Rishabh Pant: ঋষভ পন্থ কোথায়? হঠাৎ খোঁজ শুরু টুইটারে, ইন্দোরের গ্যালারিতে!

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 04, 2023 | 11:50 AM

২০২২ সালের ৩০ ডিসেম্বরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন পন্থ। মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিজেই গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন পন্থ। পথেই দুর্ঘটনার কবলে পড়েন। মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন পন্থ। একাধিক অস্ত্রোপচারের পর বর্তমানে সুস্থ হচ্ছেন তিনি। এখনই তাঁর পক্ষে ২২ গজে ফেরা কঠিন। ঘরের মাঠে ভারত-অস্ট্রেলিয়া সিরিজে তাঁকে ভীষণ মিস করছেন সমর্থকরা।

Rishabh Pant: ঋষভ পন্থ কোথায়? হঠাৎ খোঁজ শুরু টুইটারে, ইন্দোরের গ্যালারিতে!
Rishabh Pant: ঋষভ পন্থ কোথায়? হঠাৎ খোঁজ শুরু টুইটারে, ইন্দোরের গ্যালারিতে!

Follow Us

সঙ্ঘমিত্রা চক্রবর্তী

নাথন লিয়ঁর ঘূর্ণি সামলাতে পারতেন তিনি? যদি থাকতেন লোপ্পাই ক্যাচগুলো ধরতে পারতেন? ইন্দোরের গ্যালারি ব্যস্ত থাকত তাঁকে পেলে! আম্পায়ার থেকে বোলার, মুক্তি পেতেন না হয়তো কেউই! এই যে ‘তিনি’ নেই, এতদিনে যেন খেয়াল করল ভারতীয় ক্রিকেট! তাই হয়তো শুক্র-দুপুর থেকে ট্রেন্ডিংয়ে ঢুকে পড়লেন। ঠান্ডা মাথায় অস্ট্রেলিয়ান বোলিংকে খুন করতে পারতেন যিনি, সেই তিনি নতুন করে হাঁটতে শুরু করেছেন। ক্র্যাচ হাতে সেই ছবি পোস্টও করেছেন কয়েক দিন আগে। হয়তো এতদিন এ সব খেয়ালই করেনি কেউ। এ বার করতে হল। ইন্দোরে যে মানসম্মানই খোয়া গেল ভারতীয় টিমের। ঋষভ পন্থ (Rishabh Pant) থাকলে এমন হত না, বলতে শুরু করল টুইটার, ইন্দোরের গ্যালারি, ভারতীয় ক্রিকেটমহল। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

দেশের মাটিতে চলছে বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy)। নাগপুর ও দিল্লি টেস্টে ভারত জিতলেও ইন্দোরে অজিদের কাছে ৯ উইকেটে হারতে হয়েছে রোহিত শর্মার ভারতকে। ৬ বছর পর ভারতের মাটিতে টেস্টে জিতল অস্ট্রেলিয়া। তৃতীয় টেস্টে অজি তারকা স্পিনার নাথান লিয়ঁর ঘূর্ণির সামনে কার্যত উড়ে গিয়েছে ভারত। এমন সময় একাধিক ক্রিকেট প্রেমী মিস করছেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থকে। ২০২২ সালের ৩০ ডিসেম্বরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন পন্থ। মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিজেই গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন পন্থ। পথেই দুর্ঘটনার কবলে পড়েন। মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন পন্থ। একাধিক অস্ত্রোপচারের পর বর্তমানে সুস্থ হচ্ছেন তিনি। এখনই তাঁর পক্ষে ২২ গজে ফেরা কঠিন। ঘরের মাঠে ভারত-অস্ট্রেলিয়া সিরিজে তাঁকে ভীষণ মিস করছেন সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় যে কারণে ট্রেন্ডিং #RishabhPant। গত দু’বারের বর্ডার-গাভাসকর ট্রফিতে পন্থের অসাধারণ পারফরম্যান্স ছিল। এ বার টিম ইন্ডিয়া পন্থকে না পাওয়ায় কিপার হিসেবে বেছে নিয়েছে কোনা শ্রীকর ভরতকে। তিনি কি পারছেন পন্থের কমতি পূরণ করতে? কী বলছেন নেটিজ়েনরা।

বিগত কয়েক বছর ধরে টেস্ট ক্রিকেটে ভারতের অন্যতম ভরসার জায়গা হয়ে উঠেছেন পন্থ। একাধিক ম্যাচে ভারত যখন চাপে থেকেছে সেখান থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন তিনি। সেই সব ইনিংসই মিস করছেন ক্রিকেট ভক্তরা। তাঁর অনুপস্থিতিতে সুযোগ পাওয়া উইকেটকিপার-ব্যাটার কেএস ভরত ছাপ রাখতে ব্যর্থ হয়েছেন। ফলে তাঁকে নিয়ে কাঁটাছেড়া শুরু হয়েছে। উইকেটের পেছনে থেকে একাধিক ম্যাচে পন্থ ক্রমাগত প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের চাপে রাখার জন্য কিছু না কিছু বলতে থাকেন। সেগুলোই মিস করছেন সমর্থকরা।

অনেক ম্যাচে পন্থ যেমন দলকে চাপ থেকে বের করে এনেছেন, তেমনই একাধিক ম্যাচে তিনি ভুল শট খেলে আউট হওয়ার পর সমালোচিতও হয়েছেন। কিন্তু বিভিন্ন সময় টেস্টে তাঁর বেশ কিছু সাহসী শট দলের সুবিধে করেছে। ভারতীয় দলে তাঁর মতো কোনও ক্রিকেটারকে দেখা যায়নি চলতি ভারত-অস্ট্রেলিয়া সিরিজে। সোশ্যাল মিডিয়ায় যে কারণে সমর্থকরা বলতে শুরু করেছেন, “একজনই ছিলেন… ঋষভ পন্থ… আশা করি তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।”

ভারতীয় তারকা ক্রিকেটার দীনেশ কার্তিকও রীতিমতো মিস করছেন ঋষভ পন্থকে। যে কারণে, আজ, ৩ মার্চ সকাল সকাল টুইটারে তিনি ঋষভ পন্থের নাম পোস্ট করে জানিয়ে দিয়েছেন, তিনিও মিস করছেন তাঁকে।

এক ঝলকে দেখে নিন ঋষভ পন্থকে মিস করে যে সকল টুইট ঘোরাফেরা করছে —

Next Article