India vs West Indies: দাপুটে জয়েও ভারতের অস্বস্তি রোহিতের চোট

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 03, 2022 | 1:23 AM

অসুস্থ বোধ করায় মাঠে ফিজিওর প্রবেশ। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, প্রচণ্ড গরমে ডিহাইড্রেশন হয় রোহিতের। বোর্ডের তরফে জানানো হয়, ব্যাক স্প্যাজম।

India vs West Indies: দাপুটে জয়েও ভারতের অস্বস্তি রোহিতের চোট
ম্যাচ জেতানো ইনিংসের পথে সূর্য। চোটে মাঠ ছাড়লেন রোহিত।
Image Credit source: TWITTER, ICC

Follow Us

 

 

ওয়েস্ট ইন্ডিজ ১৬৪-৫ (২০ ওভার)

ভারত ১৬৫-৩ (১৯ ওভার)

সেইন্ট কিটস : একটা হারের ধাক্কা কাটিয়ে উঠতে এক দিনও লাগল না। তৃতীয় ম্যাচে দাপুটে জয় ভারতের। ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজে, ২-১ এগিয়ে গেল ভারত। এদিন ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারাল তারা। বোলাররা নিজেদের দায়িত্ব পালন করেন। ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৬৪ রানে আটকে রাখে ভারত। রান তাড়ায় সূর্য কুমার (Suryakumar Yadav) যাদবের অনবদ্য ইনিংস। তবে জয়ের মাঝেও ভারতীয় দলে অস্বস্তি অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) চোট। সোমবার লাগেজ সমস্যায় তিন ঘণ্টা দেরীতে শুরু হয়েছিল ম্যাচ। টানা দুদিন ম্যাচ হওয়ায় এদিনও দেড় ঘণ্টা দেরীতে খেলা শুরু হল। দু দলের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় একাদশে একটিই পরিবর্তন। রবীন্দ্র জাডেজাকে বিশ্রাম দিয়ে একাদশে দীপক হুডাকে নেওয়া হয়। বোলিং ওপেন করেন দীপক হুডা। প্রথম ওভারে মাত্র ১ রান দেন। এদিন শুরু থেকেই আক্রমণের পথে হাঁটেনি ওয়েস্ট ইন্ডিজ। দেখে শুনে ইনিংসের ভিত গড়েছেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ। অষ্টম ওভারে ভারতকে প্রথম সাফল্য দেন হার্দিক পান্ডিয়া। ব্র্যান্ডন কিং ২০ বলে ২০ রানে ফেরেন। কাইল মেয়ার্স একদিক থেকে আক্রমণ চালিয়ে যান। কেরিয়ারের দ্বিতীয় অর্ধশতরান করেন তিনি। কাইল মেয়ার্সের উইকেট নিয়ে ভারতকে স্বস্তি দেন ভুববেশ্বর কুমার। কাইল মাত্র ৫০ বলে ৭৩ রানের অনবদ্য ইনিংস খেলেন। ভারতীয় বোলারদের মধ্যে ২ উইকেট ভুবনেশ্বর কুমারের। হার্দিক ১ উইকেট নিলেও ৪ ওভারে দিয়েছেন মাত্র ১৯ রান।

ভারতীয় ইনিংসে প্রথম ওভারে ৯ রান তোলেন সূর্য-রোহিত জুটি। পরের ওভারে একটি ওভার বাউন্ডারি মারেন রোহিত। এরপরই অস্বস্তি। রোহিত অসুস্থ বোধ করায় মাঠে ফিজিওর প্রবেশ। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল প্রচণ্ড গরমে ডিহাইড্রেশন হয়েছে রোহিতের। পরে বোর্ডের তরফে জানানো হয়, ব্যাক স্প্যাজম। ৫ বলে ১১ রান করেছেন ততক্ষণে। ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন। টানা তৃতীয় ম্যাচে ওপেন করতে নামা সূর্যকুমার যাদব এদিন আর নিরাশ করেননি। শ্রেয়স আইয়ার অ্যাঙ্কর করছিলেন। মাত্র ২৬ বলে অর্ধশতরান পূর্ণ করেন সূর্যকুমার যাদব। দলীয় ১০৫ রানে শ্রেয়স ফেরেন। বাঁ হাতি স্পিনার আকিল হোসেনের বলে স্টেপ আউট করেন শ্রেয়স। বলের লাইন মিস করায় স্টাম্প আউট শ্রেয়স। ২৭ বলে ২৪ রান শ্রেয়সের। তবে ম্যাচ জিততে সমস্যা হয়নি ভারতের। সূর্যকুমার যাদব ৪৪ বলে ৭৬ রানে ফেরেন। ঋষভ পন্থ ২৬ বলে অপরাজিত ৩৩, দীপক হুডা (১০) ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন। সিরিজের বাকি দুটি ম্যাচ ৬ ও ৭ অগস্ট ফ্লোরিডায়।

সংক্ষিপ্ত স্কোর : ওয়েস্ট ইন্ডিজ ১৬৪ (কাইল মেয়ার্স ৭৩, ভুবনেশ্বর কুমার ২-৩৫, হার্দিক পান্ডিয়া ১-১৯)। ভারত ১৬৫ (সূর্যকুমার যাদব ৭৬, ঋষভ পন্থ অপরাজিত ৩৩, আকিল হোসেন ১-২৮)

Next Article