T20 Cricket: টি-টোয়েন্টি কি অভিজ্ঞ ‘বুড়ো’দের খেলা, ক্রিকেটমহল তুলে দিচ্ছে এই প্রশ্ন!

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Nov 05, 2022 | 4:43 PM

Ricky Ponting: বিরাট সম্পর্কে পন্টিং অবশ্য শ্রদ্ধাশীল। আস্থাও রেখেছিলেন বরাবর। সেই বিরাটকে আবার দুরন্ত ধারাবাহিকতায় ফিরতে দেখে প্রাক্তন অজি অধিনায়ক বলে দিচ্ছেন...

T20 Cricket: টি-টোয়েন্টি কি অভিজ্ঞ বুড়োদের খেলা, ক্রিকেটমহল তুলে দিচ্ছে এই প্রশ্ন!
Image Credit source: twitter

Follow Us

মেলবোর্ন: তারুণ, চূড়ান্ত ফিটনেস দরকার, মানসিক ভাবে তুঙ্গে থাকা প্রয়োজন, আর দরকার খেলাটার গতির সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলা। টি-টোয়েন্টি (T20) ক্রিকেটে সাফল্যের এই চার মন্ত্র। কিন্তু প্রাক্তন ক্রিকেটার এবং বিশেষজ্ঞ মহলের কথা শুনলে কিন্তু সবটাই গুলিয়ে যাবে। টি-টোয়েন্টি আসলে অভিজ্ঞতা ‘বুড়ো’দের খেলা! বয়স যতই হোক না কেন, অভিজ্ঞরাই এই ফর্ম্যাটে সাফল্য পাবেন। কে হাঁটছেন উল্টো স্রোতে? আর কেউ নন, তিনি রিকি পন্টিং (Ricky Ponting)। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার, দুটো ওয়ান ডে বিশ্বকাপ যাঁর পকেটে, আইপিএলে (IPL) কোচিং করাচ্ছেন দীর্ঘদিন। জাতীয় দলের ব্যাটিং কনসালট্যান্টও ছিলেন। নিজের অভিজ্ঞতার মধ্যে দিয়েই এমন উপলব্ধি তাঁর।

কেন এমন ভাবনায় আচ্ছন্ন পন্টিং, সেই প্রশ্নও তোলা যায়। বলতে হবে, তিন বছরের খরা কাটিয়ে ৩৪ বছরে বিরাট কোহলির আবার ফর্মে ফেরাই তাঁকে এমন ভাবনার দিকে ঠেলে দিয়েছেন। কী বলছেন পন্টিং? তাঁর যুক্তি হল, ‘দীর্ঘদিন টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে জড়িয়ে থাকার দরুণ একটা জিনিস মনে হয়েছে, তরুণ থেকে এটা অনেক বেশি বয়স্ক ক্রিকেটারদের খেলা। এই ফর্ম্যাটে সফল হওয়ার জন্য দরকার অভিজ্ঞতা, খেলাটার প্রতি প্যাশন, কোন পরিস্থিতিতে কী করা দরকার, সে সম্পর্কে ধারনা। ঠিক এই কারণেই বিরাটের মতো প্লেয়াররা জ্বলে উঠছে। ওরা এটা এর আগেও করেছে। আগামী দিনেও করবে।’

বিরাট সম্পর্কে পন্টিং অবশ্য শ্রদ্ধাশীল। আস্থাও রেখেছিলেন বরাবর। সেই বিরাটকে আবার দুরন্ত ধারাবাহিকতায় ফিরতে দেখে প্রাক্তন অজি অধিনায়ক বলে দিচ্ছেন, ‘তিনটে ফর্ম্যাটেই বিরাট চ্যাম্পিয়ন প্লেয়ার। এই রকম প্লেয়ারদের সম্পর্কে এটা বলা যায় না ফুরিয়ে গিয়েছে। যে কোনও পরিস্থিতিতে, যে কোনও সময়ে ফিরে আসবেই। খুব খারাপ পরিস্থিতিতে থাকলে জ্বলে উঠবেই।’

Next Article