T20 Cricket World Cup: টি-২০ বিশ্বকাপে খেতাবের হ্যাটট্রিক ভারতের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Dec 17, 2022 | 8:47 PM

Blind Cricket: নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৭৭ রান করে ভারত। সুনীল রমেশ ১৩৬ এবং অজয় রেড্ডি ১০০। দু-জনেই অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে দুটি উইকেটই নেন সলমন।

T20 Cricket World Cup: টি-২০ বিশ্বকাপে খেতাবের হ্যাটট্রিক ভারতের
Image Credit source: OWN Photograph

Follow Us

বেঙ্গালুরু : টানা তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন। দৃষ্টিহীনদের ক্রিকেট বিশ্বকাপে ফের খেতাব জিতল ভারত। ফাইনালে তারা হারাল বাংলাদেশকে। অনবদ্য সেঞ্চুরির ইনিংস সুনীল রমেশের। ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিলেন অধিনায়ক অজয় কুমার রেড্ডি। ফাইনালে ১২০ রানে হারাল বাংলাদেশকে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপ জয়ের হ্যাটট্রিকের নজির ভারতের। খেতাবের পথে অপরাজিত ভারত। বিজয়ী এবং রানার্স ট্রফি তুলে দেন কর্ণাটকের গভর্নর। বিস্তারিত TV9Bangla-য়।

টসে জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক অজয় রেড্ডি। ছন্দে থাকা সুনীল রমেশ এবং সহ অধিনায়ক ডি ভেঙ্কটেশ্বরা রাও ইনিংস ওপেন করেন। বাংলাদেশের শুরুটা অনবদ্য হয়। ভেঙ্কটেশ্বরার উইকেট হারিয়ে সাময়িক চাপে পড়ে ভারত। কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় উইকেটও হারায় ভারত। ২৯ রানে ২ উইকেট হারালেও ঘুরে দাঁড়ায় ভারত। অজয় রেড্ডি এবং সুনীল রমেশের জুটি অনবদ্য ব্যাটিং করে। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৭৭ রান করে ভারত। সুনীল রমেশ ১৩৬ এবং অজয় রেড্ডি ১০০। দু-জনেই অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে দুটি উইকেটই নেন সলমন।

বিশাল রানের লক্ষ্যে পৌঁছনো একেবারেই সহজ ছিল না। বাংলাদেশের পক্ষেও সম্ভব হয়নি। ব্যাটে বলে বাংলাদেশের হয়ে নজর কাড়েন সলমন। ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৭৭ রানের অপরাজিত ইনিংস। ভারত অধিনায়ক অজয় রেড্ডি ১ উইকেট নেন। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৭ রান করে বাংলাদেশ।

Next Article