালি ম্যাচ। স্লগ ওভারে ভুবনেশ্বর কুমারের পারফরম্যান্স ক্রমশ হতাশ করছে। নাগপুরে (Nagpur) ভারতীয় শিবিরে স্বস্তি হতে পারেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। চোট থেকে ফেরায় প্রথম ম্যাচে খেলানো হয়নি তাঁকে। নাগপুরে বুমরাকে খেলানো হবে। এত দিন পর ফেরায়, বুমরাও কতটা পার্থক্য গড়ে দিতে পারবেন, বলা কঠিন।

মোহালিতে প্রথম ম্যাচে ভারতকে ভুগিয়েছে ফিল্ডিংও। তিনটে ক্যাচ মিস। এর মধ্যে ক্যামেরন গ্রিনের ক্যাচ শুরুর দিকে। বোলিংয়ের ক্ষেত্রে অক্ষর প্যাটেল ছাড়া সকলেই ওভার প্রতি ১১ এর বেশি রান দিয়েছেন। বোলিং বিভাগ নিঃসন্দেহে বড় মাথা ব্যথা। এশিয়া কাপে পারফরম্যান্সের পর কিছুটা স্বস্তি দিয়েছে মিডল অর্ডার। মোহালিতে অনবদ্য ব্যাটিং করেছেন সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া। অর্ধশতরান করেছেন ওপেনার লোকেশ রাহুলও। রোহিত অবশ্য হতাশ করেন। আফগানিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে শতরানের খরা কাটিয়েছিলেন বিরাট কোহলি। মোহালিতে তিনিও রান পাননি। হার্দিকের অপরাজিত ৭১ রানের ইনিংসের জন্যই বড় স্কোর গড়তে পেরেছিল ভারতীয় দল।

দ্বিতীয় ম্যাচের আগের দিন প্রস্তুতি সারতে পারল না ভারত। বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় অনুশীলন বাতিল করা হয়। ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে ছিলেন মিডল অর্ডার ব্যাটার সূর্যকুমার যাদব। হর্ষল প্যাটেলের স্লোয়ার ডেলিভারি কি সহজেই বুঝে ফেলছে প্রতিপক্ষ? সূর্য বলছেন, ‘নেটে খুব বেশি ব্যাটিং করিনি ওর বোলিংয়ে। তবে ওর বোলিংয়ে যতটুকু অনুশীলন করেছি, এটুকু বলতে পারি, হর্ষল প্যাটেলের স্লোয়ার এবং বোলিংয়ের অন্যান্য বৈচিত্র খুবই কার্যকরী। ও প্রচণ্ড পরিশ্রম করছে। সবে চোট সারিয়ে ফিরেছে। কিছুটা সময় তো দেওয়া উচিত।’

Next Article