গল: শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি (Double Century) জো রুটের (Joe Root)। ইংল্যান্ড (England) অধিনায়কের ২২৮ রানে ভর করে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে চালকের আসনে ইংল্যান্ড। প্রথম ইনিংসে লঙ্কার ১৩৫ রানের জবাবে ইংল্যান্ড থামল ৪২১ রানে। রুটের ইনিংস সাজান ছিল ১৮টি চার ও ১টি ছয়ে। গলে কেরিয়ারের চতুর্থ এবং অধিনায়ক হিসেবে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি রুটের।
Joe Root slams his fourth Test double ton, his second against Sri Lanka ?
His brilliant innings has taken England’s lead past 200 runs.
#SLvENG pic.twitter.com/6D8ZW4Padt
— ICC (@ICC) January 16, 2021
২০১৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে লর্ডসে টেস্ট কেরিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেন জো রুট। গলের ডাবল সেঞ্চুরিতে ভর করে সপ্তম ইংলিশ ব্যাটসম্যান হিসেবে টেস্ট কেরিয়ারে ৮০০০ রানের মাইলস্টোন ছুঁলেন রুট।
8000 Test runs ✅
Fourth Test double century ✅ #SLvENG ? https://t.co/awwR0kldEx pic.twitter.com/eCx3g7uwek
— England Cricket (@englandcricket) January 16, 2021
শ্রীলঙ্কা সফর শেষে ভারতে আসবে ইংল্যান্ড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ লড়াই বিরাট ও রুটের দলের মধ্যে। তার আগে শ্রীলঙ্কা সফর থেকেই ছন্দে ইংল্যান্ডের এক নম্বর ব্যাটসম্যান। ভারতের বিরুদ্ধে ৪টি টেস্ট, ৫টি টি-২০ ও ৩টি একদিনের ম্যাচ খেলবে ইংল্যান্ড।
আরও পড়ুন: রোহিতের ওই শটটা মেনে নিতে পারছি না