করাচি : পাকিস্তান সুপার লিগে বেশ কিছু শতরানের ইনিংস দেখা গিয়েছে। তবে প্রোটিয়া ক্রিকেটার রাইলি রোসোর ইনিংসটা বাকিগুলোর তুলনায় অনেকটাই আলাদা। ৩১ মার্চ শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুম। দক্ষিণ আফ্রিকার পাওয়ার হিটার রাইলি রোসো খেলবেন দিল্লি ক্য়াপিটালসে। মিনি অকশনে তাঁকে ৪.৬ কোটিতে নিয়েছে দিল্লি ক্য়াপিটালস। বেস প্রাইস ছিল ২ কোটি। নিলামে রাজস্থান রয়্যালসের সঙ্গে লড়াই চলে দিল্লির। শেষ অবধি তাঁকে নিয়েই ছাড়ে ক্য়াপিটালস। পিএসএলে তাঁর ফর্ম দিল্লি শিবিরকে দারুণ স্বস্তি দিতে পারে। পাকিস্তান সুপার লিগে মুলতান সুলতানে খেলেন রাইলি। বাবর আজমের দলের বিরুদ্ধে মাত্র ৪১ বলে বিধ্বংসী শতরানের ইনিংস। বাবর আজমদের দিশেহারা করেন রাইলি। দিল্লি ক্য়াপিটালস কেন স্বস্তিতে থাকতে পারে? বিস্তারিত TV9Bangla-য়।
কয়েক সপ্তাহ আগে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দিল্লি ক্য়াপিটালস অধিনায়ক ঋষভ পন্থ। তাঁর নেতৃত্ব, কিপিংয়ের পাশাপাশি বিধ্বংসী ব্য়াটিংকে মিস করবে দিল্লি ক্য়াপিটালস। ঋষভ ফের কবে মাঠে ফিরতে পারবেন, তা এখনও প্রশ্নের মুখে। ভারতীয় দলও চিন্তায় রয়েছে তাঁকে নিয়ে। এ বছর ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ। ঋষভ পন্থকে না পেলে প্রবল চাপে থাকবে ভারত। তবে দিল্লি শিবিরকে ব্য়াটিংয়ের দিক থেকে অনেকটা ভরসা দিতে পারেন রাইলি রোসো। ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা রয়েছে এই প্রোটিয়া ব্য়াটারের। বিধ্বংসী শতরানের ইনিংসও রয়েছে। এ বার পিএসএলে তাঁর ফর্ম যদি আইপিএলেও ধরে রাখতে পারেন, হয়তো ঋষভের অভাব কিছুটা হলেও পূরণ করতে পারবেন।
Name: Riley Rossouw
Game: Hitting the fastest 100s in the HBL PSLRECORD-HOLDER ROSSOUW#SabSitarayHumaray l #HBLPSL8 l #PZvMS @Rileerr pic.twitter.com/JJtHoomWt3
— PakistanSuperLeague (@thePSLt20) March 10, 2023
মুলতানের এই ব্য়াটার বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ারের বিরুদ্ধে মাত্র ৪১ বলে শতরান করেন। পিএসএলের ইতিহাসে এটি দ্রুততম শতরান। এর আগে দ্রুততম শতরানের রেকর্ড তাঁর দখলেই ছিল। কোয়েটা গ্ল্যাডিয়টের বিরুদ্ধে ৪৩ বলে শতরান করেছিলেন। এ বার নিজের রেকর্ডকে ছাপিয়ে গেলেন। রাইলি রোসোর ৫১ বলে ১২১ রানের ইনিংসের সৌজন্য়ে ৫ বল বাকি থাকতেই ২৪৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জেতে মুলতান সুলতান। এই জয়ে পিএসএলের প্লে-অফেও জায়গা নিশ্চিত করেছে রাইলি রোসোর দল।