Dhruv Jurel: কেন যে অপ্রয়োজনীয় শট খেলল… ধ্রুবর দিকে আঙুল ভারতীয় কিংবদন্তির?

Mar 10, 2024 | 4:31 PM

India vs England: তিনটে টেস্ট খেলার সুযোগ পাওয়া ধ্রুবর রাঁচি টেস্টের ৯০ রানের ইনিংস নিয়ে তুমুল আলোচনা হয়েছিল ক্রিকেট মহলে। ধরমশালা টেস্টে মাত্র ১৫ রান করে আউট হন তিনি। পঞ্চম টেস্টে স্টেপ আউট করে ছয় মারতে গিয়ে লং অনে বেন ডাকেটের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ধ্রুব জুরেল। এক ভারতীয় কিংবদন্তি অবশ্য ধ্রুবর ওই শটের কোনও প্রয়োজনীয়তা দেখছেন না। তরুণ ক্রিকেটারকে সতর্কও করেছেন যে কারণে।

Dhruv Jurel: কেন যে অপ্রয়োজনীয় শট খেলল... ধ্রুবর দিকে আঙুল ভারতীয় কিংবদন্তির?
Dhruv Jurel: কেন যে অপ্রয়োজনীয় শট খেলল... ধ্রুবর দিকে আঙুল ভারতীয় কিংবদন্তির?

Follow Us

কলকাতা: ভারতীয় ক্রিকেটের নতুন ‘ধ্রুবতারা’তে সকলে মুগ্ধ। উত্তরপ্রদেশের তরুণ উইকেটকিপার ব্যাটার ধ্রুব জুরেলের (Dhruv Jurel) ইংল্যান্ড সিরিজে অভিষেক হয়েছে। ডেবিউ টেস্ট সিরিজে লাইমলাইটে এসেছেন বছর তেইশের ধ্রুব। তিনটে টেস্ট খেলার সুযোগ পাওয়া ধ্রুবর রাঁচি টেস্টের ৯০ রানের ইনিংস নিয়ে তুমুল আলোচনা হয়েছিল ক্রিকেট মহলে। ধরমশালা টেস্টে মাত্র ১৫ রান করে আউট হন তিনি। পঞ্চম টেস্টে স্টেপ আউট করে ছয় মারতে গিয়ে লং অনে বেন ডাকেটের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ধ্রুব জুরেল। এক ভারতীয় কিংবদন্তি অবশ্য ধ্রুবর ওই শটের কোনও প্রয়োজনীয়তা দেখছেন না। তরুণ ক্রিকেটারকে সতর্কও করেছেন যে কারণে।

দেশের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর পঞ্চম টেস্টে তরুণ উইকেটকিপার ধ্রুব জুরেলের আউট হওয়া মেনে নিতে পারেননি। তাঁর মতে ধ্রুবর ওই শট (যে শট খেলে ধ্রুব উইকেট হারান) অপ্রয়োজনীয় ছিল। দেবদত্ত পাড়িক্কাল আউট হলে ৭ নম্বরে ব্যাটিংয়ে নামেন ধ্রুব। মাত্র ২৪ বলে ১৫ রান করে ফেরেন প্যাভিলিয়নে। ধ্রুবরও বিশ্বাস হচ্ছিল না তিনি ওই শটে আউট হয়েছেন। মাঠ ছাড়ার সময় ধ্রুবর চোখমুখে তা ফুটে উঠছিল।

ধারাভাষ্য দিতে দিতে যে কারণে গাভাসকর বলেন, ‘ওই শটটার জন্য জুরেল নিশ্চিত ভাবে ভীষণ হতাশ হয়েছিল। এমনটা হতেই পারে। তবে সবে ব্যাট করতে এসেছিল ও। ২৪ টা ডেলিভারির মাত্র মুখোমুখি হয়েছিল। ক্রিজে অপর প্রান্তে রবীন্দ্র জাডেজা ছিল। ডিপে ফিল্ডারও ছিল। ফলে তখন ধ্রুবর ওই শটটা খেলার কোনও প্রয়োজন ছিল না। যে কারণে মাঠ ছাড়ার সময় জুরেল অবাক হয়ে নিজের ব্যাটটা দেখছিল। হতাশ লাগছিল ওকে। আর সেটাই স্বাভাবিক।’

তরুণ উইকেটকিপার ধ্রুবকে উন্নতি করার জন্য সানি পরামর্শ দিয়েছেন, কোনও কিছু নিয়ে গা ছাড়া মনোভাব দেখানো উচিত নয়। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। এই প্রসঙ্গে হায়দরাবাদ টেস্টের কথা উল্লেখ করেন সানি। কারণ, হায়দরাবাদে ২৮ রানের জন্য হেরেছিল টিম ইন্ডিয়া। ওই টেস্টে ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা যদি রান আউট না হতেন, তা হলে হয়তো ম্যাচের রেজাল্ট অন্য কিছু হতেই পারত। নিজামের শহরে ওই ম্যাচ জিতলে ৫ টেস্টের সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশও করতে পারত টিম ইন্ডিয়া।

Next Article