Suryaakumar Yadav: অস্ত্রোপচার সফল, দ্রুত মাঠে ফেরার জন্য মুখিয়ে সূর্য
Health Update of Suryakumar Yadav: একটাই প্রশ্ন থেকে যাচ্ছে, কবে নাগাদ ফিরতে পারেন সূর্য? যা জানা যাচ্ছে, মাস দুয়েক ক্রিকেট থেকে দূরে থাকতে হবে তাঁকে।

কলকাতা: মুম্বই প্রিমিয়ার লিগ চলছে। খেলতেও শুরু করেছিলেন তিনি। তারই মাঝে হঠাৎই বিদেশ পাড়ি দিতে হয়েছিল। কেন যাচ্ছেন, তা নিয়ে শুরু হয়েছিল চর্চা। জানা গিয়েছিল, আবার স্পোর্টস হার্নিয়া হয়েছে তাঁর। জার্মানির মিউনিখে সফল অস্ত্রোপচার হয়েছে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav)। তিনি জানিয়েছেন, সুস্থ আছেন। দ্রুত মাঠে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন। রোহিত শর্মা টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর তাঁকেই ক্যাপ্টেন বাছা হয়েছে। ওয়ান ডে ফর্ম্যাট থেকে রোহিত সরে দাঁড়ালে তাঁকেই দেওয়া হতে পারে পুরো সাদা বলের নেতৃত্ব।
ইন্সটাগ্রাম পোস্টে সূর্যকুমার লিখেছেন, ‘ডানদিকে লোয়ার অ্যাবডমেনে স্পোর্টস হার্নিয়া হয়েছিল। সফল অস্তোপচার হয়েছে। সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। নতুন করে মাঠে ফেরার জন্য মুখিয়ে আছি।’ সূর্যর ইন্সটা পোস্টের পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনেকেই। গত বছরও স্পোর্টস হার্নিয়া হয়েছিল সূর্যর। সে বারও জার্মানির মিউনিখ থেকেই অপারেশন করিয়েছিলেন। মাঠে ফিরেওছিলেন দ্রুত। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন।
View this post on Instagram
একটাই প্রশ্ন থেকে যাচ্ছে, কবে নাগাদ ফিরতে পারেন সূর্য? যা জানা যাচ্ছে, মাস দুয়েক ক্রিকেট থেকে দূরে থাকতে হবে তাঁকে। টেস্ট সিরিজ শেষ হওয়ার পর ৩টে করে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারত ও ইংল্যান্ড। ওই সিরিজে খেলতে পারবেন না তিনি। তবে তার পরেই সুস্থ হয়ে উঠবেন, এমনই মনে করা হচ্ছে।
