Yuvraj Singh: ছয় ছক্কার নায়ক মাঠে ফিরছেন! ইঙ্গিত তেমনই…

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 16, 2022 | 6:31 PM

আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার ঈর্ষণীয়। ৫০ ওভারের ফরম্যাটে ৩০০-র বেশি ম্যাচ খেলেছেন যুবরাজ সিং। রান ৮৭০১। নিয়েছেন ১১১টি উইকেট।

Yuvraj Singh: ছয় ছক্কার নায়ক মাঠে ফিরছেন! ইঙ্গিত তেমনই...
Image Credit source: TWITTER

Follow Us

মুম্বই : ভারতের প্রাক্তন ক্রিকেটার কি ফের ‘বর্তমান’ হতে চলেছেন! ছয় ছক্কার নায়ক যুবরাজ সিং (Yuvraj Singh) এমনই ইঙ্গিত দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ২০১৯ সালে সমস্ত ধরনের ক্রিকেট (Cricket) থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন যুবরাজ সিং। ২০০৭ টি ২০ বিশ্বকাপ এবং ২০১১ ওয়ান ডে বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছেন যুবি। আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে খেলেছেন ৪০০-র বেশি ম্যাচ। ২০১৯-এর পর অবশ্য ক্রিকেট মাঠে দেখা যায়নি তাঁকে। সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিত দিয়েছেন মাঠে ফেরার (Return)। যা নিয়ে প্রবল জল্পনা শুরু হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় যুবরাজ সিং একটি ভিডিও পোস্ট করেছেন। ক্যাপশন দেওয়া রয়েছে, ‘যা আসছে, তার জন্য উত্তেজনায় ফুটছি। ভিডিওতে দেখা যাচ্ছে নিজের কিট ব্যাগ রেডি করছেন যুবি। বলছেন, ‘মনে হল একটু ক্রিকেট অনুশীলন করি। কখন টুর্নামেন্টে খেলার সুযোগ চলে আসবে কে বলতে পারে!’ ভিডিওতে আরও দেখা গিয়েছে, ব্যাটিংয়ের জন্য সব পরে প্রস্তুত যুবরাজ। এরপর ব্যাটিংয়ের জন্য এগিয়ে যান তিনি। এমনও বলতে শোনা যায়, প্রথম নেট সেশনে সবসময়ই স্নায়ুর চাপে ভোগেন যুবরাজ। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল এই ভিডিও। ভারতীয় ক্রিকেট প্রেমীরা তাঁর প্রতিটি শটে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

 

প্রতিযোগিতা মূলক ক্রিকেটে যুবরাজ সিংকে শেষ বার দেখা গিয়েছিল আইপিএলে। দেশের হয়ে শেষ ম্যাচ খেলেন ২০১৭ সালে। ২০১৯ অবধি আইপিএলে খেলেন। মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছিলেন সে বার। শেষ দিকে দাগ কাটতে পারছিলেন না। ২০১৯ আইপিএলে মাত্র চারটি ম্যাচে একাদশে ছিলেন। তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার ঈর্ষণীয়। ৫০ ওভারের ফরম্যাটে ৩০০-র বেশি ম্যাচ খেলেছেন যুবরাজ সিং। রান ৮৭০১। নিয়েছেন ১১১টি উইকেট। ২০১১ সালে দ্বিতীয় বার ওয়ান ডে বিশ্বকাপ জেতে ভারত। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও অনেক বড় অবদান ছিল যুবরাজ সিংয়ের। আন্তর্জাতিক টি ২০ তে ৫৮ ম্যাচে ১১৭৭ রান এবং উইকেট নিয়েছেন ২৮টি। ২০০৭ সালে উদ্বোধনী টি ২০ বিশ্বকাপ জেতে ভারত। সেখানেও বড় অবদান ছিল যুবরাজ সিংয়ের। ২০০৭ টি ২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে স্টুয়ার্ট ব্রডের বোলিংয়ে এক ওভারে ছয় ছক্কা মারেন যুবরাজ। দেশের হয়ে ৪০টি টেস্টও খেলেছেন যুবরাজ।

Next Article