সামনেই ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে ভারতের। এরপর নিউজিল্যান্ডের সঙ্গেও হোম সিরিজ। তবে আসল লড়াই যেন বছরের শেষ দিকে! অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজ। এ বারের বর্ডার-গাভাসকর ট্রফি আরও উত্তেজনায় ভরপুর হতে চলেছে। তার কারণ, পাঁচ ম্যাচের সিরিজ। এর মধ্যে একটি গোলাপি বলে দিন-রাতের টেস্টও রয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে গত দুটি টেস্ট সিরিজই জিতেছে ভারত। ২০১৮ সালের সিরিজ স্মরণীয় কারণ, অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বার টেস্ট সিরিজ জিতেছিল ভারত। গত সিরিজে অনবদ্য প্রত্যাবর্তন দেখেছিল বিশ্ব ক্রিকেট। দিন-রাতের টেস্টে লজ্জার হার দিয়ে শুরু। এরপর একাধিক চোট। তারপরও সিরিজ জিতেছিল ভারত। আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফি নিয়ে ইতিমধ্যেই ‘মাইন্ডগেম’ শুরু হয়ে গিয়েছে।
ভারত-অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে দু-দলের প্রাক্তন ক্রিকেটাররাই নিজেদের মত প্রকাশ করছেন। ভারতের কিংবদন্তি ক্রিকেটাররা মনে করছেন, অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের হ্যাটট্রিক করবে ভারত। তেমনই অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং দাবি করেছেন, এ বার প্রত্যাবর্তন দেখা যাবে অজিদের। যাঁর নামে এই ট্রফি, সেই সুনীল গাভাসকরও ভারত-অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন।
সুনীল গাভাসকর একটি কলামে লিখেছেন, ‘এই সিরিজ চূড়ান্ত উত্তেজনার হতে চলেছে, এ বিষয়ে সন্দেহ নেই। দু-দলেই প্রতিভাবান ক্রিকেটাররা রয়েছেন। এই সিরিজ আরও একবার প্রমাণ করবে, টেস্ট ক্রিকেটই কেন সেরা ফরম্যাট। এই ফরম্যাটকে কেন সবাই এত ভালোবাসে।’ এরপরই নিজের ভবিষ্যদ্বাণী, ‘এই সিরিজে ভারত ৩-১ ব্যবধানে জিতবে বলেই অনুমান করছি।’
অস্ট্রেলিয়ার ব্যাটিং কম্বিনেশন নিয়ে অবশ্য এখন থেকেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। ডেভিড ওয়ার্নার অবসর নিয়েছেন। ফলে অস্ট্রেলিয়ার ওপেনিং কম্বিনেশন কী হবে, সেটা বড় প্রশ্ন। কম্বিনেশন যাই হোক, কঠিন পরীক্ষার সামনেও পড়তে হবে।