T20 World Cup 2021: মেন্টর ধোনিকে নিয়ে উল্টো সুর সানির

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 23, 2021 | 9:56 AM

ডাগআউটে যতই বসুন মাহি, মাঠে খেলতে হবে বিরাট কোহলিদের। ম্যাচ জেতা-হারা নির্ভর করবে রোহিত শর্মা, লোকেশ রাহুলদের উপরেই।

T20 World Cup 2021: মেন্টর ধোনিকে নিয়ে উল্টো সুর সানির
T20 World Cup 2021: মেন্টর ধোনিকে নিয়ে উল্টো সুর সানির

Follow Us

দুবাই: মেন্টর মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) নিয়ে যখন উচ্ছ্বসিত সব মহল, তখন উল্টো সুর সুনীল গাভাসকরের (Sunil Gavaskar)। ডাগআউটে যতই বসুন মাহি, মাঠে খেলতে হবে বিরাট কোহলিদের। ম্যাচ জেতা-হারা নির্ভর করবে রোহিত শর্মা, লোকেশ রাহুলদের উপরেই।

এক অনুষ্ঠানে সানি বলেছেন, ‘মেন্টরের ভূমিকা খুব বেশি হয় না। নিশ্চিত ভাবেই মেন্টর একটা টিমকে কোনও ম্যাচের জন্য তাদের ড্রেসিংরুমে তৈরি করতে পারে। প্রয়োজনের সময় স্ট্র্যাটেজিও বানাতে পারে। টাইম আউটের সময় ব্যাটার কিংবা বোলারদের সঙ্গে কথাও বলতে পারে। কিন্তু ধোনিকে থাকতে হবে ড্রেসিংরুমেই। কোনও ম্যাচ জিততে হয়, তা হলে সেটা করতে হবে কিন্তু প্লেয়ারদেরই। চাপ সামলে তারা ম্যাচটা জিততে পারছে কিনা, তার উপরেই নির্ভর করবে সব।’

একই সঙ্গে ভারতের প্রাক্তন ক্যাপ্টেন মনে করছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কুড়ি-বিশের ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তের কারণে অনেক খোলা মনে খেলতে পারবেন বিরাট। ‘কেউ যখন ক্যাপ্টেন হয়, তখন সে শুধু নিজেকে নিয়ে ভাবতে পারে না। কোনও ব্যাটার যদি খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়, তার সঙ্গে আলাদা করে কথা বলতে হয়। যাতে সে রানের মধ্যে ফিরতে পারে। তেমনই বোলারদের সঙ্গে কথা বলে স্ট্র্যাটেজি ঠিক করতে হয়। এই সব প্রক্রিয়াগুলো কিন্তু তার খেলার উপর ছাপ ফেলে। খুব বেশি নিজের উপর মনোঃসংযোগ করতে পারে না। কিন্তু এই চাপটা যদি কারও না থাকে, তা হলে সে অনেক ভালো খেলতে পারে। নিজের খেলায় ফোকাস করতে পারে। এই টি-টোয়েন্টি বিশ্বকাপ বিরাটের পক্ষে ভালো হবে। ওকে এই সব দায়িত্বগুলো নিয়ে বেশি ভাবতে হবে না।’

গত আট বছরে আইসিসি (ICC) টুর্নামেন্টে ভারতের সাফল্য না পাওয়ার কারণও ব্যাখ্যা করছে সানি। তাঁর কথায়, ‘ভারতের মূল সমস্যা হল বড় ম্যাচে টিম কম্বিনেশন ঠিক করতে না পারা। নকআউট পর্যায়ে যদি ভারত টিমটা ঠিকঠাক সাজাতে পারে, তা হলে কিন্তু ভুলত্রুটির পরিমাণ অনেক কমে যাবে।’

নকআউটে ভারতের উচিত আগে ব্যাট করা। গাভাসকর বলেছেন, ‘নকআউটে আগে ব্যাট করা উচিত। একটা ভালো টার্গেট দিতে পারা যায় তা হলে। আর সেটা যদি ১৪০ হয়, তা হলে কিন্তু বিপক্ষকে ভাবতে হবে, ওভার প্রতি সাত রান তুলতে হবে। সেটা কিন্তু সহজ হয় না। একটা-দুটো উইকেট হারালে কিন্তু চাপটা বেড়ে যায়।’

বিরাটদের টিমের আরও একটা ত্রুটি খুঁজে পাচ্ছেন সানি। তাঁর বক্তব্য, ‘পাওয়ার প্লের পর কিন্তু ভারতীয় ব্যাটিংয়ে একটা সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে ৭-১২ ওভারে। ওই সময়টাতে আমরা লড়াই করছি। যদি সেটা কাটিয়ে উঠতে পারা যায়, যদি ওই ৫-৬টা ওভারে ৪০ রান তোলা যায়, তা হলে কিন্তু পরিস্থিতি অন্যরকম হতে পারে।’

Next Article