India vs England: ব্যাটিং বিভাগকেই দুষলেন ভারতের ব্যাটিং কোচ

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 05, 2022 | 7:00 AM

অনেকেই ভালো শুরু করেছে। কিন্তু সেগুলোকে বড় রানে পরিণত করতে পারেনি। একটা অন্তত বড় পার্টনারশিপ আশা করেছিলাম।

India vs England: ব্যাটিং বিভাগকেই দুষলেন ভারতের ব্যাটিং কোচ
সাংবাদিক সম্মেলনে ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর।
Image Credit source: TWITTER

Follow Us

 

বার্মিংহাম: চতুর্থ দিন মাঠে নামার সময় ভারতের হাতে ৭ উইকেট। ২৫৭ রানের লিড। ভালো ব্য়াটিং করে ইংল্যান্ডকে ম্যাচ থেকে ছিটকে দেওয়ার সুবর্ণ সুযোগ ছিল। যদিও এদিন বাকি ৭ উইকেটে মাত্র ১২০ রান যোগ করে ভারত। শেষদিন ম্যাচ জিততে মাত্র ১১৯ রান প্রয়োজন ইংল্যান্ডের। চতুর্থ দিনের খেলার শেষে ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর (Vikram Rathour) জানালেন, এখনও সুযোগ রয়েছে। তবে তাঁর বলায় সেই আত্মবিশ্বাস খুঁজে পাওয়া গেল না। ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলেন, ‘আমাদের পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। আমাদের কাছে সুযোগ ছিল, ইংল্যান্ডকে আজই ম্যাচ থেকে ছিটকে দেওয়ার। দুর্ভাগ্যবশত সেটা হয়নি। আমরা সেই সুযোগ মিস করেছি। ব্যাটিংয়ের দিক থেকে অতি সাধারণ দিন কেটেছে আমাদের। অনেকেই ভালো শুরু করেছে। কিন্তু সেগুলোকে বড় রানে পরিণত করতে পারেনি। একটা অন্তত বড় পার্টনারশিপ আশা করেছিলাম।’ এখনও ১১৯ রান বাকি। ৭ উইকেট প্রয়োজন। ভারতীয় বোলিং লাইন আপ অনবদ্য। এখনও কি সুযোগ আছে বলে মনে হয় আপনার? ব্যাটিং কোচ বলছেন, ‘অবশ্যই সুযোগ রয়েছে। শুরুতে দুটি উইকেট পড়লেই ম্যাচের পরিস্থিতি পাল্টে যাবে। ইংল্য়ান্ড সেটা জানে। লক্ষ্য এখনও বড়। শুরুতে ২ উইকেট পড়লে এখান থেকেও ম্য়াচ ঘুরে যেতে পারে।’

ইংল্যান্ডের ব্যাটিংয়ের সময় আকাশ পরিষ্কার ছিল। আপনার কি মনে হয় ওদের ব্য়াটিং করতে কোনও সমস্যাই হয়নি? ‘কিন্তু এই অজুহাত দেওয়া একেবারেই ঠিক মনে করি না। আমাদের ভালো বোলিং করতে হত। দুটো ক্য়াচ মিসও পার্থক্য গড়ে দিয়েছে,’বলছেন বিক্রম রাঠোর। ইংল্যান্ডের শর্টপিচ বোলিং পরিকল্পনা নিয়ে আলোচনা চলছেই। ভারতের ব্যাটিং কোচকেও সেই বিষয়ে জিজ্ঞেস করা হয়। পাঁচ-ছয় ব্য়াটসম্যান একভাবে আউট হয়েছে। বিক্রম রাঠোর স্বীকার করে নিলেন সে কথা। বলছেন ‘একদম ঠিক। ওরা শর্ট বলের পরিকল্পনা গড়ে, সেই অনুযায়ী ফিল্ডিং সাজিয়ে বোলিং করেছে। আমাদের আরেকটু ভালো পরিকল্পনা সেট করে ব্যাটিং করতে হত। ওদের পরিকল্পনাকে অন্যভাবে সামলানোর চেষ্টা করা যেত হয়তো। ওরা শট খেলেছে, তবে নিয়ন্ত্রণে রাখতে পারেনি। এরকম পরিস্থিতি কীভাবে সামলানো যায়, পরবর্তীতে সে বিষয়ে আমাদের ভাবতে হবে। পাল্টা পরিকল্পনা গড়তে হবে। আমরা বাইরে থেকে বলতে পারি, শর্ট বল কীভাবে সামলানো যেতে পারে। তবে মাঠে নেমে ব্যাটসম্যানকেই সিদ্ধান্ত নিতে হবে সেই পরিস্থিতিতে সে কী করবে। আজ আমরা পরিকল্পনা অনুযায়ী শর্ট বল সামলাতে পারিনি, এটুকু বলা যায়। আমারা জানতাম, ম্যাচে এমন পরিস্থিতি আসবেই, প্রতিপক্ষ শর্টপিচ বল করবে। ব্যাটসম্যানদের ব্যক্তিগত পরিকল্পনাও থাকতে হবে সেই পরিস্থিতি সামলানোর।

ভারতীয় দলের ব্যাটিং কোচ ভরসা রাখছেন সামি-বুমরা জুটির উপর। একটা উইকেট পড়লে অল্প সময়ের ব্য়বধানে অনেক সময়ই একাধিক উইকেট নেওয়া যায়। বিক্রমের কথায়, ‘সামি-বুমরা যেভাবে বোলিং করছে, তাতে এক উইকেট এলে দ্রুত তিন উইকেটও আসতে পারে।’

Next Article