Suryakumar Yadav: রেকর্ডের ছড়াছড়ি, ছক্কা হাঁকানোয় শীর্ষে সূর্যকুমার

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Sep 29, 2022 | 1:45 PM

ছক্কা হাঁকিয়ে সূর্যকুমার যাদবের রেকর্ড। বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অর্ধশতরানের ইনিংস খেলেন সূর্য। সেখানেই এই রেকর্ড।

Suryakumar Yadav: রেকর্ডের ছড়াছড়ি, ছক্কা হাঁকানোয় শীর্ষে সূর্যকুমার
Image Credit source: Twitter

Follow Us

তিরুবনন্তপুরম: বুধবারের তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামের মাঠে আরও এক রেকর্ড। দলের তারকা ব্যাটার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এখন আন্তর্জাতিক টি-২০র এক বর্ষপঞ্জিতে সর্বাধিক ছক্কা হাঁকানো ক্রিকেটার। গ্রিনফিল্ড স্টেডিয়ামের বুধবাসরীয় ম্যাচে ‘স্কাই’ ছাপিয়ে গিয়েছেন পাকিস্তানের ব্যাটার মহম্মদ রিজওয়ানকে (Mohammad Rizwan)। ছক্কা হাঁকানোয় তৈরি করেছেন নতুন রেকর্ড। টি-২০তে পাকিস্তানের ওপেনারের ঝুলিতে রয়েছে ৪২টি ছয়। নিজের ২১তম ইনিংসের দ্বিতীয় বলে ছয় হাঁকিয়ে রিজওয়ানকে ধরে ফেলেন। বর্তমানে টি-২০তে সূর্যের হাঁকানো মোট ছয়ের সংখ্যা ৪৫। সবরকম আন্তর্জাতিক টি-২০তে (T20) যা রেকর্ড। রিজওয়ানের সঙ্গে তুলনা করলে দেখা যাবে, ৪২টি ছয় হাঁকাতে পাক ব্যাটারের ২৬টি ইনিংস লেগেছিল। পাঁচ দফা কম ব্যাট করে তাঁর রেকর্ডকে ছাপিয়ে গেলেন ভারতের সূর্য।

সর্বাধিক ছক্কা হাঁকানো ক্রিকেটারদের তালিকা

  1. ৪৫: সূর্যকুমার যাদব (ভারত): ২০২২
  2. ৪২: মহম্মদ রিজওয়ান (পাকিস্তান): ২০২১
  3. ৪১: মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড): ২০২১
  4. ৩৯: টিপি উড়া (উগান্ডা): ২০২২
  5. ৩৮: মহম্মদ ওয়াসিম (সংযুক্ত আরব আমিরশাহি): ২০২২
  6. ৩৭: এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ): ২০২১
  7. ৩৬: কেভিন ও’ব্রায়েন (আয়ারল্যান্ড): ২০১৯
  8. ৩৬: রোভম্যান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ): ২০২২
  9. ৩৫: কলিন মুনরো (নিউজিল্যান্ড): ২০১৮
  10. ৩৪: জর্জ মুন্সে (স্কটল্যান্ড): ২০১৯

এক বর্ষপঞ্জিতে সর্বাধিক রানের রেকর্ডও চুরমার হয়েছে সূর্যের ব্যাটে। ২০১৮ সালের টি-২০তে সর্বাধিক ৬৮৯ রান সংগ্রহ ছিল শিখর ধাওয়ানের ঝুলিতে। চলতি বছরে সূর্যকুমার যাদব একাই ৭৩২ রান সংগ্রহ করেছেন ২১টি ইনিংসে। বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৭ রানে দুটি উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। চার নম্বরে ব্যাট করতে নেমে ম্যাচের গতিটাই বদলে দেন স্কাই। ৩৩ বলে অপরাজিত ৫০ রানের ঝোড়ো ইনিংস। ২০ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় মেন ইন ব্লু।

এক ক্যালেন্ডার ইয়ারে সর্বাধিক রান

  1. সূর্যকুমার যাদব : ৭৩২ : ২০২২
  2. শিখর ধাওয়ান : ৬৮৯ : ২০১৮
  3. বিরাট কোহলি : ৬৪১ : ২০১৬
  4. রোহিত শর্মা : ৫৯০ : ২০১৮
  5. রোহিত শর্মা : ৪৯৭ : ২০১৬
  6. রোহিত শর্মা : ৪৯৭ : ২০২২
Next Article