Sunil Gavaskar: আইপিএলে টানা খেলতে পারো, জাতীয় দলে বিশ্রাম কেন? বিরাট-রোহিতদের ধুয়ে দিলেন গাভাসকর

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jul 12, 2022 | 2:22 PM

কোটিপতি লিগে টানা দেড়মাস ধরে খেলতে পারে। অথচ দেশের হয়ে খেলার সময় বারবার ছুটির দাবি! ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের অধিক বিশ্রাম নেওয়ার সিদ্ধান্তে প্রশ্ন তুললেন কিংবদন্তি সুনীল গাভাসকর। বিরাট-রোহিতদের শুনিয়ে দিলেন দু কথা।

Sunil Gavaskar: আইপিএলে টানা খেলতে পারো, জাতীয় দলে বিশ্রাম কেন? বিরাট-রোহিতদের ধুয়ে দিলেন গাভাসকর
অগ্নিশর্মা সানি
Image Credit source: Twitter

Follow Us

মুম্বই: পঞ্চদশ আইপিএলের পর থেকে লাগাতার বিশ্রামে ভারতীয় ক্রিকেট দলের সিনিয়র ক্রিকেটাররা। আইপিএলের পর দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলেননি দলের প্রধান মুখগুলি। অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli), জসপ্রীত বুমরা-সহ বেশ কয়েকজন প্রোটিয়া সিরিজে বিশ্রাম নিয়েছিলেন। মাঝে ইংল্যান্ড সফর বাদ দিলে ফের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রোহিত-বিরাট সহ দলের শীর্ষ খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়ারল্যান্ড সফরে নেতৃত্ব দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজে রোহিতের অনুপস্থিতিতে শিখর ধাওয়ানকে অধিনায়ক বাছা হয়েছে। দেখেশুনে স্থির থাকতে পারলেন না সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। বিরাট-রোহিত সহ সিনিয়র ক্রিকেটারদের রীতিমতো ধুয়ে দিলেন তিনি। বোর্ডকে বেতন কেটে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

ফর্মে না থাকা ক্রিকেটারদের বিশ্রাম!

শুধু বিরাট কোহলিই নন, চলতি বছরে এখনও পর্যন্ত শান্ত রোহিত শর্মার ব্যাট। আইপিএলে জঘন্য পারফরম্যান্স। জাতীয় দলের অধিনায়ক ছন্দ খুঁজে পেতে মরিয়া। আর কোহলিকে দল থেকে বাদ দেওয়ার পক্ষে সওয়াল উঠছে দিকে দিকে। তা সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাটকে। আইপিএলের আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে বিশ্রামে ছিলেন বিরাট। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০তেও দলে ছিলেন না। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে রান সংখ্যা সর্বসাকুল্যে ১২। চূড়ান্ত অফ ফর্মে থাকা প্রাক্তন অধিনায়ক ক্যারিবিয়ান সফরে ফের বিশ্রামে।

বিষয়টি নিয়ে গাভাসকরের প্রশ্ন, “আইপিএল খেলার সময় তো ক্রিকেটাররা বিশ্রাম নেয় না। তাহলে জাতীয় দলের খেলার সময় কেন?” তাঁর কথায়, “ক্রিকেটারদের অধিক বিশ্রাম নেওয়ার পক্ষে আমি সহমত নই। তোমাদের দেশের হয়েও তো খেলতে হবে। তাই বারবার ছুটির দাবি করা ঠিক নয়। টি-২০তে কুড়ি ওভারের খেলা। এতে শরীরের উপর খুব বেশি চাপ পড়ে না। টেস্ট ম্যাচ শরীর ও মন উভয়েই প্রভাব ফেলে। টি-২০ ম্যাচ খুব একটা ক্লান্তিকর বলে মনে করি না।”

কাটা হোক বেতন, বোর্ডকে পরামর্শ সানির

একান্তই খেলতে না চাইলে কাটা হোক ক্রিকেটারদের বেতন। ভারতীয় ক্রিকেট বোর্ডকে এমনই পরামর্শ সুনীল গাভাসকরের। বললেন, “ক্রিকেটারদের বিশ্রাম নিয়ে বিসিসিআইয়ের ভেবে দেখা উচিত। এ গ্রেড ক্রিকেটারদের চুক্তি যথেষ্ট লোভনীয়। এর পাশাপাশি প্রতিটি ম্যাচের জন্য আলাদা অর্থ পান তাঁরা। ভারতীয় ক্রিকেটের আরও পেশাদার হওয়ার সময় এসেছে। একান্তই খেলতে না চাইলে চুক্তি থেকে বেতন কেটে নেওয়া হোক।”

Next Article