Asia Cup 2022: বৃষ্টিতে বিদায় বাংলাদেশের, গ্রুপ সেরা ভারতের সামনে সেমিফাইনালে থাইল্যান্ড

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Oct 11, 2022 | 6:25 PM

India vs Thailand: বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে খেলবে থাইল্যান্ড। একই দিনে দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান-শ্রীলঙ্কা। থাইল্যান্ডের কাছে স্বপ্নের প্রতিযোগিতা। প্রথম বার এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিল থাইল্যান্ড।

Asia Cup 2022: বৃষ্টিতে বিদায় বাংলাদেশের, গ্রুপ সেরা ভারতের সামনে সেমিফাইনালে থাইল্যান্ড
Image Credit source: twitter, ACC

Follow Us

সিলেট: মেয়েদের এশিয়া কাপ (Women’s Asia Cup) ফাইনালে কি ফের ভারত-পাকিস্তান (India vs Pakistan)? এমন সম্ভাবনা প্রবল। এ বার পুরুষদের এশিয়া কাপে ফাইনালে উঠতে পারেনি ভারত। নয়তো একই টুর্নামেন্টে তিন বার ভারত-পাকিস্তান ম্যাচ দেখার সুযোগ হতে পারত। এ বার মেয়েদের এশিয়া কাপে সেই সম্ভাবনা। গ্রুপ পর্বের ম্যাচ শেষ হল এ দিন। বৃষ্টির কারণে দিনের প্রথম ম্যাচটি ভেস্তে যায়। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারাল পাকিস্তান। ভারত এবং পাকিস্তানের পয়েন্ট সমান হলেও নেট রান রেটে শীর্ষস্থানে ভারত। পাকিস্তান শেষ করল দ্বিতীয় স্থানে। সেমিফাইনালের বাকি দুটি দল শ্রীলঙ্কা ও থাইল্যান্ড (Thailand)।

গত বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এ বারের আয়োজকও। সেমিফাইনাল নিশ্চিত করতে হলে এ দিন জিততেই হত। আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ ছিল। ম্যাচ হলে বাংলাদেশ হয়তো পারত। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি হয়। ফলে ছিটকে গেল বাংলাদেশ। সাতটি দলের মধ্যে প্রথম দুটি স্থানে ভারত ও পাকিস্তান। দু-দলেরই পয়েন্ট ১০। শ্রীলঙ্কা ৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে। ৬ পয়েন্ট নিয়ে চারে থাইল্যান্ড। এ দিন ম্যাচ ভেস্তে যাওয়ায় বাংলাদেশের পয়েন্ট দাঁড়িয়েছে ৫। থাইল্যান্ডের তুলনায় নেট রান রেট ভালো হলেও শেষ চারে ওঠা হল না গত বারের চ্যাম্পিয়নদের।

বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে খেলবে থাইল্যান্ড। একই দিনে দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান-শ্রীলঙ্কা। থাইল্যান্ডের কাছে স্বপ্নের প্রতিযোগিতা। প্রথম বার এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিল থাইল্যান্ড। গ্রুপ পর্বে আধডজন ম্যাচের মধ্যে তিনটি জিতেছে থাইল্যান্ড। পার্থক্য গড়ে দিয়েছে পাকিস্তান ম্যাচ। কাগজে কলমে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল থাইল্যান্ড। ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন নথকন চন্তম। পুরো টুর্নামেন্টে এখনও অবধি ধারাবাহিক ওপেনার নন্নপত কোঞ্চারোয়েঙ্কাই ও চন্তম। অধিনায়ক নারুয়েমল চাইওয়াইও ভালো খেলছেন। বোলিংয়ে থিপাচা পুট্টাওং টুর্নামেন্টে অন্যতম সেরা পারফর্ম করছেন। এখনও অবধি ৮ উইকেট নিয়েছেন।

Next Article