Tammy Beaumont: ৮৮ বছরের রেকর্ড ভেঙে অ্যাসেজে কীর্তি ইংল্যান্ডের ট্যামি বোমন্টের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 25, 2023 | 12:16 AM

Women Ashes: নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে চলছে মহিলাদের অ্যাসেজ। টস জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল। সেখানেই ইংল্যান্ড টিমের হয়ে ৮৮ বছরের এক রেকর্ড ভেঙেছেন ট্যামি বোমন্ট (Tammy Beaumont)।

Tammy Beaumont: ৮৮ বছরের রেকর্ড ভেঙে অ্যাসেজে কীর্তি ইংল্যান্ডের ট্যামি বোমন্টের
৮৮ বছরের রেকর্ড ভেঙে অ্যাসেজে কীর্তি ইংল্যান্ডের ট্যামি বোমন্টের
Image Credit source: Twitter

Follow Us

নটিংহ্যাম : জমজমাটি অ্যাসেজ (Ashes)। শতরানের পাল্টা এল ডাবল সেঞ্চুরি (Double Century)। ভাবা যায়! বেশি ভাবার প্রয়োজন নেই। এই ঘটনা নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে ঘটে গিয়েছে। ইংলিশব্রিগেডের হয়ে বিরাট কীর্তি গড়লেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ট্যামি বোমন্ট (Tammy Beaumont)। অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে ইংল্যান্ডের মেয়েরা এখন মহিলাদের অ্যাসেজ খেলছে। সেখানেই ডবল সেঞ্চুরি হাঁকিয়ে বোমন্ট ভেঙে ফেলেছেন ৮৮ বছরের এক রেকর্ড। ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বাধিক রানের রেকর্ড এখন ট্যামি বোমন্টের দখলে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

মেয়েদের টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের প্রথম কোনও ব্যাটার ডবল সেঞ্চুরি করলেন। এতদিন ইংলিশব্রিগেডের হয়ে সর্বাধিক রানের রেকর্ড ছিল বেটি স্নোবলের। ১৯৩৫ সালে তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৮৯ রান করেছিলেন। এ দিকে অজিদের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন সেঞ্চুরি পূর্ণ করেন ট্যামি বোমন্ট। তৃতীয় দিনে তিনি পূর্ণ করে ফেলেন ডবল সেঞ্চুরি। মহিলাদের টেস্ট ক্রিকেটে এটি অষ্টম ডবল সেঞ্চুরি। এই তালিকায় শীর্ষে রয়েছেন পাকিস্তানের কিরণ বালুচ। তিনি ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওই রেকর্ড গড়েছিলেন। এই তালিকায় রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজও। ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসেবে তিন ফর্ম্যাটে সেঞ্চুরির কীর্তি গড়েছেন ট্যামি বোমন্ট। তাঁর আগে এই নজির গড়েছিলেন হেদার নাইট।

ট্যামি বোমন্টের ডাবল সেঞ্চুরির পরও ১০ রানের লিড রয়েছে অস্ট্রেলিয়ার। শেষ অবধি ২০৮ রান করে আউট হন ট্যামি বোমন্ট। ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৪৬৩ রানে। আরও বেশি রান তুলতে পারত ইংলিশব্রিগেড। যদি ৫ ওভারের মধ্যে মাত্র ১৫ রানে চার উইকেট না হারাত বোমন্টরা। তৃতীয় দিনের শেষে ৮২ রানে অপরাজিত রয়েছে অজিরা। ক্যাঙ্গারুদের লিড রয়েছে ৯২ রানের। ৩৩ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন বেথ মুনি। তাঁর সঙ্গে ৪১ রানে অপরাজিত রয়েছেন লিচফিল্ড।

Next Article