বেঙ্গালুরু: আইপিএলের মঞ্চে টানা ব্যর্থতার ধারা বদলে, এ বার সাফল্যে পাল্টানোর নীলনকশা তৈরি করতে চাইছে হায়দরাবাদ টিম ম্যানেজমেন্ট। গত মরসুমে ডেভিড ওয়ার্নারকে ঘিরে যে পরিমাণ বিতর্ক হয়েছিল, তাও মুছে ফেলতে চাইছে। আর সেই লক্ষ্য পূরণের জন্যই আইপিএল ১৫-তে (IPL) অন্য রকম টিম বানানোই লক্ষ্য সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad)। গত বারের তারকাখচিত টিম থেকে মাত্র তিন জনকে রাখা হয়েছে আসন্ন মরসুমের জন্য। ক্যাপ্টেন কেন উইলিয়ামসন রয়েছেন। সঙ্গে তরুণ বিস্ফোরক ব্যাটসম্যান আব্দুল সামাদ আর পেস বোলার উমরান মালিক। ৬৮ কোটি টাকা মেগা নিলামে নেমেছিল অরেঞ্জ আর্মি। এসআরএইচের লক্ষ্যই ছিল, মিডল অর্ডারকে ঢেলে সাজানো। মোট ১০ জন প্লেয়ারকে আজকের নিলাম (IPL Auction 2022 LIVE) থেকে তুলে নিয়েছে হায়দরাবাদ। দ্বিতীয় দিনের নিলামের জন্য নিজামের শহরের দলের হাতে রয়েছে ১৪ কোটি ১৫ লক্ষ টাকা।
আরসিবির সঙ্গে বিডিংয়ে টেক্কা দিয়ে ওয়াশিংটন সুন্দরকে কিনে নেয় হায়দরাবাদ। উইকেটকিপার-ব্যাটার হিসেবে নিকোলাস পুরানকে ১.৫ কোটি বেস প্রাইসের থেকে ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনেছে হায়দরাবাদ। মিডল অর্ডারের জন্য কেকেআরের সঙ্গে বিডিং চালিয়ে শেষ পর্যন্ত রাহুল ত্রিপাঠীকে কিনে নেয় কমলাব্রিগেড। বোলিং বিভাগে হায়দরাবাদ ফিরিয়ে নিয়েছে ভারতের সিনিয়র বোলার ভুবনেশ্বর কুমারকে। এবং টি নটরাজনকে।
আইপিএলের রিটেনশনে কোন প্লেয়ারদের ধরে রাখা হয়েছে –
১) কেন উইলিয়ামসন (১৪ কোটি টাকা)
২) আব্দুল সামাদ (৪ কোটি টাকা)
৩) উমরান মালিক (৪ কোটি টাকা)
আজকের নিলামে কাদের কিনল হায়দরাবাদ –
১) ওয়াশিংটন সুন্দর (৮.৭৫ কোটি টাকা)
৩) নিকোলাস পুরান (১০.৭৫ কোটি টাকা)
৩) টি নটরাজন (৪ কোটি টাকা)
৪) ভুবনেশ্বর কুমার (৪.২ কোটি টাকা)
৫) প্রিয়ম গর্গ (২০ লক্ষ টাকা)
৬) রাহুল ত্রিপাঠি (৮.৫ কোটি টাকা)
৭) অভিষেক শর্মা (৬.৫ কোটি টাকা)
৮) কার্তিক ত্যাগী (৪ কোটি রুপি)
৯) শ্রেয়স গোপাল (৭৫ লাখ টাকা)
১০) জগদীশা সুচিথ (২০ লক্ষ টাকা)
এ বারের মেগা নিলামের প্রথম দিন ১০ জন প্লেয়ারকে তুলে নিয়েছে হায়দরাবাদ। কোনও মার্কি প্লেয়ারকে দলে নিতে পারেনি হায়দরাবাদ। দ্বিতীয় দিন ঝুলিতে ১৪ কোটি ১৫ লক্ষ টাকা নিয়ে নামবে হায়দরাবাদ।
আরও পড়ুন: RR, IPL 2022 Auction: জেনে নিন মেগা নিলামের প্রথম দিন পিঙ্ক আর্মি কিনল কাদের