হারারে: জিম্বাবোয়েকে ওয়ান ডে সিরিজে হোয়াাইটওয়াশ করে যেন আনন্দ বাঁধ মানছে না ভারতীয় শিবিরে (Indian Cricket Team)। সোমবার ছিল সিরিজের তৃতীয় ম্যাচ। শেষ ম্যাচে প্রতিপক্ষ লড়াই দিলেও কোনও অঘটন ঘটেনি। প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ২৮৯ রান। জবাবে ৪৯.৩ ওভারে ২৭৬ রানে গুটিয়ে যায় জিম্বাবোয়ে। শুভমন গিল (Shubman Gill) ১৩০ রানের ইনিংস খেলেন। অন্যদিকে জিম্বাবোয়ের হয়ে ১১৫ রানের দুর্ধর্ষ ইনিংস জিম্বাবোয়ে ব্যাটার সিকন্দর রাজার। ১৩ রানে ম্যাচ জিতে যায় লোকেশ রাহুলের নেতৃত্বাধীন ভারত। জিম্বাবোয়েকে (Zimbabwe) তাদেরই ঘরের মাঠে চুনকাম করে যেন আনন্দে বাঁধ মানছে না ভারতীয় শিবিরে। শ্যাম্পেনের ছেটানোর পাশাপাশি মেন ইন ব্লু সাজঘরে চলল চুটিয়ে নাচ। ব্যাকগ্রাউন্ডে ক্যাটরিনা কইফের ‘কালা চশমা’ গানে নেচে ফাটিয়ে দিলেন শিখর ধাওয়ান, ইশান কিষাণরা।
শিখর ধাওয়ান ইনস্টাগ্রামে নাচের রিলস শেয়ার করেছেন। কালো চশমা পরে বলিউডি গানে নেচেকুদে জমিয়ে চলল সেলিব্রেশন। সবচেয়ে বেশি নজর কাড়লেন ইশান কিষাণ। কখনও হামাগুড়ি দিয়ে, কখনও দাঁড়িয়ে রীতিমতো ‘ঠুমকা’ লাগালেন তিনি। সঙ্গ দিলেন শুভমন গিল, কুলদীপ যাদব, আবেশ খান, মহম্মদ সিরাজ, দীপক চাহার, রাহুল ত্রিপাঠী, রুতুরাজ গোয়কোয়াড়রা। জিম্বাবোয়ে সফরে ডাক পেয়েও মাঠে নামার সুযোগ হয়নি বাংলার ক্রিকেটার শাহবাজ আহমেদের। সেই শাহবাজও দলের সেলিব্রেশন পুরোমাত্রায় উপভোগ করলেন। ধাওয়ানদের সঙ্গে কোমর দোলালেন বাংলা দলের তারকা অলরাউন্ডার।
সিরিজের প্রথম দুটি ম্যাচে প্রথমে বল করার পর শেষ ম্যাচে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক লোকেশ রাহুল। শিখর ধাওয়ান ও অধিনায়ক মিলে ইনিংসের সূচনা বেয়স সতর্কভাবে করেন। দু’জনে পঞ্চাশ রানের পার্টনারশিপের পর প্যাভিলিয়নে ফেরেন। এরপর শুভমন গিল (১৩০), ইশান কিষাণ (৫০) মিলে ১২৭ বলে ১৪০ রানের পার্টনারশিপ গড়েন। হারারে-তে জাদু ছড়িয়ে কেরিয়ারের প্রথম শতরান গিলের।