AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suresh Raina: ‘প্রমিস’ করেছেন সুরেশ রায়না, পূরণ করবেন কি?

JEE Main 2023 Result: দু'বছর আগে ২০২১-এর ৩১ ডিসেম্বর নিপুনদের বিদ্যালয় বিআর ইন্টারন্যাশনাল ক্সুলের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন সুরেশ রায়েনা। সেখানেই রায়েনার সঙ্গে আলাপ হয় নিপুনদের।

Suresh Raina: 'প্রমিস' করেছেন সুরেশ রায়না, পূরণ করবেন কি?
'প্রমিস' করেছেন সুরেশ রায়না, পূরণ করবেন কি? Image Credit: Twitter
| Edited By: | Updated on: Feb 09, 2023 | 3:39 PM
Share

হাপুর: তেত্রিশ বছর হয়তো পেরোয়নি, কিন্তু কথা রাখবেন কি রাখবেন না, তা নিয়ে তুলছেন প্রশ্ন অনেকেই। বা যদি বলা হয়, তাঁর রান্নার হাত চমৎকার, তাহলে কি বোঝানো যাবে কে উঠে আসছেন প্রসঙ্গে? ঘটনা পরম্পরায় যদি চোখ রাখা হয়, তাহলে তারকা এক ক্রিকেটারের (Cricketer) প্রমিস করার ব্যাপার উঠে আসছে। যে ঘটনায় জড়িয়ে রয়েছে রান্নার প্রসঙ্গও। তাহলে খুলেই বলি। দুই মেধাবী ছাত্রের গল্পে জড়িয়ে রয়েছেন এক তারকা ক্রিকেটার। ভারতীয় ক্রিকেটে যাঁর নাম মিস্টার আইপিএল (MR. IPL)। হাপুরের ওই দুই ছাত্র আলোচনাতেই আসতেন না, যদি না সুরেশ রায়না (Suresh Raina) আশ্চর্য এক প্রমিস করে বসতেন। কী সেই প্রতিশ্রুতি? তুলে ধরল TV9 Bangla

৭ ফেব্রুয়ারি JEE Main-এর ফল ঘোষণা হয়েছে। আর তাতেই সেরা হয়েছে উত্তর প্রদেশের যমজ ভাই নিপুন গোয়েল এবং নিকুঞ্জ গোয়েল। ছেলেবেলা থেকেই পড়াশোনায় ভীষণ ভালো ছিল এই দুই ভাই। এই সর্বভারতীয় পরীক্ষায় একশো শতাংশ নম্বর পেয়েছে নিপুন। এবং ৯৯.৯৯ শতাংশ নম্বর নিশ্চিত করেছে নিকুঞ্জ। এ বার তাদের সঙ্গে নাম জড়িয়েছে ভারতীয় দলের ক্রিকেটার সুরেশ রায়নার। কিন্তু কেন?

দু’বছর আগে ২০২১-এর ৩১ ডিসেম্বর নিপুনদের বিদ্যালয় বিআর ইন্টারন্যাশনাল স্কুলের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন সুরেশ রায়না। সেখানেই রায়নার সঙ্গে আলাপ হয় নিপুনদের। ছাত্রদের মোটিভেট করার জন্য রায়না নিজের ক্রিকেট জীবনের অনেক গল্প শুনিয়েছিলেন। যে গল্প শুনে তেতে গিয়েছিলেন ওই স্কুলের ছাত্ররা। রায়না তাদের বলেছিলেন, এই স্কুল থেকে যদি কোনও ছাত্র JEE প্রবেশিকা পরীক্ষায় টপ করতে পারেন তবে নিজে হাতে রান্না করে খাওয়াবেন। রায়না কেমন রান্না করেন, তা অবশ্য অজানা। কিন্তু এই প্রমিসের সময় রায়না নিশ্চই ভাবতে পারেননি, একজন নয় ওই স্কুলের দু’জন ছাত্র দুরন্ত ফল করবেন।

নিপুন ও নিকুঞ্জ দুজনেই রায়নার বড় ফ্যান। পরীক্ষায় ছেলেরা আশানরূপ ফল করায় বেজায় খুশি বাবা সঞ্জয় গোয়েল। তিনিই একটি সাক্ষাৎকারে এই পুরো বিষয়টি জানিয়েছেন। ছেলেবেলা থেকেই প্রচন্ড মেধাবী তারা। দশম শ্রেনীর বোর্ড পরীক্ষায় জেলার নাম উজ্জ্বল করে তারা। সামনে এখন বড় লক্ষ্য। তারই প্রথম ধাপটা সবে পার করেছে। তবে এ বার প্রিয় ক্রিকেটার রায়নার সঙ্গে দেখা করতে চায় তারা। দেখা যাক নিজের হাতে রেঁধে খাইয়ে দুই ভাইয়কে দেওয়া কথা রাখেন কিনা।