World Test Championship: কেপটাউন টেস্ট হারের পর পাঁচে নেমে গেলেন বিরাটরা

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Jan 15, 2022 | 3:00 PM

দ্বিতীয় টেস্টের পর ভারতের ঝুলিতে ছিল ৫৫.২১ শতাংশ। কেপটাউন টেস্টের পর সেটা আরও নীচে নামে আসে। দক্ষিণ আফ্রিকাও ভারতের নীচে ছিল। কিন্তু সিরিজ জয়ের পর দক্ষিণ আফ্রিকাও ভারতকে টপকে চার নম্বরে উঠে এল। শতাংশের বিচারে প্রোটিয়াদের সংগ্রহ ৬৬.৬৬ শতাংশ। প্রথম তিনে রয়েছে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া আর পাকিস্তান।

World Test Championship: কেপটাউন টেস্ট হারের পর পাঁচে নেমে গেলেন বিরাটরা
বিরাট ব্রিগেড। ছবি: টুইটার

Follow Us

দুবাই: এক ধাক্কায় পাঁচে নেমে গেল ভারত (Indian Cricket Team)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) পয়েন্ট ক্রমশ নীচে নামছে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার (South Africa) কাছে কেপটাউন টেস্ট হারের পর পাঁচে নেমে গেলেন বিরাটরা (Virat Kohli)। গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ রানার্স আপদের এবারের অবস্থা মোটেই ভালো নয়। ২০২৩ সালে ফের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। প্রথম দুইয়ে শেষ করতে না পারলে ফাইনাল খেলাই হবে না ভারতের। ইংল্যান্ড সফর থেকে শুরু হয়েছে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেল। পয়েন্টের বিচারে বাকি দলগুলোর চেয়ে এগিয়ে থাকলেও শতাংশের হিসেবে পাঁচ নম্বরে ভারত। শতাংশের বিচারেই পয়েন্ট টেবিল তৈরি করা হয়। কোভিডের পরই টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট সিস্টেমে বদল আনে আইসিসি। ভারতের ঝুলিতে এই মুহূর্তে ৫৩ পয়েন্ট। তবে ৯ টেস্টে ভারতের সংগ্রহ ৪৯.০৭ শতাংশ।

 

দ্বিতীয় টেস্টের পর ভারতের ঝুলিতে ছিল ৫৫.২১ শতাংশ। কেপটাউন টেস্টের পর সেটা আরও নীচে নামে আসে। দক্ষিণ আফ্রিকাও ভারতের নীচে ছিল। কিন্তু সিরিজ জয়ের পর দক্ষিণ আফ্রিকাও ভারতকে টপকে চার নম্বরে উঠে এল। শতাংশের বিচারে প্রোটিয়াদের সংগ্রহ ৬৬.৬৬ শতাংশ। প্রথম তিনে রয়েছে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া আর পাকিস্তান।

 

 

 

২টো টেস্ট খেলে ২টোই জিতেছে শ্রীলঙ্কা। ১০০ শতাংশ পয়েন্ট নিয়ে সবার উপরে লঙ্কানরা। ৮৩.৩৩ শতাংশ নিয়ে দুই নম্বরে অস্ট্রেলিয়া। ৭৫ শতাংশ নিয়ে তিন নম্বরে আছে পাকিস্তান। ৯ টা টেস্টের মধ্যে ভারত জিতেছে ৪টে-তে। ৩টে টেস্টে হার আর দুটোয় ড্র। পরবর্তী টেস্ট সিরিজগুলো ম্যাচ জিততে না পারলে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল থেকে আর কয়েক ধাপ নেমে যাবে ভারত। তাই আশঙ্কা থাকছেই।

 

আরও পড়ুন: India vs South Africa: কেপটাউনে অনুশীলন শুরু ধাওয়ান-চাহালদের

Next Article