SRH vs GT, IPL 2022 Match 21 Result: হার্দিকের গুজরাতকে ৮ উইকেটে হারাল উইলিয়ামসনের হায়দারাবাদ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 11, 2022 | 11:40 PM

Sunrisers Hyderabad vs Gujarat Titans Live Score in Bangla: দেখুন সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) বনাম গুজরাত টাইটান্স (Gujarat Titans) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

SRH vs GT, IPL 2022 Match 21 Result: হার্দিকের গুজরাতকে ৮ উইকেটে হারাল উইলিয়ামসনের হায়দারাবাদ
ডিওয়াই পাতিলে আজ মুখোমুখি হায়দরাবাদ-গুজরাত

Follow Us

মুম্বই: আজ সপ্তাহের প্রথম দিন আইপিএল-১৫-র (IPL 2022) ২১ নম্বর ম্যাচে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স (Gujarat Titans)। এখনও অবধি হার্দিক পান্ডিয়ার নতুন দল গুজরাত এ বারের আইপিএলের তিনটি ম্যাচে খেলে তিনটিতেই জিতেছিল। কিন্তু আজ দিনটা শুভমন গিলদের ছিল না। টসে জিতে শুরুতে হার্দিকদের ব্যাটিং করতে পাঠিয়েছিলেন উইলিয়ামসন। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রান তুলেছিল হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স। এই মরসুমে হায়দরাবাদের দ্বিতীয় জয়ের জন্য টার্গেট ছিল ১৬৩ রান। ৪২ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস খেলে যান হার্দিক। গত ম্যাচে চেন্নাইকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়া হায়দরাবাদ আজ শুরুটা ধীর গতিতে করলেও শেষ মেশ ২ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। ক্যাপ্টেন কেন করে গিয়েছিলেন ৫৭ রান। এবং শেষ পর্যন্ত ৫ বল বাকি থাকতেই ১৬৮ রান তুলে ফেলে হায়দরাবাদ। এবং ৮ উইকেটে জিতে নেয় ম্যাচ।

Key Events

৮ উইকেটে জয়ী হায়দরাবাদ

আইপিএল-১৫-র ২১ নম্বর ম্যাচে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাত টাইটান্স। প্রথমে ব্যাটিং করে ১৬২ রান তুলেছিল টাইটান্সরা। হায়দরাবাদের টার্গেট ছিল ১৬৩। ৮ উইকেটে ম্যাচ জিতে নিল নিজামের শহরের দল।

এই আইপিএলে প্রথম হারের মুখ দেখল গুজরাত

হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স এই আইপিএলে প্রথম হারের মুখ দেখল। টানা তিন ম্যাচে জেতার পর হায়দরাবাদের কাছে মরসুমের প্রথম হারের ধাক্কা খেল টাইটান্সরা।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 11 Apr 2022 11:18 PM (IST)

    ৮ উইকেটে জয়ী হায়দরাবাদ

    গুজরাত টাইটান্সের বিজয়রথ থামালো কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ। ৮ উইকেটে গুজরাতকে হারাল অরেঞ্জ আর্মি।

  • 11 Apr 2022 11:03 PM (IST)

    ক্যাপ্টেন উইলিয়ামসনের উইকেট নিলেন হার্দিক

    হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসনের উইকেট তুলে নিলেন গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ৫৭ রান করে মাঠ ছাড়লেন উইলিয়ামসন।


  • 11 Apr 2022 10:54 PM (IST)

    উইলিয়ামসনের হাফসেঞ্চুরি

    গুজরাত টাইটান্সের বিরুদ্ধে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন।

  • 11 Apr 2022 10:54 PM (IST)

    ১৫ ওভারে হায়দরাবাদ ১১৬/১

    খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১১৬ রান তুলেছে হায়দরাবাদ।

  • 11 Apr 2022 10:44 PM (IST)

    রিটায়ার্ড হার্ট হয়ে ফিরলেন রাহুল

    ১৩.১ ওভারে রাহুল তেওয়াটিয়ার বলে ছয় মারেন রাহুল ত্রিপাঠী। কিন্তু চোট পান তিনি। মাঠেই শুয়ে পড়েন। এর পর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন রাহুল তেওয়াটিয়া।

  • 11 Apr 2022 10:22 PM (IST)

    ১০ ওভারে হায়দরাবাদ ৭৫/১

    • প্রথম ১০ ওভারের খেলা শেষ।
    • শুরুর ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৫ রান তুলেছে অরেঞ্জ আর্মি।
    • ম্যাচ জিততে হায়দরাবাদের এখনও চাই ৮৮ রান।
  • 11 Apr 2022 10:14 PM (IST)

    অভিষেক আউট

    প্রথম উইকেট হারাল সানরাইজার্স হায়দরাবাদ। ৪২ রান করে মাঠ ছাড়লেন অভিষেক শর্মা।

  • 11 Apr 2022 09:58 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    • পাওয়ার প্লে-র খেলা শেষ।
    • প্রথম ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৪২ রান তুলেছেন উইলিয়ামসনরা।
    • ম্যাচ জিততে হায়দরাবাদের এখনও প্রয়োজন ৮৪ বলে ১২১ রান।
  • 11 Apr 2022 09:53 PM (IST)

    ৫ ওভারে হায়দরাবাদ ২৫/০

    • প্রথম ৫ ওভারের খেলা শেষ।
    • কোনও উইকেট না হারিয়ে প্রথম ৫ ওভারে ২৫ রান তুলেছে হায়দরাবাদ।
  • 11 Apr 2022 09:42 PM (IST)

    ৩ ওভারে হায়দরাবাদ ৭/০

    • প্রথম ৩ ওভারের খেলা শেষ।
    • বেশ সাবধানে রান তুলছে হায়দরাবাদ।
    • ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৭ রান তুলেছেন উইলিয়ামসনরা।
  • 11 Apr 2022 09:31 PM (IST)

    রান তাড়া করতে নামল হায়দরাবাদ

    • অরেঞ্জ আর্মির টার্গেট ১৬৩।
    • রান তাড়া করতে নামল সানরাইজার্স হায়দরাবাদ।
    • ওপেনিংয় নামলেন কেন উইলিয়ামসন ও অভিষেক শর্মা।
  • 11 Apr 2022 09:14 PM (IST)

    ১৬২ রানে থামল গুজরাত

    নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রান তুলেছে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স।

  • 11 Apr 2022 09:13 PM (IST)

    হার্দিকের হাফসেঞ্চুরি

    হায়দরাবাদের বিরুদ্ধে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

  • 11 Apr 2022 09:07 PM (IST)

    অভিনব আউট

    অভিনব মনোহরের উইকেট তুলে নিলেন ভুবনেশ্বর কুমার। ৩৫ রান করে সাজঘরে ফিরলেন মনোহর। পঞ্চম উইকেট হারাল গুজরাত।

  • 11 Apr 2022 08:46 PM (IST)

    ১৫ ওভারে গুজরাত ১১৮/৪

    • খেলা বাকি ৫ ওভারের।
    • প্রথম ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে গুজরাত তুলেছে ১১৮ রান।
  • 11 Apr 2022 08:38 PM (IST)

    মিলার ফিরলেন সাজঘরে

    ডেভিড মিলারের উইকেট হারাল গুজরাত টাইটান্স। ১২ রান করে সাজঘরে ফিরলেন মিলার। মার্কো জ্যানসেন গুজরাতকে এনে দিলেন চতুর্থ সাফল্য।

  • 11 Apr 2022 08:21 PM (IST)

    ১০ ওভারে গুজরাত ৮০/৩

    • প্রথম ১০ ওভারের খেলা শেষ।
    • ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮০ রান তুলেছে হার্দিকের দল।
    • ক্রিজে রয়েছেন হার্দিক পান্ডিয়া ও ডেভিড মিলার।
  • 11 Apr 2022 08:11 PM (IST)

    ওয়েড আউট

    ম্যাথু ওয়েডের উইকেট তুলে নিলেন উমরান মালিক। তৃতীয় উইকেট হারিয়ে ফেলল গুজরাত।

  • 11 Apr 2022 08:01 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-র খেলা শেষ।

    • প্রথম ৬ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলেছে গুজরাত।
    • ৬ ওভার শেষে স্কোরবোর্ডে উঠেছে ৫২ রান।
    • ক্রিজে হার্দিক পান্ডিয়া ও ম্যাথু ওয়েড।
  • 11 Apr 2022 07:57 PM (IST)

    সাই আউট

    সাই সুদর্শনের উইকেট তুলে নিলেন টি নটরাজন। দ্বিতীয় ধাক্কা খেল গুজরাত টাইটান্স। ১১ রান করে সাজঘরে ফিরে গেলেন সুদর্শন।

  • 11 Apr 2022 07:54 PM (IST)

    ৫ ওভারে গুজরাত ৪২/১

    প্রথম ৫ ওভারের খেলা শেষ।

    • এক উইকেট হারিয়ে প্রথম ৫ ওভারে ৪২ রান তুলেছে গুজরাত টাইটান্স।
    • ম্যাথু ওয়েড ব্যাট করছেন ১৭ রানে।
    • সাই সুদর্শন রয়েছেন ৭ রানে।
  • 11 Apr 2022 07:47 PM (IST)

    ৩ ওভারে গুজরাত ৩০/১

    প্রথম ৩ ওভারের খেলা শেষ।

    • এক উইকেট হারিয়ে ৩ ওভারে গুজরাত তুলেছে ৩০ রান।
    • ক্রিজে ম্যাথু ওয়েড ও সাই সুদর্শন।
  • 11 Apr 2022 07:44 PM (IST)

    গিল আউট

    শুভমন গিলের উইকেট তুলে নিলেন ভুবনেশ্বর কুমার। ৭ রান করে মাঠ ছাড়লেন গিল। প্রথম উইকেট হারাল গুজরাত।

  • 11 Apr 2022 07:31 PM (IST)

    গুজরাতের ইনিংস শুরু

    গুজরাত টাইটান্সের হয়ে ওপেনিংয়ে নামলেন শুভমন গিল ও ম্যাথু ওয়েড।

  • 11 Apr 2022 07:08 PM (IST)

    হায়দরাবাদের প্রথম একাদশ

    দেখে নিন সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশ: কেন উইলিয়ামসন (অধিনায়ক), এইডেন মার্করাম, রাহুল ত্রিপাঠী, ওয়াশিংটন সুন্দর, নিকোলাস পুরান (উইকেটকিপার), অভিষেক শর্মা, শশাঙ্ক সিং, মার্কো জ্যানসেন, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন ও উমরান মালিক।

  • 11 Apr 2022 07:07 PM (IST)

    গুজরাতের প্রথম একাদশ

    গুজরাত টাইটান্সের প্রথম একাদশ: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), শুভমন গিল, সাই সুদর্শন, ডেভিড মিলার, অভিনব মনোহর, রাহুল তেওয়াটিয়া, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), লকি ফার্গুসন, রশিদ খান, মহম্মদ সামি ও দর্শন নালকান্ডে।

  • 11 Apr 2022 07:02 PM (IST)

    টস আপডেট

    টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন।

  • 11 Apr 2022 06:38 PM (IST)

    আর মাত্র ১ ঘণ্টার অপেক্ষা

    আর মাত্র ১ ঘণ্টা পর ডিওয়াই পাতিল স্টেডিয়ামে শুরু হবে হায়দরাবাদ বনাম গুজরাত ম্যাচ।

  • 11 Apr 2022 06:33 PM (IST)

    টাইটান্সদের বিরুদ্ধে ম্যাচের জন্য রেডি অরেঞ্জ আর্মি

    আর কিছুক্ষণ পর শুরু হবে হায়দরাবাদ বনাম গুজরাত ম্যাচ। ডিওয়াই পাতিল স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দিলেন সুন্দর-উইলিয়ামসনরা।

  • 11 Apr 2022 06:32 PM (IST)

    উইলিয়ামসনদের মুখে নামার জন্য তৈরি হার্দিকরা

    আর কিছুক্ষণ পর হায়দরাবাদের মুখে নামবে গুজরাত। অরেঞ্জ আর্মির বিরুদ্ধে নামার জন্য তৈরি হার্দিকরা।