অ্যাডিলেড: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে সেমির (T20 World Cup 2022) স্বপ্ন কিছুটা হলেও ধাক্কা খেয়েছে ভারতের। আশা করায় যায়, বুধবার বাংলাদেশের বিরুদ্ধে অ্যাডিলেড ওভালে ঘুরে দাঁড়াবে মেন ইন ব্লু (IND vs BAN)। টাইগার বধ করতে পারলে গ্রুপ ২-এর শীর্ষে চলে যাবে ভারত। টানটান ম্যাচ জিম্বাবোয়েকে হারিয়ে কিছুটা হলেও আত্মবিশ্বাস সংগ্রহ করে নিয়েছে বাংলাদেশ। বোলিং বিভাগে ঝকঝকে হলেও ভারতকে ভাবাচ্ছে ব্যাটিং ব্রিগেড। ফর্মে নেই লোকেশ রাহুল। রোহিতের ব্যাটে ধারাবাহিকতা নেই। ফলে চাপ পড়ছে বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবের ঘাড়ে। বাংলাদেশের বিরুদ্ধে রানের আশায় রোহিত ও রাহুল। যাই হোক, বুধবার সপ্তাহের মাঝে ভারত বনাম বাংলাদেশ ম্যাচটিতে কখন ও কীভাবে চোখ রাখবেন, হদিশ দিল Tv9 Bangla।
১. ভারত ও বাংলাদেশের মধ্যে গ্রুপ ২-এর ম্যাচ কবে খেলা হবে?
২ নভেম্বর অর্থাৎ বুধবার ভারত-বাংলাদেশের মধ্যে গ্রুপ-২-এর ম্যাচ অনুষ্ঠিত হবে।
২. ভারত-বাংলাদেশের মধ্যে গ্রুপ ২-এর ম্যাচ কোথায় হবে?
অ্যাডিলেড ওভালে ভারত-বাংলাদেশের গ্রুপ-২ ম্যাচটি খেলা হবে।
৩. ভারত বনাম বাংলাদেশ ম্যাচ কখন শুরু হবে?
ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১:৩০ নাগাদ।
৪. ম্যাচের লাইভ স্ট্রিমিং কীভাবে দেখা যাবে?
ম্যাচের লাইভ স্ট্রিমিং ডিজনি+হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে।
৫. ম্যাচের সরাসরি সম্প্রচার কীভাবে দেখবেন?
ম্যাচের সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।