সুপার সানডেতে আইপিএলের (IPL) সুপার ম্যাচ। খেলার ফল সুপার ওভারে। ২০ ওভারের খেলায় প্রথমে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান করে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। ৫৩ রান করেন পৃথ্বী। জবাবে দিল্লির বোলিংয়ের সামনে চাপে পড়লেও কেন উইলিয়ামসনের ৬৬ রানে ভর করে ১৫৯ রান পর্যন্ত পৌঁছে যায় সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। সুপার ওভারে প্রথমে ব্যাটিং করে ৭ রান করে ওয়ার্নারের দল। জবাবে সুপার ওভারের শেষ বলে ম্যাচ জয় দিল্লি ক্যাপিটালসের।
সুপার সানডেতে সুপার ওভারে ম্যাচ জয় দিল্লি ক্যাপিটালসের।
Reverse has done the trick! @DelhiCapitals have won the Super Over and it went right down to the final ball. https://t.co/9lEz0r9hZo #SRHvDC #VIVOIPL pic.twitter.com/AmMY3yojA8
— IndianPremierLeague (@IPL) April 25, 2021
সুপার ওভারে ম্যাচ জিতেত মাঠে নামলেন পন্থ ও ধাওয়ান।
সুপার ওভারে ৭ রান ওয়ার্নারদের। ম্যাচ জিততে দিল্লি ক্যাপিটালসের চাই ৮ রান।
অরেঞ্জ আর্মির হয়ে ব্যাট করতে নামলেন ওয়ার্নার ও উইলিয়ামসন।
২০ ওভার শেষে দুই দলের রান সমান।
টানটান লড়াই, শেষ ওভারে ম্যাচ জিততে সানরাইজার্সে হায়দরাবাদের চাই ১৬ রান।
১৮ বলে ম্যাচ জিততে সানরাইজার্সের চাই ৩৯ রান। ভরসা কেন উইলিয়ামসন।
ম্যাচ জিততে চাই ২৪ বলে ৪৩ রান। অর্ধশতরান করলেন নিউজিল্যান্ডের তারকা কেন উইলিয়ামসন।
১৫ ওভারের খেলা শেষ। ম্যাচ জিততে ৩০ বলে ৫০ রান চাই সানরাইজার্সের।
বিরাট সিংয়ের পর এবার কেদারের উইকেট হারাল সানরাইজার্স। ম্যাচ জিততে এখনও চাই ৫৬ রান।
OUT
Kedar Jadhav (9) steps down the track but misses the line and Pant removes the bails in a flash. #DC are inching ahead. Amit Mishra has his first wicket. #SRH are 104-4 and need 56 in 34 balls. https://t.co/9lEz0r9hZo #SRHvDC #VIVOIPL pic.twitter.com/4kmmDRuiCF— IndianPremierLeague (@IPL) April 25, 2021
ম্যাচ জিততে ৬০ বলে ৮০ রান চাই অরেঞ্জ আর্মির।
প্রথম ৬ ওভার শেষে সানরাইজার্স হায়দরাবাদের রান ৫৬/২। ৮৪ বলে ১০৪ রান চাই উইলিয়ামসনদের।
অধিনায়কের উইকেট হারাল সানরাইজার্স হায়দরাবাদ। রান আউট ডেভিড ওয়ার্নার।
Warner is run-out
Bairstow plays towards point and calls for a run. Rabada collects and releases it quickly and Pant dislodges the bails. #SRH 31-1 after 4 overs.https://t.co/9lEz0r9hZo #SRHvDC #VIVOIPL pic.twitter.com/JRRbDGpV6T
— IndianPremierLeague (@IPL) April 25, 2021
প্রথম ২ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ১০ রান সানরাইজার্সের।
নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে ঋষভ পন্থরা তুলেছেন ১৫৯ রান।
মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরলেন শিমরন হেটমায়ার
৩৭ রান করে মাঠ ছাড়লেন ঋষভ পন্থ
১৭ ওভারে ২ উইকেট হারিয়ে দিল্লি তুলেছে ১৩১ রান।
ক্রিজে ঋষভ পন্থ ও স্টিভ স্মিথ।
১৩.৫ ওভারে দিল্লি দলগত শতরান পূর্ণ করল।
৫৩ রান করে আউট হলেন পৃথ্বী শ।
রশিদ খানের বলে ২৮ রান করে আউট হলেন শিখর ধাওয়ান
৩৫ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন দিল্লির ওপেনার পৃথ্বী শ
5⃣0⃣ and going strong ?
Prithvi Shaw brings up a fine half-century ??https://t.co/9lEz0r9hZo #SRHvDC #VIVOIPL pic.twitter.com/jqSAA7FjfN
— IndianPremierLeague (@IPL) April 25, 2021
পাওয়ার প্লে-তে কোনও উইকেট না হারিয়ে দিল্লি তুলেছে ৫১ রান
ভালো শুরু দিল্লির
ওপেনিংয়ে নামলেন পৃথ্বী শ ও শিখর ধাওয়ান।
দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ:
পৃথ্বী শ, শিখর ধাওয়ান, স্টিভ স্মিথ, ঋষভ পন্থ (অধিনায়ক, উইকেটকিপার), শিমরন হেটমায়ার, মার্কাস স্টোয়নিস, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, অমিত মিশ্র, আভেশ খান, কাগিসো রাবাডা।
সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), কেন উইলিয়ামসন, জনি বেয়ারস্টো, বিরাট সিং, কেদার যাদব, বিজয় শংকর, অভিষেক শর্মা, রশিদ খান, জে সুচিথ, সিদ্ধার্থ কৌল, খালিল আহমেদ।
টসে জিতল দিল্লি। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত পন্থের।
Toss Update: In the second game of the day today, @DelhiCapitals have won the toss and opted to bat first against @SunRisers
https://t.co/9lEz0r9hZo #SRHvDC #VIVOIPL pic.twitter.com/eePBJPboon— IndianPremierLeague (@IPL) April 25, 2021
এই নিয়ে আইপিএলে মোট ১৮ বার মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস। তার মধ্যে হায়দরাবাদ জিতেছে ১১ বার। ৭ বার জিতেছে দিল্লি।
Our head to head vs DC as we head into our last group game at Chennai! ?#SRHvDC #OrangeOrNothing #OrangeArmy #IPL2021 pic.twitter.com/S6oapoY15L
— SunRisers Hyderabad (@SunRisers) April 25, 2021