AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rishabh Pant: ওইভাবে ডিগবাজি খাওয়া অপ্রয়োজনীয়… ঋষভ পন্থকে সতর্কবার্তা দিলেন কে?

IND vs ENG, Test: হেডিংলে টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে নজির গড়েছিলেন ঋষভ পন্থ। ইংল্যান্ডের মাটিতে পরপর ৩টি টেস্ট ম্যাচে শতরান যদি করতে পারেন টিম ইন্ডিয়ার টেস্ট দলের নতুন ভাইস ক্যাপ্টেন, তা হলে নয়া নজির গড়বেন।

Rishabh Pant: ওইভাবে ডিগবাজি খাওয়া অপ্রয়োজনীয়… ঋষভ পন্থকে সতর্কবার্তা দিলেন কে?
ওইভাবে ডিগবাজি খাওয়া অপ্রয়োজনীয়… ঋষভ পন্থকে সতর্কবার্তা দিলেন কে?Image Credit: PTI
| Updated on: Jun 29, 2025 | 5:45 PM
Share

কলকাতা: ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর জীবনের একটা বছর অন্ধকারে কেটেছিল দেশের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থের। ২০২২ সালে মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছিলেন রুরকির ছেলে। এরপর চলে প্রবল লড়াই। জীবনে ফেরার লড়াই। ২২ গজে ফেরার লড়াই। ধীরে ধীরে আলোয় ফেরেন। তারপর ২২ গজে শাসনও শুরু করেন। এ বার সেই শাসনের মাত্রা বাড়াচ্ছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। হেডিংলে টেস্টে টিম ইন্ডিয়া হারলেও দুই ইনিংসে জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন ঋষভ। এই অবধি ঠিকই ছিল, কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে সেঞ্চুরির পর ডিগবাজি খেয়ে উল্লাস প্রকাশ করেন পন্থ। সেখানেই সমস্যা দেখছেন পন্থকে সুস্থ করে তোলা চিকিৎসকর দীনশ পারদিওয়ালা। কী বলছেন তিনি?

আসলে মাস খানেক আগে আইপিএলের সময় সেঞ্চুরি করে পন্থ ডিগবাজি খেয়েছিলেন। এ বার ইংল্যান্ড সফরেও তেমনটা করতে দেখা গেল তাঁকে। পন্থের চিকিৎসক দীনশর মতে, দেশের উইকেটকিপার-ব্যাটারের এখন ওই রকম করে ডিগবাজি খেয়ে উচ্ছ্বাস প্রকাশ করা ঠিক নয়। দ্য টেলিগ্রাফে দীনশ বলেছেন, ‘ঋষভ বরাবর জিমন্যাস্টিক্স করে। যার ফলে ওর জন্য ডিগবাজি খাওয়া কঠিন নয়। তাই হয়তো সহজেই ডিগবাজি খেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে ও। সেটা নিখুঁতভাবেই করছে। কিন্তু এটা অপ্রয়োজনীয়। এইভাবে সামারসল্টের কোনও দরকারই নেই।’

দীনশর মতে, যেহেতু ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার পর একাধিক অস্ত্রোপচার হয়েছে পন্থের, তাই বুঝে শুনে জীবনে চলা উচিত তাঁর। পারদিওয়ালা বলেন, ‘পন্থকে এটা বুঝতে হবে যে, ওর বেঁচে থাকাটাই আশ্চর্যের। যে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছিল ও, মৃত্যুকে যেভাবে কাছ থেকে দেখেছে ও, তাতে ওর দর্শন বদলে গিয়েছে। তবে ওকে এটাও বুঝতে হবে যে, আবার চোট পেলে ও মুশকিলে পড়বে। এইভাবে ডিগবাজি না খেলেও উল্লাস করা যায়। সেটা মাথায় রাখা দরকার।’

হেডিংলে টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে নজির গড়েছিলেন ঋষভ পন্থ। ইংল্যান্ডের মাটিতে পরপর ৩টি টেস্ট ম্যাচে শতরান যদি করতে পারেন টিম ইন্ডিয়ার টেস্ট দলের নতুন ভাইস ক্যাপ্টেন, তা হলে নয়া নজির গড়বেন। এজবাস্টনে পন্থের ব্যাটে সেঞ্চুরি এলে সপ্তম বিদেশি ব্যাটার হিসেবে ইংল্যান্ডের মাটিতে টানা তিনটি টেস্টে সেঞ্চুরির মাইলফলকে পৌঁছবেন ঋষভ পন্থ।