T20 World Cup 2022: ‘লজ্জাজনক’, বাবরদের উপর ক্ষুব্ধ পাকিস্তানের প্রাক্তনরা

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Oct 28, 2022 | 7:00 AM

Pakistan vs Zimbabwe: আমির লিখেছেন, 'প্রথম দিন থেকেই বলে আসছি, খুব সাধারণ দল বেছে নেওয়া হয়েছে। এর দায় কে নেবে। নির্বাচক প্রধান এবং বোর্ডের চেয়ারম্যান, যিনি নিজেকে সর্বেসর্বা বানিয়ে রেখেছেন, তাদেরই দায় নিতে হবে।'

T20 World Cup 2022: লজ্জাজনক, বাবরদের উপর ক্ষুব্ধ পাকিস্তানের প্রাক্তনরা
Image Credit source: AFP

Follow Us

করাচি: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) সুপার টুয়েলভে জিম্বাবোয়ের কাছে হার। মাত্র ১৩১ রানের লক্ষ্য তাড়ায় ১ রানে হার পাকিস্তানের (Pakistan)। বাবর আজম এবং দলের উপর ক্ষুব্ধ পাকিস্তানের (Pakistan vs Zimbabwe) প্রাক্তন ক্রিকেটাররা। দল বাছাই থেকে পারফরম্যান্স, তুলোধনা করছেন প্রাক্তন পাক ক্রিকেটাররা। আঙুল উঠছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজার দিকেও। সুপার ১২-র প্রথম ম্যাচে ভারতের কাছে হারের পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল। জিম্বাবোয়ের কাছে হার কিছুতেই হজম করতে পারছেন না পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা।

পাকিস্তানের প্রাক্তন পেসার ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘খুব ভদ্র ভাষায়ও যদি বলি, লজ্জাজনক।’ সঙ্গে একটি ভিডিয়ো বার্তায় শোয়েব বলছেন, ‘খুব খুব খুবই লজ্জাজনক। অযোগ্য ক্রিকেটারদের দলে নেওয়া হয়েছে। সাধারণ মানের টিম ম্যানেজমেন্ট এবং অবশ্যই বোর্ড। তারই ফল এই হার। এ বার জিম্বাবোয়ের কাছেও হারতে হল। আগেও বলেছি, অতি সাধারণ প্লেয়ারদের দলে রেখে দেওয়া হয়েছে। খুবই হতাশাজনক।’

পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রম ধারাধাষ্যকার হিসেবে বিশ্বকাপে রয়েছেন। সম্ভবত সেই কারণে, এক লাইনেই তাঁর মন্তব্য় রেখেছেন সোশ্যাল মিডিয়ায়। আক্রমের বক্তব্য, ‘এরকম অঘটন’, সঙ্গে বিষ্ময়সূচক ইমোজি। পাকিস্তানের প্রাক্তন বাঁ হাতি পেসার মহম্মদ আমিরের নিশানায় পিসিবি চেয়ারম্যান রামিজ রাজাও। আমির লিখেছেন, ‘প্রথম দিন থেকেই বলে আসছি, খুব সাধারণ দল বেছে নেওয়া হয়েছে। এর দায় কে নেবে। নির্বাচক প্রধান এবং বোর্ডের চেয়ারম্যান, যিনি নিজেকে সর্বেসর্বা বানিয়ে রেখেছেন, তাদেরই দায় নিতে হবে।’

Next Article