নয়াদিল্লি: আইপিএলের (IPL) চলতি মরসুমে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) সফরটা মোটেও ভালো যাচ্ছে না। লিগ তালিকার সব থেকে নীচে রয়েছে অরেঞ্জ আর্মি। এখনও পর্যন্ত ডেভিড ওয়ার্নাররের নেতৃত্বে (David Warner)৬টি ম্যাচে খেলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু তার মধ্যে জয় মাত্র একটিতে। এই টানা ব্যর্থতার জেরে এ বার অধিনায়ক বদলের সিদ্ধান্ত হায়দরাবাদ টিম ম্যানেজমেন্টের। টুইট করে এই খবর জানায় টিম হায়দরাবাদ। ওয়ার্নারের বদলে অধিনায়ক করা হল কেন উইলিয়ামসনকে।
? Announcement ? pic.twitter.com/B9tBDWwzHe
— SunRisers Hyderabad (@SunRisers) May 1, 2021
আইপিএলে ধারাবাহিক দল গুলির অন্যতম সানরাইজার্স। দেশি ও বিদেশি ক্রিকেটারের কম্বিনেশন হোক বা অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল। সব দিক থেকেই অরেঞ্জ আর্মির ব্যালেন্স চোখে পড়ার মত। কিন্তু এ বারের টুর্নামেন্টে সেই ম্যাজিক দেখা যাচ্ছে না। আর তাই অধিনায়ক বদলে ভাগ্য বদলের খোঁজে ভিভিএস লক্ষণরা। তবে শুধুই যে অধিনায়ক বদল তেমনটা নয়, টিম ম্যানেজমেন্টে ইঙ্গিত রবিবারের রাজস্থান ম্যাচে দলের কম্বিনেশনেও হতে চলেছে একাধিক বদল।
২০১৬ সালে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বেই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল অরেঞ্জ আর্মি। দু’বছর পর ওয়ার্নার ক্রিকেট থেকে নির্বাসিত হওয়ায় অধিনায়কত্বের ভার দেওযা হয় নিউজিল্যান্ডের নেতা কেন উইলিয়ামসনকে। সেই বছর কেনের ব্যাটিং ও অধিনায়কত্ব দুটোই নজর কাড়ে। তবে পরের বছর ওয়ার্নার ফিরতেই আবার পিছনের সারিতে চলে যেতে হয় কিউয়ি ক্রিকেটারকে। তবে এ বার তাঁর হাত ধরেই ফিরে আসার পথের খোঁজে নিজামের শহরের দল।
আরও পড়ুন: দশজন করোনা আক্রান্ত অশ্বিনের পরিবারে