T20 World Cup 2024: ভারত-পাকিস্তান হয়তো ৯ জুন, কাদের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপ যাত্রা শুরু রোহিতদের?

India vs Pakistan: ৪ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অর্থাৎ, টি-২০ বিশ্বকাপের ঢাকে কাঠি পড়তে দেরি রয়েছে। কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে টি-২০ বিশ্বকাপে ভারতের সম্ভাব্য সূচি। এমনটাও শোনা যাচ্ছে, আগামী সোমবার (৮ জানুয়ারি) এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা হবে।

T20 World Cup 2024: ভারত-পাকিস্তান হয়তো ৯ জুন, কাদের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপ যাত্রা শুরু রোহিতদের?
ভারত-পাকিস্তান হয়তো ৯ জুন, কাদের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপ যাত্রা শুরু রোহিতদের?Image Credit source: X
Follow Us:
| Updated on: Jan 04, 2024 | 1:11 PM

নয়াদিল্লি: চলছে জানুয়ারি মাস। কিন্তু ক্রিকেট প্রেমীরা যেন এখন থেকেই জুন মাসের অপেক্ষায় রয়েছেন। কারণ, শোনা গিয়েছে এ বার ৪ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অর্থাৎ, টি-২০ বিশ্বকাপের ঢাকে কাঠি পড়তে দেরি রয়েছে। কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে টি-২০ বিশ্বকাপে ভারতের সম্ভাব্য সূচি। এমনটাও শোনা যাচ্ছে, আগামী সোমবার (৮ জানুয়ারি) এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা হবে। কুড়ি-বিশের বিশ্বকাপের সূচি নিয়ে চর্চা মানেই ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ নিয়ে একটা আলাদা উত্তেজনা থাকে। ৯ জুন হয়তো টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। কাদের বিরুদ্ধে টুর্নামেন্ট শুরু করছে মেন ইন ব্লু?

এ বছরের টি-২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র। শোনা গিয়েছে, ৪ জুন এ বছরের টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে। আইসিসির মেগা ইভেন্টের উদ্বোধনের পরদিনই মাঠে নামবে টিম ইন্ডিয়া। ৫ জুন গ্রুপ পর্বে ভারতের প্রথম ম্যাচ খেলার কথা।

এক ঝলকে দেখে নিন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের সূচি —

  • ভারত বনাম আয়ার্ল্যান্ড – ৫ জুন (নিউ ইয়র্ক)
  • ভারত বনাম পাকিস্তান – ৯ জুন (নিউ ইয়র্ক)
  • ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র – ১২ জুন (নিউ ইয়র্ক)
  • ভারত বনাম কানাডা – ১৫ জুন (ফ্লোরিডা)

২০২৪ টি-২০ বিশ্বকাপ ফাইনাল কোথায় হবে?

চব্বিশের টি-২০ বিশ্বকাপে মোট ২০টি দল অংশ নিতে চলেছে। চারটি গ্রুপে ২০টি দলকে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপ থেকে সুপার-৮ এ উঠবে সেরা ২টি করে দল। ভারত যদি সুপার-৮ পর্বে কোয়ালিফাই করে, তা হলে এই রাউন্ডের প্রথম ম্যাচটি খেলবে ২০ জুন। তা হবে বার্বাডোজে। ওই ভেনুতেই এ বারের টি-২০ বিশ্বকাপ ফাইনাল হওয়ার কথা।