IND vs BAN: প্রথম টি-২০ ম্যাচের আগে ভারতের ব্যাটারদের ‘মার্কশিট’ দিলেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব

Suryakumar Yadav: ভারত ও বাংলাদেশ আজ, রবিবার ৬ অক্টোবর তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ওই ম্যাচের আগে টিম ইন্ডিয়ার ব্যাটারদের 'মার্কশিট' দিলেন।

IND vs BAN: প্রথম টি-২০ ম্যাচের আগে ভারতের ব্যাটারদের 'মার্কশিট' দিলেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব
IND vs BAN: প্রথম টি-২০ ম্যাচের আগে ভারতের ব্যাটারদের 'মার্কশিট' দিলেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদবImage Credit source: BCCI
Follow Us:
| Updated on: Oct 06, 2024 | 1:25 PM

কলকাতা: অপেক্ষার আর মাত্র কয়েকটা ঘণ্টা। রবি-সন্ধেয় গোয়ালিয়রে হবে ভারত-বাংলাদেশের (India vs Bangladesh) প্রথম টি-২০ ম্যাচ। বাংলাদেশকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছিল রোহিত শর্মার দল। এ বার নাজমুল হোসেন শান্তদের টি-২০ সিরিজে আটকানোর পালা সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দলের। বোর্ডের পক্ষ থেকে গোয়ালিয়র ম্যাচের আগে এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে ক্যাপ্টেন স্কাই দলের ব্যাটারদের নেটে অনুশীলনের সময় প্রতিটি শটকে আলাদা আলাদা নামে বর্ণনা দিচ্ছিলেন।

কোচ গৌতম গম্ভীরের জমানায় ক্যাপ্টেন স্কাইয়ের নেতৃত্বে ভারতীয় টিম শ্রীলঙ্কায় টি-২০ সিরিজ জিতেছিল। এ বার গৌতমের ঘরের মাঠে টি-২০ অ্যাসাইনমেন্টের পালা। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টি-২০ সিরিজ শুরুর আগে সূর্যকুমার যাদব দলের একাধিক ব্যাটারের নেট অনুশীলন সামনে দাঁড়িয়ে দেখেন। তাঁদের শটগুলি কেমন, তার বর্ণনাও দেন স্কাই।

এই খবরটিও পড়ুন

বোর্ডের শেয়ার করা ভিডিয়োতে সূর্যকুমার যাদবকে মাঝে মাঝে বলতে শোনা যায়, ‘ক্যায় শট হ্যায় ইয়ার… (কী দারুণ শট)।’ হাততালি দিয়ে সমর্থনও করতে থাকেন তিনি সতীর্থদের। জীতেশ শর্মার এক শটের পর আবার স্কাই হাসতে হাসতে বলেন, ‘ক্লান্ত হয়ে গেলে নাকি?’

আজ, অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের জন্মদিন। নেটে তাঁর ব্যাটিং দেখে স্কাই বলেন, ‘আরে ওয়াশি, ওয়াশি। কী দারুণ শট ওয়াশিংটন সুন্দর, হ্যাপি বার্থডে।’ ভারতের জনপ্রিয় ফিনিশার রিঙ্কু সিংয়ের ব্যাটিং দেখে স্কাই বলেন, ‘তোমার হিটিং করার অসাধারণ ক্ষমতা রয়েছে।’ ক্যাপ্টেন স্কাই বেশ মিশুকে। যে কারণে, সতীর্থদের সঙ্গে খোশমেজাজেই দেখা যায় তাঁকে। আবারও একবার সেই চেনা ছন্দেই দেখা যাচ্ছে সূর্যকুমারকে।