BPL 2022: বিপিএলে মাত্র ১৩ বলে নারিনের হাফসেঞ্চুরি, ফাইনালে কুমিল্লা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 17, 2022 | 8:00 AM

Sunil Narine: টি-২০ (T20) ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরি করা ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে পৌঁছে গেলেন নারিন।

BPL 2022: বিপিএলে মাত্র ১৩ বলে নারিনের হাফসেঞ্চুরি, ফাইনালে কুমিল্লা
BPL 2022: বিপিএলে মাত্র ১৩ বলে নারিনের হাফসেঞ্চুরি, ফাইনালে কুমিল্লা (ছবি-টুইটার)

Follow Us

চট্টগ্রাম: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (BPL) দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়লেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার সুনীল নারিন (Sunil Narine)। শুধু তাই নয়। টি-২০ (T20) ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরি করা ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে পৌঁছে গেলেন নারিন। মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে (Chattogram Challengers) ৭ উইকেটে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে বিপিএলের ফাইনালের টিকিট নিশ্চিত করল কুমিল্লা ভিক্টোরিয়ান্স (Comilla Victorians)। নারিনের ঝোড়ো হাফসেঞ্চুরিতে ভর করে ফাইনালে পৌঁছে গেল কুমিল্লা।

মিরপুরে দ্বিতীয় কোয়ালিফায়ারে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১৪৮ রান তোলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম বলেই আউট হয়ে যান লিটন দাস। কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নারিন। ওপেনিং করতে নেমে নারিন প্রথম উইকেটের ধাক্কা সামলে, আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন। মাত্র ১৩ বলেই হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেলেন নারিন। এবং শেষ পর্যন্ত ১৬ বলে ৫৭ রান করে আউট হয়ে যান ক্যারিবিয়ান তারকা প্লেয়ার। ম্যাচের সেরার পুরষ্কার পেয়েছেন কেকেআরের নারিনই। বিপিএলে নারিনের এই ছন্দ আইপিএলের আগে কেকেআরকে বেশ স্বস্তি দেবে।

রেকর্ডের পর নারিন বলেছেন, “যখন আমাকে বলা হয়েছিল যে আমি ওপেন করব, আমি আনন্দিত হয়েছিলাম। বিশেষ করে রিংয়ের বাইরে মাত্র ২ জন ফিল্ডার ছিল। এটা ব্যাট করার জন্য একটি ভালো উইকেট ছিল, খুব বেশি স্পিন ছিল না, বিশেষ করে নতুন বলে, চমৎকারভাবে ব্যাটে বল আসছিল।”

টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম দ্রুততম হাফসেঞ্চুরি রয়েছে ভারতীয় তারকা অল-রাউন্ডার যুবরাজ সিংয়ের দখলে। সেই তালিকায় এ বার ঢুকে পড়লেন নারিন।

টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ডের তালিকা

১. যুবরাজ সিং – ১২ বল – ভারত বনাম ইংল্যান্ড (২০০৭)

১. ক্রিস গেইল – ১২ বল – মেলবোর্ন রেনেগেডস বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্স (২০১৬)

১. হজরতউল্লাহ জাজাই – ১২ বল – কাবুল জওয়ানান বনাম বলখ লেজেন্ডস (২০১৮)

২. মার্কাস ট্র্যাকসকোথ – ১৩ বল সমারসেট বনাম হ্যাম্পশায়ার (২০১০)

২. সুনীল নারিন – ১৪ বল – কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স (২০২২)

Next Article