Rohit Sharma: রোহিতের নেতৃত্বের স্টাইলে মুগ্ধ পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার

Jul 01, 2024 | 9:56 PM

ICC MEN’S T20 WC 2024: নেতা হিসেবে বিশ্বক্রিকেটে আলাদা ছাপ ফেলেছেন রোহিত শর্মা। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই দেশের হয়ে এই ফরম্যাটকে বিদায় জানিয়েছেন। এ বার নজরে ওয়ান ডে ফরম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতের ব্যাটিং পারফরম্যান্স দুর্দান্ত। তেমনই নেতৃত্ব। অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

Rohit Sharma: রোহিতের নেতৃত্বের স্টাইলে মুগ্ধ পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার
Image Credit source: X

Follow Us

বছর খানেকের মধ্যে আইসিসির তিনটি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন। এই নিয়ে দ্বিতীয় বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। ২০০৭ সালে উদ্বোধনী সংস্করণের ফাইনালে পাকিস্তানকে হারিয়েই খেতাব জিতেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দল। সেই টিমের তরুণ সদস্য ছিলেন রোহিত। এ বার তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন ভারত। অধিনায়ক হিসেবে আইসিসি ট্রফি প্রথম জিতলেও এশিয়া কাপ একাধিক বার জিতেছেন। এ ছাড়া দ্বিপাক্ষিক সিরিজ তো রয়েইছে। তাঁর নেতৃত্বে মুগ্ধ পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শাহিদ আফ্রিদি। রোহিতকে দেখে শেখার কথাও বলছেন।

নেতা হিসেবে বিশ্বক্রিকেটে আলাদা ছাপ ফেলেছেন রোহিত শর্মা। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই দেশের হয়ে এই ফরম্যাটকে বিদায় জানিয়েছেন। এ বার নজরে ওয়ান ডে ফরম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতের ব্যাটিং পারফরম্যান্স দুর্দান্ত। তেমনই নেতৃত্ব। অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। অন্যদিকে, গত বারের রানার্স পাকিস্তান এ বার সুপার এইটেও পৌঁছতে পারেনি। গ্রুপ পর্বে ভারতের কাছে হেরেছে। তার আগে আমেরিকার কাছে হেরেই বিপদে পড়েছিল পাকিস্তান। বাবর আজমের নেতৃত্বকে তুলোধনা করেছিলেন আফ্রিদি।

রোহিত শর্মার নেতৃত্বে মুগ্ধ শাহিদ আফ্রিদি বলেছেন, ‘একজন নেতার ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ। তার শরীরীভাষা থেকেই টিমের পরিস্থিতি বোঝা যায়। নেতাকে উদাহরণ তৈরি করতে হয়। রোহিত শর্মা তেমনই একজন। সামনে থেকে নেতৃত্ব দেয়। রোহিতের খেলার ধরন, পারফরম্যান্স পরের দিকে নামা ব্যাটারদেরও আত্মবিশ্বাস জোগায়। ক্যাপ্টেন যদি আগ্রাসী ক্রিকেট খেলে, বাকিরা তাকে ফলো করবেই। ক্যাপ্টেন এমনই হওয়া উচিত।’ রোহিতকে দেখে অনেক শেখার আছে এমনটাও মনে করেন আফ্রিদি। তাঁর ইঙ্গিত যে বাবর আজমের দিকেই এ বিষয়ে সন্দেহ নেই। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে টেস্ট ক্রিকেটের মতো ব্যাটিং করেছেন বাবর।

Next Article