Suryakumar Yadav: রোহিত, বিরাটকে ছাপিয়ে নতুন কীর্তি সূর্যকুমার যাদবের
চলতি আইপিএলে প্রথম ৫ ম্যাচের চারটিতে হার মুম্বইয়ের। তারপর থেকেই কামব্যাক মুম্বই ইন্ডিয়ান্সের। টানা চার ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে এমআই পল্টন। এ বার নতুন কীর্তি গড়লেন মুম্বই ইন্ডিয়ান্সে সুপারস্টার সূর্যকুমার যাদব

কলকাতা: আইপিএলের (IPL) শুরুটা ভালো করতে পারেনি পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। প্রথম ৫ ম্যাচের চারটিতে হার। তারপর থেকেই কামব্যাক মুম্বই ইন্ডিয়ান্সের। টানা চার ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে এমআই পল্টন। এ বার নতুন কীর্তি গড়লেন মুম্বই ইন্ডিয়ান্সে সুপারস্টার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ওয়াংখেড়ে স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মুম্বইয়ের ম্যাচে ভারতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলে দ্রুততম ৪০০০ রানের রেকর্ড সূর্যকুমারের। এই রেকর্ডের সুবাদে তিনি পিছনে ফেললেন রোহিত শর্মা, বিরাট কোহলিদের।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ৪০০০ রানের মাইলফলকে পৌঁছনোর জন্য মাত্র ৩৩ রান করতে হত স্কাইকে। কেরিয়ারের ১৬০তম আইপিএল ম্য়াচে নেমে ১৪৫টি ইনিংসে এই রেকর্ড গড়েছেন সূর্য। লখনউয়ের বিরুদ্ধে ১৩তম ওভারে আবেশ খানের বিরুদ্ধে একটি বাউন্ডারি মারেন স্কাই। তাতেই পৌঁছে যান আইপিএলে ৪ হাজারের মাইলফলকে। আইপিএল কেরিয়ারে ৪০০০ রানে পৌঁছতে সূর্যকুমার যাদবের লেগেছে ২৭১৪ ডেলিভারি।
মোট ডেলিভারির নিরিখে এবি ডি ভিলিয়ার্স ও ক্রিস গেইলকে বাদ দিয়ে বাকি সকলকে ছাপিয়ে গেলেন মুম্বইয়ের তারকা। এবিডি ও গেইল দু’জনই ৪ হাজার রান করেছেন ২৬৫৮ বলে। এর পরেই তালিকায় ছিলেন ডেভিড ওয়ার্নার (২৮০৯ বল) এবং সুরেশ রায়না (২৮৮১ বল)। তাঁদেরও টপকে গিয়েছেন সূর্যকুমার।
এ বারের আইপিএলটা স্কাইয়ের ভালোই কাটছে। মুম্বইকে ৫টি আইপিএল ট্রফি দেওয়া ক্যাপ্টেন রোহিত এবং কায়রন পোলার্ডের পাশাপাশি মুম্বইয়ের হয়ে আইপিএলে ৩ হাজার রানের রেকর্ডও গড়েছেন সূর্যকুমার। একইসঙ্গে আইপিএলে ১৫০টি ছক্কার গন্ডিও পার করে ফেলেছেন। কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পর গত বছরের আইপিএলে, এক মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একাধিক সেঞ্চুরি করা দ্বিতীয় ব্যাটার হয়েছিলেন স্কাই। পাশাপাশি এক মরসুমে ৬০০ রান করা ক্রিকেটারের তকমাও পেয়েছিলেন। এ বার কী অপেক্ষা করছে?





