AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cricket Bizarre: সারমেয়-সাপ নয়, ক্রিকেট মাঠে এ বার নতুন অতিথি! দেখুন ভিডিয়ো

The Hundred Tournament: অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে দেখা যায় এক বিশেষ পাখি। মাঠেই বসে থাকে। অনেক সময় তাদের শরীরে বলও লাগে। আহতও হয় পাখিরা। তেমনই ক্রিকেট মাঠে সারমেয় প্রবেশও নতুন নয়। কিন্তু লর্ডসের মাঠে দেখা গেল নতুন অতিথি।

Cricket Bizarre: সারমেয়-সাপ নয়, ক্রিকেট মাঠে এ বার নতুন অতিথি! দেখুন ভিডিয়ো
Image Credit: Adam Davy/PA Images via Getty Images
| Updated on: Aug 06, 2025 | 5:34 PM
Share

বিশ্বের নানা মাঠেই দেখা যায়, খেলা চলাকালীন মন ভালো করা অনেক দৃশ্য। আবার অনেক সময় আতঙ্কের ছবিও ধরা পড়ে। শ্রীলঙ্কার মাঠে খেলা হলে হামেশাই যেমন দেখা যায়, মাঠে কিলবিল করে ঢুকছে সাপ। ক্যামেরায় ফোকাস করা হয়। প্লেয়াররা সতর্ক থাকতে পারেন। মাঠকর্মীরা দ্রুত সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তেমনই অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে দেখা যায় এক বিশেষ পাখি। মাঠেই বসে থাকে। অনেক সময় তাদের শরীরে বলও লাগে। আহতও হয় পাখিরা। তেমনই ক্রিকেট মাঠে সারমেয় প্রবেশও নতুন নয়। কিন্তু লর্ডসের মাঠে দেখা গেল নতুন অতিথি।

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ দ্য হান্ড্রেড টুর্নামেন্টে দেখা গেল এমনই দৃশ্য। ক্রিকেট মাঠ অনেক সময় দেখা যায়, সারমেয় ঢুকে মাঠকর্মীদের কালঘাম ছুটিয়ে দেয়। তাকে মাঠ থেকে বের করতে বেগ পেতে হয়। আসলে মাঠে কোনও ভাবে ঢুকে পড়লেও এত ভিড় দেখে আতঙ্কিত হতে পড়ে পশুপাখি। হান্ড্রেডের ম্যাচ চলছিল লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। সেখানে ঢুকে পড়ল শেয়াল। সেই ভিডিয়ো রীতিমতো শোরগোল ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শেষের পরই শুরু হয়ে গিয়েছে দ্য হান্ড্রেড টুর্নামেন্টে। লন্ডন স্পিরিট বনাম ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওভাল স্পিরিট ম্যাচে লর্ডসের ঘটনা। ম্যাচ চলাকালীন একটি শেয়াল ঢুকে পড়ে মাঠে। দ্রুতগতিতে মাঠ প্রদক্ষিণও করে। প্রায় ১ মিনিট ধরে এমন পরিস্থিতি। খেলা বন্ধ থাকে। সে সময় ব্যাটিং করছিলেন লন্ডন স্পিরিটের পেসার ড্যানিয়েল ওব়্যাল। ধারাভাষ্যে থাকা স্টুয়ার্ট ব্রড, ইয়ন মর্গ্যানের মতো কিংবদন্তিরা ছিলেন। এই দৃশ্য দেখে হাসি চাপতে পারেননি।