IPL 2022: কেকেআরের বিরুদ্ধে জ্বলে উঠলেন নাইট প্রাক্তনী, রাহুল-মার্করাম জুটিতে জয় হায়দরাবাদের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 16, 2022 | 12:19 AM

একদিকে পর পর দুই ম্যাচে হার কেকেআরের। অন্যদিকে জয়ের হ্যাটট্রিক সানরাইজার্স হায়দরাবাদের।

IPL 2022: কেকেআরের বিরুদ্ধে জ্বলে উঠলেন নাইট প্রাক্তনী, রাহুল-মার্করাম জুটিতে জয় হায়দরাবাদের
কেকেআরকে ৭ উইকেটে হারাল হায়দরাবাদ
Image Credit source: IPL Website

Follow Us

কলকাতা নাইট রাইডার্স ১৭৫-৮ (২০ ওভার)

সানরাইজার্স হায়দরাবাদ ১৭৬-৩ (১৭.৫ ওভারে)

মুম্বই: নববর্ষে জয় পেল না নাইটরা। অন্যদিকে নাইট প্রাক্তনী রাহুল ত্রিপাঠীর (Rahul Tripathi) ব্যাটে ভর করে জয়ের হ্যাটট্রিক পূর্ণ করে ফেলল অরেঞ্জ আর্মি। কেকেআরের (KKR) বিরুদ্ধে আজ জ্বলে ওঠেন রাহুল। এবং তাঁকে যোগ্য সঙ্গ দেন এইডেন মার্করাম। রাহুল-মার্করাম জুটিতে ভর করেই শ্রেয়সের কলকাতা নাইট রাইডার্সকে ৭ উইকেটে হারিয়ে ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। চলতি আইপিএলে (IPL 2022) পরপর দুটো ম্যাচে হারল কেকেআর।

টসে জিতে শুরুতে শ্রেয়সদের ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন হায়দরাবাদের অধিনায়ক উইলিয়ামসন। আজ নাইট জার্সিতে অভিষেক ম্যাচে নেমেছিলেন অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। কিন্তু প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ফিঞ্চ। ৫ বলে ৭ রান করে আউট হন তিনি। দ্বিতীয় ওভারে নাইটদের প্রথম ধাক্কা দেন মার্কো জ্যানসেন। পঞ্চম ওভারে কেকেআরকে জোড়া ধাক্কা দেন টি নটরাজন। ভেঙ্কটেশ আইয়ার (৬) ও সুনীল নারিন (৬) এর উইকেট গিয়েছে নটরাজনের ঝুলিতে। এর পর ৩১/৩ থেকে দলের হাল ধরেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার ও নীতিশ রানা। চতুর্থ উইকেটে ৩৯ রান ওঠে। ১০ ওভারের শেষ বলে গতির ঝড় তোলা উমরান মালিক উড়িয়ে দেন শ্রেয়সের উইকেট। ২৮ রান করে সাজঘরে ফেরেন নাইট অধিনায়ক।

এরপর উইকেটকিপার-ব্যাটার শেল্ডন জ্যাকসনের সঙ্গে জুটি বাঁধেন রানা। পঞ্চম উইকেটে ওঠে ৩৩ রান। এরপর সেই জুটি ভাঙেন উমরান। ৭ রান করে জ্যাকসন ফেরেন উমরানের শিকার হয়ে। এরপর রানা-রাসেল জুটিতে এগোতে থাকে কেকেআর। কিন্তু এই জুটিও বেশিক্ষণ এগিয়ে নিয়ে যেতে পারেনি দলকে। রাসেলের সঙ্গে শেষ অবধি রানা থাকতে পারলে ২০০ রানের গণ্ডি পেরিয়ে যেতেও পারত কেকেআর। তবে ১৮তম ওভারে রানার উইকেট তুলে নিয়ে বড় সড় ধাক্কা দেন নটরাজন। ৩৬ বলে গুরুত্বপূর্ণ ৫৪ রান করে যান রানা। এরপর শেষ অবধি ২৫ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল। অল্পের জন্য মুম্বইয়ে ওঠে রাসেল ঝড়। ৪টি চার ও ৪টি ছয় দিয়ে ইনিংস সাজিয়েছিলেন রাসেল। এবং শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে কলকাতা।

রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি নিজামের শহরের দলের। ছন্দে থাকা হায়দরাবাদের ওপেনার অভিষেক শর্মাকে দ্বিতীয় ওভারে বোল্ড করেন কামিন্স। মাত্র ৩ রান করে সাজঘরে ফেরেন অভিষেক। এরপর পাওয়ার প্লে-র মধ্যে হায়দরাবাদের ক্যাপ্টেন কেন উইলিয়ামসনের উইকেট তুলে নেন রাসেল। ১৬ বলে ১৭ রান করে যান কিউয়ি ক্রিকেটার। উইলিয়ামসনের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৩৬ রান তোলের রাহুল। তবে তিনি আউট হয়ে ফিরতেই এরপর ম্যাচের হাল ধরেন প্রাক্তন নাইট সুপারস্টার রাহুল ত্রিপাঠী। এইডেন মার্করামের সঙ্গে তৃতীয় উইকেটে ৫৪ বলে ৯৪ রানের পার্টনারশিপ গড়েন রাহুল। প্রায় ২০০-র কাছাকাছি স্ট্রাইক রেট নিয়ে নাইটদের বিরুদ্ধে আজ খেলছিলেন রাহুল। মাত্র ২১ বলে হাফসেঞ্চুরি করে ফেলেন রাহুল।

কামিন্স-বরুণদের একেবারেই সমীহ করে খেলেননি রাহুল-মার্করামরা। নাইট বোলাররা কোনওভাবেই চাপে ফেলতে পারছিলেন না রাহুলদের। ১৫ তম ওভারে আন্দ্রে রাসেলের প্রথম বলে ৬ মারেন রাহুল। দ্বিতীয় বলেও বড় শট মারতে গিয়ে উইকেট দিয়ে বসেন। ৩৭ বলে ৭১ রানের দুরন্ত ইনিংসে ভর করে ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন রাহুল। তবে ১৫ ওভারে রাহুল ফিরলেও ততক্ষণে ম্যাচ প্রায় ঝুঁকে গিয়েছে হায়দরাবাদের দিকে। শেষ অবধি খেলতেও হয়নি নিজামের শহরের দলকে। রাহুল ফিরলে মার্করামকে সঙ্গ দিতে আসেন নিকোলাস পুরান। চতুর্থ উইকেটে ২১ বলে ৪৩ রান ওঠে। এবং ১৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় হায়দরাবাদ। এবং ৩৬ বলে ৬৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মার্করাম। ৮ বলে ৫ রানে নট আউট ছিলেন নিকোলাস পুরান। ফলে বড় রান তুলেও শেষ অবধি রাহুল-মার্করাম জুটির দাপটে বাঙালি নববর্ষের প্রথম দিন হার জুটল কলকাতার কপালে।

সংক্ষিপ্ত স্কোর: কলকাতা ১৭৫-৮ (নীতিশ রানা ৫৪, আন্দ্রে রাসেল ৪৯*, শ্রেয়স আইয়ার ২৮, টি নটরাজন ৩-৩৭, উমরান মালিক ২-২৭)। হায়দরাবাদ ১৭৬-৩ (রাহল ত্রিপাঠী ৭১, এইডেন মার্করাম ৬৮, আন্দ্রে রাসেল ২-২০, প্যাট কামিন্স ১-৪০)।

Next Article