CWG 2022: সোনার ম্যাচে কোভিড আক্রান্ত ক্রিকেটারকে নিয়েই নেমে পড়ল অস্ট্রেলিয়া

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 07, 2022 | 11:54 PM

commonwealth games 2022: টস দেরী হওয়া নিয়ে কোনও অফিসিয়াল আপডেট দেওয়া হয়নি। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং, টসের আগে ভারতীয় দল জানতে পারে, তাহিলা ম্যাকগ্রার কোভিড উপসর্গ রয়েছে।

CWG 2022: সোনার ম্যাচে কোভিড আক্রান্ত ক্রিকেটারকে নিয়েই নেমে পড়ল অস্ট্রেলিয়া
Image Credit source: Twitter

Follow Us

বার্মিংহ্যাম: ভারত-অস্ট্রেলিয়া কমনওয়েলথ (commonwealth games 2022) টি-২০ ফাইনালে চমকে দেওয়ার মতো ঘটনা। করোনা পজিটিভ খেলোয়াড়কে প্রথম একাদশে রেখেই ভারতের বিরুদ্ধে ফাইনালে নেমে পড়েছে অস্ট্রেলিয়া! ম্যাচ শুরু হওয়ার আগেই অজি টিমের সদস্য তাহিলা ম্যাকগ্রার করোনা রিপোর্ট পজিটিভ আসে। তা সত্ত্বেও তাহিলাকে (Tahlia McGrath) প্রথম একাদশে রাখা হয়। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বিবৃতিতে তাহিলার মৃদু করোনা উপসর্গের কথা জানানো হয়েছে। দল এবং বিপক্ষের খেলোয়াড়দের বিপদে ফেলে কেন এমন কাণ্ড ঘটালো অস্ট্রেলিয়া তা স্পষ্ট নয়। টস দেরী হওয়া নিয়ে কোনও অফিসিয়াল আপডেট দেওয়া হয়নি। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং, টসের আগে ভারতীয় দল জানতে পারে, তাহিলা ম্যাকগ্রার কোভিড উপসর্গ রয়েছে। একজন কোভিড পজিটিভ (Covid Positive) ক্রিকেটারকে কীভাবে মাঠে নামার অনুমতি দিল আইসিসি এবং গেমস কর্তৃপক্ষ তা ভেবে কূল পাচ্ছেন না ক্রিকেট প্রেমীরা।

ক্রিকেট অস্ট্রেলিয়ার দাবি, আইসিসির থেকে অনুমতি নিয়েই ম্যাকগ্রাকে ফাইনাল ম্যাচের প্রথম একাদশে রাখা হয়েছে। সিএ-র পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, “তাহিলা ম্যাকগ্রার কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। কমনওয়েলথ গেমস ফেডারেশন RACEG এবং সিজিএ-র ক্লিনিকাল স্টাফ এবং ম্যাচ অফিশিয়ালদের সঙ্গে পরামর্শ করে ভারতের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে অংশ নিচ্ছেন ম্যাকগ্রা। রবিবার ম্যাকগ্রার মৃদু কোভিড উপসর্গ দেখা যায়। এরপর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। টসের সময় তাঁকে প্রথম একাদশে রাখা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অনুমতি নিয়েই। ম্যাচ চলাকালীন CGF, ICC, CGA এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার মেডিকেল স্টাফদের নজরদারিতে থাকবেন ম্যাকগ্রা। রিস্ক কমাতে ম্যাচ পরবর্তী অ্যাক্টিভিটির উপর রাশ টানা হবে।”

 

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতি

চলতি কমনওয়েলথ গেমসে একাধিকবার আয়োজকদের গাফিলতি সামনে এসেছে। কোভিড পজিটিভ ক্রিকেটারকে খেলার অনুমতি দেওয়ার ঘটনা বাকি খামতিগুলোকে ছাপিয়ে গিয়েছে। এই ঘটনার পর গেমস কর্তৃপক্ষের ভারতের প্রতি বিমাতৃত্বসুলভ আচরণের অভিযোগে সরব হয়েছেন নেটিজেনরা। কমনওয়েলথ শুরুর আগে মেয়েদের হকি দলের মিডফিল্ডার নভজ্যোত কৌরের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তৎক্ষণাৎ নভজ্যোতকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। অথচ একই যাত্রায় পৃথক ফল। অস্ট্রেলিয়ার ক্রিকেটারকে ফাইনাল ম্যাচ খেলার অনুমতি দিয়ে দেওয়া হল।

এখানে অস্ট্রেলিয়ার নৈতিকতা নিয়েও প্রশ্ন ওঠে। করোনা পরবর্তী সময়ে অস্ট্রেলিয়া সরকার ভ্রমণ নীতিতে পরিবর্তন এনেছে। কোভিড ভ্যাকসিন ছাড়া ওদেশে কেউ প্রবেশ করতে পারে না। চলতি বছরের শুরুতে ভ্যাকসিন না নেওয়ায় অস্ট্রেলিয়ান ওপেনে নোভাক জকোভিচকে খেলতে দেওয়া হয়নি। অজি সরকার এবং জকোভিচের দ্বন্দ্ব আদালত পর্যন্ত গড়িয়েছিল। অথচ নিজেদের বেলায় সাত খুন মাফ!

 

Next Article