Yashasvi Jaiswal: ধোনির শহরে রাজ করবেন, কোন মহেন্দ্রক্ষণের অপেক্ষায় যশস্বী?
India vs England: রাজকোট টেস্টের পর ভারতীয় ক্রিকেট প্রেমীদের মুখে তারুণ্যের জয়গান শোনা যাচ্ছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ এগিয়ে গিয়েছে রোহিত অ্যান্ড কোং। এখনও অবধি ৩টি টেস্টে ৫৪৫ রান করে সিরিজের সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটারের তালিকার মগডালে রয়েছেন যশস্বী।
কলকাতা: বছর ২২ এর যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) থামানো যাচ্ছে না। রাজকোট টেস্টের পর ভারতীয় ক্রিকেট প্রেমীদের মুখে তারুণ্যের জয়গান শোনা যাচ্ছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ এগিয়ে গিয়েছে রোহিত অ্যান্ড কোং। এখনও অবধি ৩টি টেস্টে ৫৪৫ রান করে সিরিজের সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটারের তালিকার মগডালে রয়েছেন যশস্বী। রাজকোটে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছিলেন ডাবল সেঞ্চুরিয়ন যশস্বী। রাঁচি টেস্টেও এ বার যশস্বী রাজ করতে চান। পারিবারিক কারণে ইংল্যান্ড সিরিজে নেই বিরাট কোহলি। আর বিরাট কোহলির (Virat Kohli) অনুপস্থিতিতে তাঁর এক বিশেষ রেকর্ড ভাঙতে চলেছেন যশস্বী। কী সেই রেকর্ড? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ধোনির শহরে বিরাটের কোন রেকর্ড ভাঙতে পারেন যশস্বী?
২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্যাচ। সেই ম্যাচ হবে মহেন্দ্র সিং ধোনির শহর রাঁচিতে। রাঁচিতে ভারতের দুই ইনিংসে আর ১৪৭ রান করতে পারলেই যশস্বী ভেঙে ফেলবেন বিরাট কোহলির এক রেকর্ড। আসলে ২০১৪-১৫ মরসুমে বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক টেস্ট সিরিজে ৬৯২ রান করেছিলেন। যশস্বী আপাতত ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজে ৫৪৫ রান করেছেন। ২১শতকে ভারতের হয়ে এক টেস্ট সিরিজে সর্বাধিক রান রয়েছে বিরাট কোহলির নামে। এ বার রাঁচিতে তা হতে পারে যশস্বীর। উল্লেখ্য, একুশ শতকে টেস্টে সর্বাধিক রান যেমন রয়েছে বিরাট কোহলির, তেমনই ২০-র শতকে ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে সবচেয়ে বেশি রানের তালিকায় শীর্ষে রয়েছেন সুনীল গাভাসকর। ১৯৭৮-৭৯ এর সময়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৩২ রান করেছিলেন।
এখনও অবধি ভারতের জার্সিতে ৭টি টেস্ট ম্যাচ খেলেছেন যশস্বী জয়সওয়াল। তাতে তিনি করেছেন ৮৬১ রান। সর্বাধিক ২১৪*। রয়েছে ২টি হাফসেঞ্চুরি, ১টি সেঞ্চুরি ও ২টি ডাবল সেঞ্চুরি।
চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভারত অধিনায়ক রোহিত শর্মাকেও ছাপিয়ে গিয়েছেন তরুণ তুর্কি যশস্বী জয়সওয়াল। WTC ২০২৩-২৫ চক্রে এখনও অবধি যশস্বী এবং রোহিত দু’জনই ১৩টি ইনিংস খেলেছেন। তাতে রোহিত করেছেন ৫৪০ রান। আর যশস্বী করেছেন ৮৬১ রান।
Most runs for India in WTC 2023-25:
Jaiswal – 861 runs (13 innings)
Rohit – 540 runs (13 innings) pic.twitter.com/DWNvKlarCJ
— Johns. (@CricCrazyJohns) February 19, 2024