Deepti Sharma: হান্ড্রেডে ব্যাটে-বলে অনবদ্য দীপ্তি শর্মা, দলের হার

Aug 11, 2024 | 9:36 PM

Indian Cricket-Deepti Sharma: এশিয়া কাপে অনবদ্য পারফর্ম করেছিলেন ভারতীয় দলের অলরাউন্ডার দীপ্তি শর্মা। সেই পারফরম্যান্স জারি ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্টেও। লন্ডন স্পিরিটের হয়ে ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করলেন দীপ্তি শর্মা। যদিও দলের হার এড়াতে পারলেন না ভারতের এই অলরাউন্ডার।

Deepti Sharma: হান্ড্রেডে ব্যাটে-বলে অনবদ্য দীপ্তি শর্মা, দলের হার
Image Credit source: X

Follow Us

মহিলাদের এশিয়া কাপে ন’টি সংস্করণ হয়েছে। আগের আট বারের মতো এ বারও ফাইনালে উঠেছিল ভারতীয় দল। যদিও আট নম্বর ট্রফিটা আসেনি। এই নিয়ে মাত্র দু-বার ট্রফি হাতছাড়া ভারতের। চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। এশিয়া কাপে অনবদ্য পারফর্ম করেছিলেন ভারতীয় দলের অলরাউন্ডার দীপ্তি শর্মা। সেই পারফরম্যান্স জারি ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্টেও। লন্ডন স্পিরিটের হয়ে ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করলেন দীপ্তি শর্মা। যদিও দলের হার এড়াতে পারলেন না ভারতের এই অলরাউন্ডার।

দ্য হান্ড্রেড টুর্নামেন্টে লন্ডন স্পিরিটের হয়ে খেলেন দীপ্তি শর্মা। এ দিন তাঁদের ম্যাচ ছিল ওভাল ইনভিন্সিবলের বিরুদ্ধে। ১০০ বলের প্রতিযোগিতার এই ম্যাচে প্রথমে ব্যাট করে লন্ডন স্পিরিট। শুরুতেই মেগ ল্যানিংয়ের উইকেট হাারিয়ে চাপে পড়ে তারা। মাত্র ৪৭ রানের মধ্যেই ৭ উইকেট হারায় লন্ডন স্পিরিট। ব্যাটিং বিপর্যয়ের মাঝে অনবদ্য পারফরম্যান্স দীপ্তি শর্মার। মাত্র ৩০ বলে ৪৭ বলে অপরাজিত থাকেন তিনি। ইনিংসে দ্বিতীয় সর্বাধিক স্কোর ইভা গ্রে-র ২২ বলে ২৮। শেষ অবধি ওভালকে ১২১ রানের টার্গেট দেয় লন্ডন।

বল হাতেও অনবদ্য দীপ্তি শর্মা। অল্প রানের পুঁজি। ওভালের ওপেনার তথা ক্যাপ্টেন লরেন উইনফিল্ড ৪০ বলে ৬১ রানে অপরাজিত থাকেন। চারে নামা মারিজান কাপ ১৮ বলে ৩০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। অফস্পিনার দীপ্তি শর্মা ১৫ বলে মাত্র ১৭ রান দেন। উল্টোদিক থেকে তেমনই সাপোর্ট পাননি।

Next Article