T20 World Cup 2022: ‘দুর্বল’ জিম্বাবোয়ের বিরুদ্ধে আজ নামছে ‘শক্তিশালী’ বাংলাদেশ

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Oct 30, 2022 | 1:59 AM

Bangladesh vs Zimbabwe: টুর্নামেন্টের অন্যতম ফেভারিট পাকিস্তানকে হারিয়ে অনেক বেশি আত্মবিশ্বাস সঙ্গী করে নামবে জিম্বাবোয়ে। অনবদ্য ছন্দে রয়েছেন জিম্বাবোয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের সেরার পুরস্কারও জিতেছেন।

T20 World Cup 2022: দুর্বল জিম্বাবোয়ের বিরুদ্ধে আজ নামছে শক্তিশালী বাংলাদেশ
Image Credit source: twitter

Follow Us

ব্রিসবেন: বাংলাদেশ (Bangladesh) সংবাদমাধ্যমে এতদিন একটা বিষয় খুব চর্চায় ছিল। ফর্ম নেই! দল হারছে! সমর্থকরা মজা করে বলতেন, এ বার জিম্বাবোয়েকে ডাকা হোক। কোনও বড় টুর্নামেন্টে কিংবা সিরিজ হারলেই, ঘরের মাঠে জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলা রাখার দাবি উঠত। বারবার এ নিয়ে সমালোচনার মুখেও পড়েছে বাংলাদেশ বোর্ড। জিম্বাবোয়েকে (Zimbabwe) ঘরের মাঠে হারিয়ে আত্মবিশ্বাস কুড়িয়ে নিতেন ক্রিকেটাররাও। এখন পরিস্থিতি পাল্টে গিয়েছে। জিম্বাবোয়ে গত এক বছর অনবদ্য পারফর্ম করেছে। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) আজ বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবোয়ে। পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারিয়েছে তারা। মাঠের বাইরের সমস্ত সমালোচনার জবাব দিয়েছে পারফরম্যান্সে।

টি২০ হোক বা অন্য ফরম্যাটে। প্রচুর দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে বাংলাদেশ-জিম্বাবোয়ে। এ বছরও জিম্বাবোয়ে সফরে গিয়েছিল বাংলাদেশ। জিম্বাবোয়ে দ্রুত যতটা উন্নতি করেছে, বাংলাদেশের মধ্যে এত বছরেও সেটা দেখা যায়নি। কখনও অনবদ্য ক্রিকেট খেলে বাংলাদেশ। কখনও অতি সাধারণ। ধারাবাহিকতার অভাব স্পষ্ট। গত জুলাইতেই জিম্বাবোয়ে সফরে সাদা বলে দুই সিরিজেই হেরেছে বাংলাদেশ। তবে বিশ্বকাপের মঞ্চে কোনও দলকেই অবহেলা করার সুযোগ নেই। পাকিস্তান ভালোভাবেই সেটা টের পেয়েছে। গ্রুপ পর্ব মিলিয়ে চারটির মধ্যে তিন ম্যাচেই জিতেছে জিম্বাবোয়ে।

টুর্নামেন্টের অন্যতম ফেভারিট পাকিস্তানকে হারিয়ে অনেক বেশি আত্মবিশ্বাস সঙ্গী করে নামবে জিম্বাবোয়ে। অনবদ্য ছন্দে রয়েছেন জিম্বাবোয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের সেরার পুরস্কারও জিতেছেন। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ব্যাট হাতে ছন্দে রয়েছেন। তবে বোলিংয়ে সেই পুরনো সাকিবকে যেন খুঁজে পাওয়া যাচ্ছে না। দল হিসেবেও ধারাবাহিকতার অভাব। ব্যাটিং সমস্যা মেটাতে এই ম্যাচে ফেরানো হতে পারে ইয়াসির আলিকে। সে ক্ষেত্রে পঞ্চম বোলারের বিকল্প নিয়ে সতর্ক থাকতে হবে বাংলাদেশকে।

বাংলাদেশ বনাম জিম্বাবোয়ে, সকাল ৮.৩০

Next Article