Karthik-Pant: কার্তিক বদলে অবিলম্বে পন্থকে ফেরানোর দাবি তুলে দিলেন কারা?

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Oct 31, 2022 | 1:38 PM

অবিলম্বে কার্তিককে বসিয়ে খেলানো হোক পন্থকে (Rishabh Pant)। ভারতীয় ব্যাটিং লাইনআপে সবাই ডানহাতি। ডান-বাঁহাতি কম্বিনেশন তৈরিই হচ্ছে না। যা খানিকটা হলেও প্রতিপক্ষ টিমকে বাড়তি সুবিধা পাইয়ে দিচ্ছে।

Karthik-Pant: কার্তিক বদলে অবিলম্বে পন্থকে ফেরানোর দাবি তুলে দিলেন কারা?
Image Credit source: Twitter

Follow Us

মেলবোর্ন: যতই ‘ফিনিশার’ নাম দেওয়া হোক। যতই প্রত্যাবর্তনের ধারা ভাঙা তালিকায় জায়গা দেওয়া হোক। দীনেশ কার্তিকে (Dinesh Karthik) আর আস্থা রাখতে পারছেন না ভারতের প্রাক্তনরা। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি (T20 World Cup 2022) বিশ্বকাপে ঋষভ পন্থকে বসিয়ে খেলানো হচ্ছে কার্তিককে। কিন্তু অস্ট্রেলিয়ার মতো গতি ও বাউন্সি পিচে দীর্ঘদিন না খেলার কারণেই সাফল্য পাচ্ছেন না তিনি। এমনই যুক্তি তুলে ধরা হচ্ছে বিশেষজ্ঞ মহল থেকে। পাশাপাশি এও বলা হচ্ছে, অবিলম্বে কার্তিককে বসিয়ে খেলানো হোক পন্থকে (Rishabh Pant)। ভারতীয় ব্যাটিং লাইনআপে সবাই ডানহাতি। ডান-বাঁহাতি কম্বিনেশন তৈরিই হচ্ছে না। যা খানিকটা হলেও প্রতিপক্ষ টিমকে বাড়তি সুবিধা পাইয়ে দিচ্ছে। কারা কার্তিকের বদলি হিসেবে পন্থকে চাইছেন, কেন চাইছেন, তুলে ধরল TV9 Bangla

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯ ওভারের মাথায় ব্যাট করতে গিয়েছিলেন কার্তিক। কিন্তু টিমকে টানতে পারেননি। সুযোগ থাকা সত্ত্বেও বড় রান করতে পারেননি। সূর্যকুমার যাদব ভালো খেললেও প্রোটিয়াদের কাছে যে কারণে ভারত হেরে গিয়েছে। পরে ফিল্ডিংয়ের সময় আবার কোমরের চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন। যা মেনে নিতে পারছেন না প্রাক্তনরা। বিশেষ করে অস্ট্রেলিয়ায় মাটিতে পন্থ বরাবরই অত্যন্ত সফল। স্ট্রোক প্লেয়ার হওয়ার দরুণ অজিদের দেশে সব ধরনের ক্রিকেটেই সাফল্য পেয়েছেন তিনি।

বীরেন্দ্র সেওয়াগের মতো প্রাক্তন বলছেন, ‘পন্থ অস্ট্রেলিয়ায় টেস্ট ও ওয়ান ডে দুই-ই খেলেছে। পারফর্মও করেছে। দীনেশ কার্তিক অস্ট্রেলিয়ায় কবে শেষ খেলেছে? পারথ আর অস্ট্রেলিয়ার উইকেট তো এক নয়! প্রথম দিন থেকেই কার্তিকের বদলে পন্থকে খেলানো উচিত ছিল। এমনকি, দক্ষিণ আফ্রিকা ম্যাচে দীপক হুডার বদলে পন্থকে খেলানো উচিত ছিল। পন্থের অভিজ্ঞতার কথা ভুলে গেলে চলবে না। গাব্বায় ওর অবিস্মরণীয় ইনিংসটা কিন্তু কিংবদন্তি হয়ে রয়েছে।’

সেওয়াগের এই দাবির দিন কয়েক আগে কপিল দেবের মতো বিশ্বকাপজয়ী নেতা বলে দিয়েছিলেন, ভারতীয় টিম ম্যানেজমেন্টের উচিত কার্তিকের বদলে পন্থকে খেলানো। কী যুক্তি ছিল তাঁর? ‘আমাদের হাতে যখন পন্থ রয়েছে, তখন ওকেই খেলা উচিত। সবচেয়ে বড় কথা হল, এখন ভারতীয় টিমের ওকে দরকারও। ব্যাপারটা এমন নয় যে, কার্তিক প্রয়োজনটা মিটিয়ে দিচ্ছে। আমি তো বলব, কিপিংয়ের ক্ষেত্রেও কিন্তু ফারাকটা দেখতে পাচ্ছি। আমার মনে হয়, পন্থকে খেলিয়ে টিমে বাঁ হাতি ব্যাটার নিয়ে আসা উচিত। তা হলে কিন্তু টিম সম্পূর্ণ হবে।’

বীরু কিন্তু এতেই থেমে যাচ্ছেন না। বলে দিচ্ছেন, ‘ভারতীয় টিম কী করবে, তা টিম ম্যানেজমেন্টের উপরেই নির্ভর করছে। কিন্তু আমার মনে হয়, প্রথম ম্যাচ থেকেই পন্থের একাদশে থাকা উচিত ছিল।’

Next Article