Ramiz Raja: ‘আমার জিনিসপত্রগুলোও আনতে দিল না’ বলছেন প্রাক্তন পিসিবি প্রধান

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Dec 27, 2022 | 7:46 PM

PCB: পিসিবির চিফ অপারেটিং অফিসার সোশ্যাল মিডিয়ায় রাজার অভিযোগের ভিত্তিতে লিখেছেন-রামিজ রাজার সমস্ত জিনিস আমিই সংগ্রহ করেছি। সবটাই পিসিবির হেফাজতে রয়েছে। দ্রুতই প্রক্রিয়া মেনে তা ফিরিয়ে দেওয়া হবে।

Ramiz Raja: আমার জিনিসপত্রগুলোও আনতে দিল না বলছেন প্রাক্তন পিসিবি প্রধান
ওঁরা আমার জিনিসপত্রগুলোও আনতে দিল না; পিসিবির বিরুদ্ধে মুখ খুললেন রামিজ রাজা
Image Credit source: Twitter

Follow Us

লাহোড়: সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) চেয়ারম্য়ানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজাকে (Ramiz Raja) । তাঁর অপসারণ নিয়ে ক’দিন সরগরম ছিল পাকিস্তান ক্রিকেট। রামিজকে সরিয়ে পিসিবির প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে নাজাম শেঠিকে। ১৫ মাস পিসিবির দায়িত্বে ছিলেন রামিজ রাজা। পদ খুঁইয়ে এ বার পিসিবির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনলেন তিনি। রামিজের সময়ে অনেক বিতর্কও হয়েছে। শেষটা এমন হবে তা অবশ্য় কেউ ভাবেননি। পদ খুঁইয়ে অভিযোগ আনলেন রামিজ রাজাও। নিজের ইউটিউব (YouTube) চ্যানেলে পিসিবির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অপসারিত ‘রাজা’। কী অভিযোগ আনছেন তিনি? তুলে ধরল TV9 Bangla

২০২১ সালের সেপ্টেম্বর মাসে ইমরান খান তাঁকে পিসিবি চেয়ারম্য়ান পদের দায়িত্ব দেন। ১৫ মাস এই দায়িত্ব পালন করেন রামিজ। রামিজের অপসারণ নিয়ে একাধিক বিতর্কের সূত্রপাত হয়েছিল পাকিস্তানে। অবশেষে রামিজ রাজাকে চেয়ারম্য়ান পদ থেকে অপসারিত করা হয়েছে। তাঁর জায়গায় দায়িত্বে এসেছেন নাজাম শেঠি। সেই সঙ্গে সিলেকশন কমিটিতেও বদল আনা হয়েছে। অন্তর্বর্তীকালীন নির্বাচক কমিটির প্রধান করা হয়েছে শাহিদ আফ্রিদিকে।

সদ্য অপসারিত রামিজ রাজা নিজের ইউটিউইব চ্যানেলে, পিসিবি ও পাক সরকারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন। নিরবতা ভেঙে রামিজ বলেন, “এমন ঘটনা কেবল পাকিস্তানেই ঘটতে পারে। নিয়ম লঙ্ঘন করে, মেয়াদ শেষ হওয়ার আগে কাউকে সরিয়ে দেওয়া যেতে পারে।” তিনি এও জানিয়েছেন, গোটা বিষয়টি তিনি আন্তর্জাতিক ফোরামে তুলে ধরবেন। তাঁর আরও অভিযোগ, অপসারণের পর ৯ টা ১৭ মিনিটে ১৭ জন তাঁর অফিসে প্রবেশ করেন যেন কোনও তদন্তের জন্য অভিযান চলছে। এমনকি তাঁর জিনিসপত্রও নাকি বাইরে আনতে দেওয়া হয়নি! রাজনৈতিক কূটনীতির শিকার তিনি এমনটাই মনে করা হচ্ছে। তবে পিসিবির তরফেও এর জবাব এসেছে। পিসিবির চিফ অপারেটিং অফিসার সোশ্যাল মিডিয়ায় রাজার অভিযোগের ভিত্তিতে লিখেছেন-রামিজ রাজার সমস্ত জিনিস আমিই সংগ্রহ করেছি। সবটাই পিসিবির হেফাজতে রয়েছে। দ্রুতই প্রক্রিয়া মেনে তা ফিরিয়ে দেওয়া হবে।

Next Article