মুম্বই: আজ সপ্তাহের প্রথম দিন আইপিএল-১৫-র (IPL 2022) ২১ নম্বর ম্যাচে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স (Gujarat Titans)। এখনও অবধি হার্দিক পান্ডিয়ার নতুন দল গুজরাত এ বারের আইপিএলের তিনটি ম্যাচে খেলে তিনটিতেই জিতেছিল। কিন্তু আজ দিনটা শুভমন গিলদের ছিল না। টসে জিতে শুরুতে হার্দিকদের ব্যাটিং করতে পাঠিয়েছিলেন উইলিয়ামসন। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রান তুলেছিল হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স। এই মরসুমে হায়দরাবাদের দ্বিতীয় জয়ের জন্য টার্গেট ছিল ১৬৩ রান। ৪২ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস খেলে যান হার্দিক। গত ম্যাচে চেন্নাইকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়া হায়দরাবাদ আজ শুরুটা ধীর গতিতে করলেও শেষ মেশ ২ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। ক্যাপ্টেন কেন করে গিয়েছিলেন ৫৭ রান। এবং শেষ পর্যন্ত ৫ বল বাকি থাকতেই ১৬৮ রান তুলে ফেলে হায়দরাবাদ। এবং ৮ উইকেটে জিতে নেয় ম্যাচ।
আইপিএল-১৫-র ২১ নম্বর ম্যাচে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাত টাইটান্স। প্রথমে ব্যাটিং করে ১৬২ রান তুলেছিল টাইটান্সরা। হায়দরাবাদের টার্গেট ছিল ১৬৩। ৮ উইকেটে ম্যাচ জিতে নিল নিজামের শহরের দল।
হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স এই আইপিএলে প্রথম হারের মুখ দেখল। টানা তিন ম্যাচে জেতার পর হায়দরাবাদের কাছে মরসুমের প্রথম হারের ধাক্কা খেল টাইটান্সরা।
গুজরাত টাইটান্সের বিজয়রথ থামালো কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ। ৮ উইকেটে গুজরাতকে হারাল অরেঞ্জ আর্মি।
হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসনের উইকেট তুলে নিলেন গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ৫৭ রান করে মাঠ ছাড়লেন উইলিয়ামসন।
গুজরাত টাইটান্সের বিরুদ্ধে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন।
খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১১৬ রান তুলেছে হায়দরাবাদ।
১৩.১ ওভারে রাহুল তেওয়াটিয়ার বলে ছয় মারেন রাহুল ত্রিপাঠী। কিন্তু চোট পান তিনি। মাঠেই শুয়ে পড়েন। এর পর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন রাহুল তেওয়াটিয়া।
প্রথম উইকেট হারাল সানরাইজার্স হায়দরাবাদ। ৪২ রান করে মাঠ ছাড়লেন অভিষেক শর্মা।
নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রান তুলেছে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স।
হায়দরাবাদের বিরুদ্ধে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
অভিনব মনোহরের উইকেট তুলে নিলেন ভুবনেশ্বর কুমার। ৩৫ রান করে সাজঘরে ফিরলেন মনোহর। পঞ্চম উইকেট হারাল গুজরাত।
ডেভিড মিলারের উইকেট হারাল গুজরাত টাইটান্স। ১২ রান করে সাজঘরে ফিরলেন মিলার। মার্কো জ্যানসেন গুজরাতকে এনে দিলেন চতুর্থ সাফল্য।
ম্যাথু ওয়েডের উইকেট তুলে নিলেন উমরান মালিক। তৃতীয় উইকেট হারিয়ে ফেলল গুজরাত।
পাওয়ার প্লে-র খেলা শেষ।
সাই সুদর্শনের উইকেট তুলে নিলেন টি নটরাজন। দ্বিতীয় ধাক্কা খেল গুজরাত টাইটান্স। ১১ রান করে সাজঘরে ফিরে গেলেন সুদর্শন।
প্রথম ৫ ওভারের খেলা শেষ।
প্রথম ৩ ওভারের খেলা শেষ।
শুভমন গিলের উইকেট তুলে নিলেন ভুবনেশ্বর কুমার। ৭ রান করে মাঠ ছাড়লেন গিল। প্রথম উইকেট হারাল গুজরাত।
গুজরাত টাইটান্সের হয়ে ওপেনিংয়ে নামলেন শুভমন গিল ও ম্যাথু ওয়েড।
দেখে নিন সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশ: কেন উইলিয়ামসন (অধিনায়ক), এইডেন মার্করাম, রাহুল ত্রিপাঠী, ওয়াশিংটন সুন্দর, নিকোলাস পুরান (উইকেটকিপার), অভিষেক শর্মা, শশাঙ্ক সিং, মার্কো জ্যানসেন, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন ও উমরান মালিক।
#OrangeArmy, these are your #Risers to take the field against the Titans tonight! #SRHvGT #ReadyToRise #TATAIPL pic.twitter.com/lCJPzE60FW
— SunRisers Hyderabad (@SunRisers) April 11, 2022
গুজরাত টাইটান্সের প্রথম একাদশ: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), শুভমন গিল, সাই সুদর্শন, ডেভিড মিলার, অভিনব মনোহর, রাহুল তেওয়াটিয়া, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), লকি ফার্গুসন, রশিদ খান, মহম্মদ সামি ও দর্শন নালকান্ডে।
Our Titans for tonight! Side remains unchanged ??#SeasonOfFirsts #AavaDe #SRHvGT pic.twitter.com/ZWOq4y4ok2
— Gujarat Titans (@gujarat_titans) April 11, 2022
টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন।
আর মাত্র ১ ঘণ্টা পর ডিওয়াই পাতিল স্টেডিয়ামে শুরু হবে হায়দরাবাদ বনাম গুজরাত ম্যাচ।
Hello and welcome to the DY Patil Stadium for Match 21 of the #TATAIPL.#SRH will take on the @gujarat_titans today.
Who are you rooting for?#SRHvGT pic.twitter.com/IjpNxqfZqd
— IndianPremierLeague (@IPL) April 11, 2022
আর কিছুক্ষণ পর শুরু হবে হায়দরাবাদ বনাম গুজরাত ম্যাচ। ডিওয়াই পাতিল স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দিলেন সুন্দর-উইলিয়ামসনরা।
The Orange Gran Turismo has left for DY Patil Stadium. ??#SRHvGT #OrangeArmy #ReadyToRise #TATAIPL pic.twitter.com/KpK0WyBOOY
— SunRisers Hyderabad (@SunRisers) April 11, 2022
আর কিছুক্ষণ পর হায়দরাবাদের মুখে নামবে গুজরাত। অরেঞ্জ আর্মির বিরুদ্ধে নামার জন্য তৈরি হার্দিকরা।
All smiles ahead of our encounter no. 4️⃣ #SRHvGT#SeasonOfFirsts #AavaDe pic.twitter.com/RMQDkg2I8l
— Gujarat Titans (@gujarat_titans) April 11, 2022