বেঙ্গালুরু: টি-টোয়েন্টি সিরিজে ধরাসায়ী। প্রথম টেস্টেও কুপোকাত। দলের মানসিকতা একেবারে তলানিতে। ভারতে আসার আগেও দলের কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার চোটের কবলে পড়েছিলেন। শনিবার থেকে শুরু সিরিজের দ্বিতীয় টেস্ট। ভারতের সামনে ইতিহাস গড়ার হাতছানি। আর লঙ্কানদের সামনে মান বাঁচানোর পালা। প্রথম টেস্ট হারায় সিরিজে ইতিমধ্যেই ০-১ পিছিয়ে শ্রীলঙ্কা। বেঙ্গালুরু টেস্ট জিতে সিরিজে সমতা ফেরানোর চেষ্টা চালাবেন করুণারত্নেরা। কিন্তু দলের শক্তি মোটেও আশ্বাস দিচ্ছে না। এখানেই ব্যাকফুটে শ্রীলঙ্কা। প্রথম টেস্টে এক ইনিংস ও ২২২ রানে জেতে ভারতীয় দল। রবীন্দ্র জাডেজার অলরাউন্ড পারফরম্যান্সের সামনেই হার মানে লঙ্কানরা। বেঙ্গালুরুতে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালাচ্ছেন করুণারত্নেরা।
প্রথম টেস্টে কিছুটা লড়াই চালানো নিশাঙ্কাকেই বেঙ্গালুরুতে পাবে না শ্রীলঙ্কা। কোমরের চোটের জন্য দিন রাতের টেস্টে তাঁকে পাওয়া যাবে না। বোলার দুশ্মন্থ চামিরাও নেই গোঁড়ালির চোটের জন্য। লঙ্কাবাহিনীর অধিনায়ক করুণারত্নে বলেন, ‘টি-২০ বিশ্বকাপ থেকেই চামিরার চোট ভোগাচ্ছে। লাল বলের ক্রিকেট ওর জন্য খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে এখন। সাদা বলের ক্রিকেটেই আপাতত ওকে ভাবা উচিত।’
WATCH: 2nd Test Preview by Dimuth Karunaratne | Sri Lanka tour of India 2022 – https://t.co/oiDXch3hQS #INDvSL
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) March 11, 2022
বেঙ্গালুরু টেস্টের পরই ক্রিকেটকে বিদায় জানাচ্ছে সুরাঙ্গা লাকমল। আগেই জানিয়েছিলেন ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার পরই অবসর নেবেন। শনিবার থেকেই কেরিয়ারের শেষ টেস্ট খেলতে নামছেন লঙ্কান পেসার। দেশের হয়ে ১৩ বছর ধরে খেলছেন। অবশেষে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন লাকমল।
WATCH: Suranga Lakmal | Farewell Press Briefing https://t.co/wOsjdRWrIM#ThankYouLakmal
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) March 11, 2022
এ দিকে বোর্ডের সবুজ সংকেত মিলতেই ১০০ শতাংশ দর্শক প্রবেশে অনুমতি কর্ণাটক ক্রিকেট সংস্থার। তড়িঘড়ি ফের অনলাইনে টিকিট ছাড়া হল দর্শকদের। কর্ণাটক ক্রিকেট সংস্থার এক কর্তা বলেন, ‘আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি চিন্নাস্বামীতে ভারত-শ্রীলঙ্কা দিন রাতের টেস্টে দর্শক প্রবেশে কোনও বিধিনিষেধ নেই। ভরা স্টেডিয়ামেই হবে ম্যাচ। শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত অনলাইনে ফের টিকিট বুকিং করতে পারবে ক্রিকেটপ্রেমীরা।’
সর্বনিম্ন টিকিটের দাম রাখা হয়েছে ১০০ টাকা। এছাড়া ৫০০, ৭৫০ টাকার টিকিটও রয়েছে। সর্বোচ্চ টিকিটের দাম ১২৫০ টাকা। ২৬ তারিখ থেকে শুরু আইপিএল। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে মহারাষ্ট্রেই হবে এ বারের আইপিএল। ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টে বিসিসিআই ১০০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়ায় আশার আলো দেখা যাচ্ছে।
আরও পড়ুন: India vs Sri Lanka: ‘গোলাপি বলে এখনও আমরা নতুন’, বললেন বুমরা