হানিমুনের জন্য দাদা দীপককে কোন বিশেষ পরামর্শ দিলেন বোন মালতী?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 04, 2022 | 8:21 PM

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একাধিক ক্রিকেটার দীপক-জয়ার নতুন পথাচলার শুভ সূচনার জন্য অভিনন্দন জানিয়েছেন। একইসঙ্গে মজা করে দাদার বিয়ের পর টুইট করেছেন দাপকের বোন মালতী চাহার (Malti Chahar)।

হানিমুনের জন্য দাদা দীপককে কোন বিশেষ পরামর্শ দিলেন বোন মালতী?
হানিমুনের জন্য দাদা দীপককে কোন বিশেষ পরামর্শ দিলেন বোন মালতী?
Image Credit source: Malti Chahar Twitter

Follow Us

নয়াদিল্লি: আগ্রাতে মহাসমারোহ করে ১ জুন দীর্ঘদিনের বান্ধবী জয়া ভরদ্বাজকে (Jaya Bhardwaj) বিয়ে করেছেন ভারতের ও চেন্নাই সুপার কিংসের তারকা পেসার দীপক চাহার (Deepak Chahar)। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একাধিক ক্রিকেটার দীপক-জয়ার নতুন পথাচলার শুভ সূচনার জন্য অভিনন্দন জানিয়েছেন। একইসঙ্গে মজা করে দাদার বিয়ের পর টুইট করেছেন দাপকের বোন মালতী চাহার (Malti Chahar)। স্বাভাবিকভাবেই বিয়ের পর নবদম্পতি এ বার হানিমুনে যাবেন। তার আগে মালতী মজা করে দাদাকে বিশেষ পরামর্শ দিয়েছেন।

দাদা দীপককে মধুচন্দ্রিমার আগে কোন বিশেষ পরামর্শ দিলেন বোন মালতী?

দাদাকে বিবাহিত জীবন শুরু করার জন্য শুভেচ্ছা জানানোর পাশাপাশি হানিমুনে গিয়ে তিনি যেন নিজের কোমরের খেয়াল রাখেন সেই পরামর্শই দিয়েছেন মালতী। টুইটারে মালতী দীপক-জয়ার সঙ্গে নিজের এক ছবি পোস্ট করেন। তার ক্যাপশনে লেখেন, “এ বার এই মেয়ে হল আমাদের। তোমাদের দু’জনকে বিবাহিত জীবনের অনেক অনেক শুভেচ্ছা। দীপক তুমি দয়া করে হানিমুনে গিয়ে নিজের কোমরের খেয়াল রেখো। সামনেই কিন্তু আমাদের বিশ্বকাপ রয়েছে।”

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন দীপক। এরপর তিনি প্রায় দেড় মাস ধরে এনসিএ-তে রিহ্যাবে ছিলেন। সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। নেটে বল করাও শুরু করেছিলেন। তবে এরপর ফের পিঠে চোট পান তিনি। যার ফলে এ বারের আইপিএলে খেলা হয়নি দীপকের। চেন্নাই সুপার কিংস আইপিএল-২০২২ এর নিলামে দীপককে ১৪ কোটি টাকায় দলে ফিরিয়েছিল। কিন্তু চোটের জন্য একটা ম্য়াচও খেলতে পারেননি দীপক। চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এ বারের টি-২০ বিশ্বকাপ। ফলে স্বাভাবিকভাবেই টি-২০ বিশ্বকাপের আগে সুস্থ দীপককে চাইবে টিম ইন্ডিয়া।

 

Next Article