IPL 2024: RCB রাখেনি, মালিঙ্গার রেকর্ডে ভাগ বসালেন শ্রীলঙ্কার লেগস্পিনার
Wanindu Hasaranga, SRH: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম একশো উইকেটের রেকর্ড রয়েছে আফগানিস্তানের রশিদ খানের দখলে। ৫৩ ম্যাচে উইকেটের সেঞ্চুরি করেছিলেন রশিদ। দ্বিতীয় দ্রুততম হিসেবে একশো উইকেটের মাইলফলকে ওয়ানিন্দু হাসারঙ্গা। ৬৩ ম্যাচে একশো উইকেট তাঁর। আফগানিস্তানের বিরুদ্ধে এ দিন মাত্র ১৯ রান দিয়ে ২ উইকেট নেন ওয়ানিন্দু। সিরিজের প্রথম দু-ম্যাচ জিতে ২-০ এগিয়ে শ্রীলঙ্কা।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নতুন মরসুমে অন্য দলে খেলতে দেখা যাবে ওয়ানিন্দু হাসারঙ্গাকে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলতেন শ্রীলঙ্কার এই লেগ স্পিনার। যদি এ বারের মিনি অকশনের আগে ওয়ানিন্দু হাসারঙ্গাকে রিলিজ করে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুবাইতে হওয়া মিনি অকশনে তাঁকে বেস প্রাইস ১.৫ কোটি টাকায় দেয় সানরাইজার্স হায়দরাবাদ। এ বার হয়তো হাত কামড়াতে পারে আরসিবি। ছন্দে রয়েছেন শ্রীলঙ্কার এই লেগ স্পিনার। এ দিন নতুন মাইলফলকে ওয়ানিন্দু। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে শ্রীলঙ্কার একমাত্র বোলার হিসেবে উইকেটের সেঞ্চুরি ছিল লাসিথ মালিঙ্গার। এই রেকর্ডে ভাগ বসালেন ওয়ানিন্দু হাসারঙ্গা। শ্রীলঙ্কার দ্বিতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একশো উইকেটের কীর্তি হাসারঙ্গার। সব মিলিয়ে বিশ্বের একাদশতম ক্রিকেটার হিসেবে একশো উইকেটের মাইলফলকে হাসারঙ্গা। এই ফরম্যাটে শ্রীলঙ্কার অধিনায়কও তিনি। ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে একশো উইকেটের মাইলফলকে ওয়ানিন্দু হাসারঙ্গা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম একশো উইকেটের রেকর্ড রয়েছে আফগানিস্তানের রশিদ খানের দখলে। ৫৩ ম্যাচে উইকেটের সেঞ্চুরি করেছিলেন রশিদ। দ্বিতীয় দ্রুততম হিসেবে একশো উইকেটের মাইলফলকে ওয়ানিন্দু হাসারঙ্গা। ৬৩ ম্যাচে একশো উইকেট তাঁর। আফগানিস্তানের বিরুদ্ধে এ দিন মাত্র ১৯ রান দিয়ে ২ উইকেট নেন ওয়ানিন্দু। সিরিজের প্রথম দু-ম্যাচ জিতে ২-০ এগিয়ে শ্রীলঙ্কা।