আবু ধাবি: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সুপার-১২-এ আজ, রবিবারের ডাবল হেডার ম্যাচের প্রথমটিতে মুখোমুখি হতে চলেছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড (New Zealand) ও মহম্মদ নবির আফগানিস্তান (Afghanistan)। আবু ধাবিতে দুই দলই নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামবে। কিউয়িরা প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে ভারতকে ও তৃতীয় ম্যাচে স্কটদের এবং চতুর্থ ম্যাচে নামিবিয়াকে হারিয়েছে। অন্যদিকে রশিদ খানরা প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়েছিল। তারপর পাকিস্তানের কাছে হারতে হয়েছিল নবিদের। তৃতীয় ম্যাচে আবার নামিবিয়ার বিরুদ্ধে জিতেছিল জাজাইরা। ফের ভারতের কাছে ৬৬ রানের ব্যবধানে হারতে হয়েছিল আফগানদের। ফলে এখনও পর্যন্ত ৪ ম্যাচের ২টিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলের ৪ নম্বরে রয়েছে নবিরা। কিউয়িরা রয়েছে ২ নম্বরে। আজকের ম্যাচে বিশেষ নজর থাকবে ভারতীয় দলের এবং ভারতের সমর্থকদের। কারণ আবু ধাবিতে কিউয়িদের যদি হারাতে পারে আফগানরা তা হলে সেমিফাইনালের শিকে ছিড়তে পারে ভারতের। তবে এখানেই শেষ নয়, সোমবার নামিবিয়াকে হারাতেই হবে বিরাটদের। ভারতের নেট রান রেট নিউজিল্যান্ড, আফগানিস্তানের থেকে বেশি হতে হবে। পাকিস্তান-নিউজিল্যান্ডের কাছে পরপর দুই ম্যাচে হেরে ভারত শেষ চারে ওঠার রাস্তা কঠিন করে ফেলেছে। তাই আজ আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে কারা ২ পয়েন্ট তুলে নেয় সেদিকেই বিশেষ নজর থাকবে।
নিউজিল্যান্ড বনাম আফগানিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি কবে হবে?
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচটি আজ রবিবার (৭ নভেম্বর) হবে।
নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি কোথায় হবে?
নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচটি শুরু হবে বিকেল ৩.৩০ মিনিটে। ম্যাচের আগে ৩টে নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচের লাইভ স্ট্রিমিং?
টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়াও দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন টি-২০ বিশ্বকাপ ম্যাচের লাইভ স্ট্রিমিং।
আরও পড়ুন: T20 World Cup 2021: আজ নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচে চোখ বিরাটদেরও