Bengal Pro T20 League 2024: হঠাৎ এগিয়ে এল বেঙ্গল প্রো টি-২০ লিগের উদ্বোধনের দিন, কবে শুভারম্ভ?

Bengal Pro T20 League: মহিলা এবং পুরুষ উভয় টিমই এই টুর্নামেন্টে খেলবে। যা চলবে ২৮ জুন অবধি। মোট ১৮ দিন ধরে বেঙ্গল প্রো টি-২০ লিগ চলবে। যেখানে আট ফ্র্যাঞ্চাইজি অংশ নিচ্ছে। টুর্নামেন্টে মোট ৩১টি ম্যাচ খেলা হবে।

Bengal Pro T20 League 2024: হঠাৎ এগিয়ে এল বেঙ্গল প্রো টি-২০ লিগের উদ্বোধনের দিন, কবে শুভারম্ভ?
Bengal Pro T20: হঠাৎ এগিয়ে এল বেঙ্গল প্রো টি-২০ লিগের উদ্বোধনের দিন, কবে শুভারম্ভ?Image Credit source: Bengal Pro T20 League
Follow Us:
| Updated on: Apr 26, 2024 | 1:30 PM

কলকাতা: আর কয়েকদিন পর শুরু হবে বেঙ্গল প্রো টি-২০ লিগ (Bengal Pro T20 League)। এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল ১২ জুন। হঠাৎ করেই উদ্বোধনের দিন এগিয়ে এল। ১২ জুনের পরিবর্তে ১১ জুন শুরু হবে এই টুর্নামেন্ট। টি-২০ বিশ্বকাপের জন্যই এগিয়ে গেল বেঙ্গল প্রো টি-২০ লিগ। কারণ ১২ জুন টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার ম্যাচ রয়েছে। ক্রিকেট মহলের মতে সেই কারণেই বেঙ্গল প্রো টি-২০ লিগের শুরুর দিন এগিয়ে আনা হল। মহিলা এবং পুরুষ উভয় টিমই এই টুর্নামেন্টে খেলবে। ১১ জুন থেকে যা চলবে ২৮ জুন অবধি। মোট ১৮ দিন ধরে বেঙ্গল প্রো টি-২০ লিগ চলবে। যেখানে আট ফ্র্যাঞ্চাইজি অংশ নিচ্ছে। টুর্নামেন্টে মোট ৩১টি ম্যাচ খেলা হবে।

সিএবি সভাপতি স্নেহাশিস‌ গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘এই টুর্নামেন্ট শুরু হবে ১১ জুন। ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে প্রথমদিন ছেলেদের একটি ম্যাচ হবে। এরপর ১২ জুন থেকে মেয়েদের ম্যাচ শুরু হবে। তা হবে যাদবপুর ইউনিভার্সিটির সল্টলেক ক্যাম্পাসের মাঠে। প্রত্যেক দিন দুটো দলের একটা করে ম্যাচ থাকবে। যা চলবে ২৮ জুন পর্যন্ত। টি-২০ বিশ্বকাপ ফাইনালের একদিন আগে এই টুর্নামেন্ট শেষ হবে।’

বেঙ্গল প্রো টি-২০ লিগের সূচির ব্যাপারে স্নেহাশিষ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তা পরে প্রকাশিত হবে। তিনি জানিয়েছেন, বেশিরভাগ দিনই দুটো করে ম্যাচ হবে। এ বার প্রশ্ন হল আইসিসি টি-২০ বিশ্বকাপের সময় কেন করা হচ্ছে এই টুর্নামেন্ট? সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এই বিষয়ে বলেন, ‘বিসিসিআইয়ের গাইডলাইন অনুযায়ী ১৫ সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত এই ধরনের কোনওরকম টুর্নামেন্ট আয়োজন করা যাবে না। তারপর আবার উইমেন্স প্রিমিয়ার লিগ এবং আইপিএল শুরু হয়ে যায়। যার ফলে জুন ছাড়া আমাদের কাছে এই টুর্নামেন্ট আয়োজন করার আর কোনও বিকল্প সময় ছিল না।’