Semifinal Scenario: অস্ট্রেলিয়ার ভরসা বাংলাদেশ, সুপার ওভার হলে! ক্যালকুলেটর কী বলছে?

Jun 25, 2024 | 12:38 AM

ICC MEN’S T20 WC 2024: অস্ট্রেলিয়া সুপার এইটে একটি মাত্র ম্যাচ জিতেছে। ফলে তাদের ঝুলিতে রয়েছে ২ পয়েন্ট। ভারতের কাছে হারের পর তাদের নেট রান রেট এখন মাইনাস ০.৩৩১। আফগানিস্তানের ঝুলিতেও রয়েছে ২ পয়েন্ট। তাদের নেট রান রেট -০.৬৫০। বাংলাদেশের কাছে কোনও পয়েন্ট নেই। তাদের নেট রান রেট মাইনাস ২.৪৮৯। তবে বাংলাদেশের উপর অস্ট্রেলিয়ার ভাগ্য নির্ভর করছে।

Semifinal Scenario: অস্ট্রেলিয়ার ভরসা বাংলাদেশ, সুপার ওভার হলে! ক্যালকুলেটর কী বলছে?
Image Credit source: PTI

Follow Us

সুপার এইটে গ্রুপ ২ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছিল ইংল্য়ান্ড ও দক্ষিণ আফ্রিকা। গ্রুপ ১ থেকে সেমিফাইনালে ভারত। ২৭ জুন গায়ানায় সেমিফাইনাল খেলবে ভারত। প্রতিপক্ষ ইংল্যান্ড। গ্রুপ ২ থেকে দ্বিতীয় দল হিসেবে কারা সেমিফাইনালে যাবে, এটা নির্ভর করছে সকালে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচের উপর। অস্ট্রেলিয়াকে হারিয়ে গ্রুপ ওপেন করে দিয়েছিল আফগানিস্তান। তবে অ্যাডভান্টেজ ছিল ভারতই। ছোট্ট একটা অঙ্ক থাকলেও ভারতীয় টিম সুরক্ষিত ছিল বলা যায়। অঙ্ক নয়, ভারতের টার্গেট ছিল ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালের বদলা নিয়েই সেমিফাইনালে যাওয়া। সেটাই করলেন রোহিত শর্মারা। অস্ট্রেলিয়ার ভাগ্য এখন বাংলাদেশের হাতে।

অস্ট্রেলিয়া সুপার এইটে একটি মাত্র ম্যাচ জিতেছে। ফলে তাদের ঝুলিতে রয়েছে ২ পয়েন্ট। ভারতের কাছে হারের পর তাদের নেট রান রেট এখন মাইনাস ০.৩৩১। আফগানিস্তানের ঝুলিতেও রয়েছে ২ পয়েন্ট। তাদের নেট রান রেট -০.৬৫০। বাংলাদেশের কাছে কোনও পয়েন্ট নেই। তাদের নেট রান রেট মাইনাস ২.৪৮৯। তবে বাংলাদেশের উপর অস্ট্রেলিয়ার ভাগ্য নির্ভর করছে।

আফগানিস্তানের জন্য সেমিফাইনালের সহজ হিসেব। বাংলাদেশকে হারালে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছে যাবে তারা। কিন্তু বাংলাদেশের কাছে হারলে সমস্যা বাড়বে। বাংলাদেশ যদি আফগানিস্তানকে হারায় সেক্ষেত্রে নেট রান রেটে সেমিফাইনালে সুযোগ থাকছে অস্ট্রেলিয়ার। কারণ, ভারতের কাছে হারলেও ম্যাচ অনেক ক্লোজ নিয়ে গিয়েছিল অজিরা। ফলে নেট রান রেটে এখনও আফগানিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে। আফগানিস্তান যদি সুপার ওভারেও হারে, তাতেও নেট রান রেটে অস্ট্রেলিয়াকে পেরিয়ে যাওয়া সম্ভব হবে না।

বাংলাদেশ কি সেমিফাইনালে যেতে পারে? নেট রান রেটে বাংলাদেশ এতটাই পিছিয়ে যে অঙ্ক খুবই কঠিন। ধরা যাক বাংলাদেশ প্রথমে ব্যাট করে ১৬০ রান তুলল। সেক্ষেত্রে অন্তত ৬২ রানে আফগানিস্তানকে হারাতে হবে। আবার ধরা যাক, আফগানিস্তান প্রথমে ব্যাট করল এবং বাংলাদেশকে ১৬০ রানের টার্গেট দিল। সেক্ষেত্রে ১২.৫ ওভারের মধ্যেই এই টার্গেটে পৌঁছতে হবে বাংলাদেশকে। আফগানিস্তান বনাম বাংলাদেশ ম্যাচে বৃষ্টি হলে? পয়েন্ট ভাগ হবে। আফগানিস্তান তিন পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছে যাবে। অস্ট্রেলিয়া ও বাংলাদেশ দেশে ফিরবে।

Next Article