রাহানের প্রসংশায় পন্টিংরা, অবাক সানি

sushovan mukherjee |

Dec 30, 2020 | 2:30 PM

শুভমন গিলকে ভারতের ভবিষ্যৎ বলছেন সানি। 'ওর ডিফেন্স, টেম্পারমেন্ট যা তাতে ভারতের ভবিষ্যৎ ওকে বলাই যায়।

রাহানের প্রসংশায় পন্টিংরা, অবাক সানি
রাহানের অধিনায়কত্বে মুগ্ধ প্রাক্তন তারকারা। ছবি সৌজন্যে - টুইটার

Follow Us

TV9 বাংলা ডিজিটাল – মেলবোর্ন টেস্টে অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) ক্যাপ্টেন্সিতে মুগ্ধ বিশ্ব ক্রিকেট। বিপর্যয় থেকে টিমকে বের করে জয়ের স্বাদ দিয়েছেন ভারতের অন্তর্বর্তীকালীন অধিনায়ক। যা কার্যত ইতিহাস হয়ে গিয়েছে। কমেন্ট্রি বক্সে রিকি পন্টিং (Ricky Ponting), মাইক হাসি, শেন ওয়ার্ন, অ্যাডাম গিলক্রিস্টরা রীতিমতো প্রশংসায় ভরিয়ে দিয়েছেন রাহানেকে। কোথাও যেন বিরাট কোহলি বনাম অজিঙ্ক রাহানে সুর আছে। যা অবাক করছে সুনীল গাভাসকরকে (Sunil Gavaskar)।
সানি বলেছেন, ‘অস্ট্রেলিয়ান কমেন্ট্রি বক্সে অজি কিংবদন্তীরা ঘিরে থাকে। তারাই মেলবোর্নে ভারত জেতার পর রাহানের ব্যাপক প্রশংসা করেছে। এটা বেশ অবাক করার মতোই ঘটনা।’

আরও পড়ুন – সিডনিতে নটরাজনের অভিষেক?

কেন অবাক হয়েছেন সানি, তাও স্পষ্ট ব্যাখ্যা করেছেন। ‘রাহানে ভারতের অন্তর্বর্তীকালীন অধিনায়ক। চোটের কারণে কেউ যখন খেলতে পারে না, এই রকম কোনও ব্যাটসম্যান বা কোনও বোলারের বদলে কাউকে একটা টিমে নেওয়া হয়। কিন্তু যখন ওই প্লেয়ার ফিট হয়ে যায়, তখন তাকেই আবার জায়গা করে দিতে হয়।’
এরই মধ্যে গাভাসকর অবশ্য মেনে নিচ্ছেন, চাপটা এখন অজিদের উপরেই। ‘নিশ্চিত ভাবেই এখন চাপে অস্ট্রেলিয়া। এই রকম পরিস্থিতির সঙ্গে ওরা অভ্যস্ত নয়। প্রতিবার ওরা প্রথম টেস্টটা জেতে, তার পর সিরিজটা জেতার জন্য বিপক্ষকে দুরমুশ করার চেষ্টা করে। কিছু অস্ট্রেলিয়ান তো ভারতকে উড়িয়ে দিয়ে সিরিজটা ৪-০ জেতার কথা ভাবতে শুরু করেছিল। ভারত এমন টিম নয় যে, তাদের উড়িয়ে দেওয়া যায়।’

আরও পড়ুন – শাস্ত্রীয় দর্শন: সিডনিতেও ৫ বোলারে নামবে ভারত

শুভমন গিলকে ভারতের ভবিষ্যৎ বলছেন সানি। ‘ওর ডিফেন্স, টেম্পারমেন্ট যা তাতে ভারতের ভবিষ্যৎ ওকে বলাই যায়। তবে আমি নিশ্চিত নই ও ওপেনই করবে, নাকি পাঁচ নম্বরেও ব্যাট করতে দেখা যাবে। কারণ, অনূর্ধ্ব ১৯ ভারতীয় টিমের হয়ে কিছু ম্যাচে ওকে টপ অর্ডারে ব্যাট করতে দেখেছি। কিন্তু ও মূলত ৩ বা ৪ নম্বরে ব্যাট করত। তার মানে মিডল অর্ডারই আসল জায়গা।’

Next Article