Asia Cup 2023: পাকিস্তানের সমর্থনে নেই বাংলাদেশও! এশিয়া কাপ হটানোর দাবিতে ভারতের পাশে সাকিবদের বোর্ড

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

May 08, 2023 | 4:12 PM

Sri Lanka & Bangladesh support India: ২০২৩ এশিয়া কাপ যাতে পাকিস্তানের মাটিতেই অনুষ্ঠিত হয় তার প্রবল চেষ্টা চালিয়ে যাচ্ছে পিসিবি (Pakistan Cricket Board)। কিন্তু পাকিস্তান তাদের এই 'লড়াই'য়ে পাশে পাচ্ছে না পড়শি দেশের ক্রিকেট বোর্ডগুলিকেও।

Asia Cup 2023: পাকিস্তানের সমর্থনে নেই বাংলাদেশও! এশিয়া কাপ হটানোর দাবিতে ভারতের পাশে সাকিবদের বোর্ড
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: পাকিস্তানে এশিয়া কাপ আয়োজনের সম্ভাবনা ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে। পাকিস্তানে এশিয়া কাপ (Asia Cup 2023) হলে ভারতীয় দল খেলতে যাবে না। আগেই এ কথা স্পষ্ট করে দিয়েছিল বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের অনড় সিদ্ধান্তে বিপাকে পড়ে যায় পাকিস্তান। ভারতীয় বোর্ডের পক্ষ থেকে নিরপেক্ষ ভেনু এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। পাকিস্তান এই প্রস্তাবে নিমরাজি। ২০২৩ এশিয়া কাপ যাতে পাকিস্তানের মাটিতেই অনুষ্ঠিত হয় তার প্রবল চেষ্টা চালিয়ে যাচ্ছে পিসিবি (Pakistan Cricket Board)। কিন্তু পাকিস্তান তাদের এই ‘লড়াই’য়ে পাশে পাচ্ছে না পড়শি দেশের ক্রিকেট বোর্ডগুলিকেও। পাকিস্তানের জিও স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, এশিয়া কাপ ইস্যুতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সমর্থন পাচ্ছে না পাকিস্তান। দুই পড়শি দেশের ক্রিকেট বোর্ডের সমর্থন বিসিসিআইয়ের (BCCI) দিকে। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

এশিয়া কাপ আয়োজন নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে ঠান্ডা লড়াই জারি রয়েছে। বিসিসিআইয়ের কাছে হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়ে রেখেছে পাকিস্তান। যদিও তা অনুমোদন করেনি এশীয় ক্রিকেট কাউন্সিল। হাইব্রিড মডেল অনুযায়ী, এশিয়া কাপ হবে পাকিস্তানেই। শুধুমাত্র ভারতের ম্যাচগুলি খেলা হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। কিন্তু বিসিসিআই এতে রাজি নয়। গোটা এশিয়া কাপটাই নিরপেক্ষ ভেনুতে আয়োজন করার দাবি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। চাপের মুখে পাল্টা পাক বোর্ডের চেয়ারম্যান নজম শেঠী ইঙ্গিত দিয়েছেন যে এশিয়া কাপ পাকিস্তানে আয়োজিত না হলে পাকিস্তান টুর্নামেন্টে অংশগ্রহণ করবে না। এর আগে ভারতের মাটিতে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছিল পাকিস্তান।

পিসিবি যদি একান্তই এশিয়া কাপ স্থানান্তরকরণে রাজি না হয়, সেক্ষেত্রে টুর্নামেন্ট আয়োজনের দায়িত্বও কেড়ে নিতে পারে এশীয় ক্রিকেট কাউন্সিল। এদিকে এশিয়া কাপ নিয়ে ভারত-পাকিস্তান ঠান্ডা লড়াইয়ের মাঝে তাল ঠুকছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ২০২৩ এশিয়া কাপ আয়োজনের জন্য তৈরি ভারতের দুই পড়শি দেশ। এশিয়া কাপ ইস্যুতে পাকিস্তানের পাশে নেই বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

Next Article