SRH vs DC IPL 2021 Match20 Result :সুপার ওভারে ম্যাচ জয় দিল্লি ক্যাপিটালসের

সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: sushovan mukherjee

Apr 25, 2021 | 11:49 PM

SRH vs DC Live Score: সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) বনাম দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটস।

SRH vs DC IPL 2021 Match20 Result :সুপার ওভারে ম্যাচ জয় দিল্লি ক্যাপিটালসের
সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) বনাম দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)

Follow Us

সুপার সানডেতে আইপিএলের (IPL) সুপার ম্যাচ। খেলার ফল সুপার ওভারে। ২০ ওভারের খেলায় প্রথমে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান করে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। ৫৩ রান করেন পৃথ্বী। জবাবে দিল্লির বোলিংয়ের সামনে চাপে পড়লেও কেন উইলিয়ামসনের ৬৬ রানে ভর করে ১৫৯ রান পর্যন্ত পৌঁছে যায় সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। সুপার ওভারে প্রথমে ব্যাটিং করে ৭ রান করে ওয়ার্নারের দল। জবাবে সুপার ওভারের শেষ বলে ম্যাচ জয় দিল্লি ক্যাপিটালসের।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 25 Apr 2021 11:43 PM (IST)

    টানটান ম্যাচ জয় দিল্লি ক্যাপিটালসের

    সুপার সানডেতে সুপার ওভারে ম্যাচ জয় দিল্লি ক্যাপিটালসের।

  • 25 Apr 2021 11:39 PM (IST)

    দিল্লির হয়ে ধাওয়ান ও পন্থ মাঠে

    সুপার ওভারে ম্যাচ জিতেত মাঠে নামলেন পন্থ ও ধাওয়ান।


  • 25 Apr 2021 11:33 PM (IST)

    দিল্লির জয়ের লক্ষ্য ৮ রান

    সুপার ওভারে ৭ রান ওয়ার্নারদের। ম্যাচ জিততে দিল্লি ক্যাপিটালসের চাই ৮ রান।

  • 25 Apr 2021 11:26 PM (IST)

    সুপার ওভারে প্রথমে ব্যাটিং সানরাইজার্সের

    অরেঞ্জ আর্মির হয়ে ব্যাট করতে নামলেন ওয়ার্নার ও উইলিয়ামসন।

  • 25 Apr 2021 11:20 PM (IST)

    ম্যাচ সুপার ওভারে

    ২০ ওভার শেষে দুই দলের রান সমান।

  • 25 Apr 2021 11:13 PM (IST)

    ৬ বলে চাই ১৬ রান

    টানটান লড়াই, শেষ ওভারে ম্যাচ জিততে সানরাইজার্সে হায়দরাবাদের চাই ১৬ রান।

  • 25 Apr 2021 11:00 PM (IST)

    শেষ ৩ ওভারে চাই রান

    ১৮ বলে ম্যাচ জিততে সানরাইজার্সের চাই ৩৯ রান। ভরসা কেন উইলিয়ামসন।

  • 25 Apr 2021 10:51 PM (IST)

    উইলিয়ামসনের হাফ সেঞ্চুরি

    ম্যাচ জিততে চাই ২৪ বলে ৪৩ রান। অর্ধশতরান করলেন নিউজিল্যান্ডের তারকা কেন উইলিয়ামসন।

  • 25 Apr 2021 10:44 PM (IST)

    ৩০ বলে চাই ৫০ রান

    ১৫ ওভারের খেলা শেষ। ম্যাচ জিততে ৩০ বলে ৫০ রান চাই সানরাইজার্সের।

  • 25 Apr 2021 10:40 PM (IST)

    ৪ উইকেট হারিয়ে চাপে অরেঞ্জ আর্মি

    বিরাট সিংয়ের পর এবার কেদারের উইকেট হারাল সানরাইজার্স। ম্যাচ জিততে এখনও চাই ৫৬ রান।

  • 25 Apr 2021 10:21 PM (IST)

    ১০ ওভারে ৮০ রান চাই

    ম্যাচ জিততে ৬০ বলে ৮০ রান চাই অরেঞ্জ আর্মির।

  • 25 Apr 2021 09:58 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    প্রথম ৬ ওভার শেষে সানরাইজার্স হায়দরাবাদের রান  ৫৬/২। ৮৪ বলে ১০৪ রান চাই উইলিয়ামসনদের।

  • 25 Apr 2021 09:43 PM (IST)

    প্রথম উইকেট হারাল অরেঞ্জ আর্মি

    অধিনায়কের উইকেট হারাল সানরাইজার্স হায়দরাবাদ। রান আউট ডেভিড ওয়ার্নার।

  • 25 Apr 2021 09:37 PM (IST)

    ২ ওভার শেষে ১০ রান

    প্রথম ২ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ১০ রান সানরাইজার্সের।

  • 25 Apr 2021 09:10 PM (IST)

    ওয়ার্নারদের টার্গেট ১৬০

    নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে ঋষভ পন্থরা তুলেছেন ১৫৯ রান।

  • 25 Apr 2021 09:05 PM (IST)

    শিমরন আউট

    মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরলেন শিমরন হেটমায়ার

  • 25 Apr 2021 09:01 PM (IST)

    পন্থের উইকেট হারাল দিল্লি

    ৩৭ রান করে মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

  • 25 Apr 2021 08:54 PM (IST)

    বাকি মাত্র ৩ ওভার

    ১৭ ওভারে ২ উইকেট হারিয়ে দিল্লি তুলেছে ১৩১ রান।

  • 25 Apr 2021 08:49 PM (IST)

    ১৫ ওভারে দিল্লি ১১৬/২

    ক্রিজে ঋষভ পন্থ ও স্টিভ স্মিথ।

  • 25 Apr 2021 08:34 PM (IST)

    দিল্লির শতরান

    ১৩.৫ ওভারে দিল্লি দলগত শতরান পূর্ণ করল।

  • 25 Apr 2021 08:28 PM (IST)

    রান আউট পৃথ্বী

    ৫৩ রান করে আউট হলেন পৃথ্বী শ।

  • 25 Apr 2021 08:22 PM (IST)

    ওপেনার ধাওয়ান ফিরলেন সাজঘরে

    রশিদ খানের বলে ২৮ রান করে আউট হলেন শিখর ধাওয়ান

  • 25 Apr 2021 08:19 PM (IST)

    পৃথ্বীর হাফ সেঞ্চুরি

    ৩৫ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন দিল্লির ওপেনার পৃথ্বী শ

  • 25 Apr 2021 07:58 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে কোনও উইকেট না হারিয়ে দিল্লি তুলেছে ৫১ রান

  • 25 Apr 2021 07:58 PM (IST)

    ৫ ওভারে দিল্লি ৪৮/০

    ভালো শুরু দিল্লির

  • 25 Apr 2021 07:31 PM (IST)

    দিল্লির ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন পৃথ্বী শ ও শিখর ধাওয়ান।

  • 25 Apr 2021 07:19 PM (IST)

    দিল্লির প্রথম একাদশ

    দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ:
    পৃথ্বী শ, শিখর ধাওয়ান, স্টিভ স্মিথ, ঋষভ পন্থ (অধিনায়ক, উইকেটকিপার), শিমরন হেটমায়ার, মার্কাস স্টোয়নিস, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, অমিত মিশ্র, আভেশ খান, কাগিসো রাবাডা।

  • 25 Apr 2021 07:16 PM (IST)

    হায়দরাবাদের প্রথম একাদশ

    সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), কেন উইলিয়ামসন, জনি বেয়ারস্টো, বিরাট সিং, কেদার যাদব, বিজয় শংকর, অভিষেক শর্মা, রশিদ খান, জে সুচিথ, সিদ্ধার্থ কৌল, খালিল আহমেদ।

  • 25 Apr 2021 07:02 PM (IST)

    টস আপডেট

    টসে জিতল দিল্লি। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত পন্থের।

  • 25 Apr 2021 06:37 PM (IST)

    পাল্লা ভারি কোন দলের?

    এই নিয়ে আইপিএলে মোট ১৮ বার মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস। তার মধ্যে হায়দরাবাদ জিতেছে ১১ বার। ৭ বার জিতেছে দিল্লি।